X
মঙ্গলবার, ১৪ মে ২০২৪
৩১ বৈশাখ ১৪৩১

বিদেশি নাগরিকের ৩০০০ ডলার চুরির অভিযোগ পুলিশের বিরুদ্ধে!

যশোর প্রতিনিধি
২৮ জানুয়ারি ২০১৬, ২৩:৩৭আপডেট : ২৯ জানুয়ারি ২০১৬, ০০:০৬

খুকুমনি পারভীনের পাসপোর্ট

খুকুমনি পারভীন নামে বাংলাদেশি বংশোদ্ভূত এক সুইডিশ নাগরিকের (পাসপোর্ট নং - ৯০৬০২৩০৬) হাতব্যাগ থেকে তিন হাজার মার্কিন ডলার ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। বৃহস্পতিবার বিকেলে এ ‘ছিনতাই’ ঘটে বলে সাংবাদিকদের জানান খুকুমনি পারভীন ও তার স্বামী মিজানুর রহমান।   

পুলিশ তাদের বিরুদ্ধে আনা এ অভিযোগ অস্বীকার করেছে।

অভিযোগকারী দুইজনের ভাষ্য, বিকেল সাড়ে ৫টার দিকে যশোর-বেনাপোল সড়কের ঝিকরগাছার পাঁচপুকুর এলাকা অতিক্রমকালে টহল পুলিশ তাদের দুইজনকে থামিয়ে তল্লাশি করতে শুরু করে। এসময় খুকুমনির হাতব্যাগে থাকা নগদ তিন হাজার মার্কিন ডলার ছিনিয়ে নেয় পুলিশ।

খুকুমনির অভিযোগ, ঝিকরগাছা থানার উপ-পরিদর্শক এসআই  এজাজ ও উপস্থিত পুলিশ সদস্যরা এসময় তাদের সঙ্গে ‘চরম দুর্ব্যবহার’ করেন। এসআই  এজাজ তাকে বলেন, যেহেতু তিন হাজার মার্কিন ডলার পাসপোর্টে ‘এনডোর্স’ করা নেই তাই এগুলো অবৈধ।

খুকুমনির ভাষ্য অনুযায়ী, তিনি ১ জানুয়ারি ভারতে এক আত্মীয়ের বাড়ি থেকে বেড়িয়ে এসে সেদিনই বেনাপোল স্থলবন্দর হয়ে বাংলাদেশে প্রবেশ করেছেন। স্বামী মিজানুর রহমান তাকে গ্রহণ করার জন্যে বন্দরে অপেক্ষা করছিলেন।

মিজানুর রহমান বলেন, ‘বিষয়টি নিয়ে আমরা উদ্বিগ্ন এবং চরমভাবে অপমানিত। দেশীয় ভাইদের কাছ থেকে এমন ব্যবহার আশা করিনি। কোনো সভ্য পুলিশ এ ভাষায় কথা বলতে পারে না।’

এ ব্যাপারে জানতে চাইলে ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা খবির আহমেদ বলেন, অভিযোগকারীদের বর্ণনা ঠিক নয়। পুলিশ তাদের তল্লাশ করেছে ঠিক, কিন্তু সুইডেনের নাগরিক পরিচয় পাওয়ার পরপরই সসম্মানে ছেড়ে দেওয়া হয়েছে।’

এডিশনাল এসপি কে এম আরিফুল হক বলেন, ‘ঘটনাটি যেমন শোনা যাচ্ছে তেমন কিছু ঘটেছে কি না তা তদন্ত ছাড়া বলা সম্ভব নয়।’

নড়াইলের কালিয়া উপজেলা সদরের বাসিন্দা মিজানুর রহমানের স্ত্রী সুইডিশ নাগরিক খুকুমনি পারভীন ২৫ বছর ধরে সুইডেনে বাস করেন। পেশায় তিনি নার্স। তার স্বামী মিজানুর রহমানও সুইডেনের নাগরিক ও পেশায় প্রকৌশলী। গত বছরের ১৪ ডিসেম্বর তারা বাংলাদেশে ফিরেছেন।

/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এক গ্রামের অর্ধশতাধিক বাড়িতে মদ তৈরির কারখানা
এক গ্রামের অর্ধশতাধিক বাড়িতে মদ তৈরির কারখানা
সুশীল সমাজের সঙ্গে বৈঠক করেছেন ডোনাল্ড লু
সুশীল সমাজের সঙ্গে বৈঠক করেছেন ডোনাল্ড লু
আন্তঃবিশ্ববিদ্যালয় স্কোয়াশে আইইউবির তিন পদক
আন্তঃবিশ্ববিদ্যালয় স্কোয়াশে আইইউবির তিন পদক
গ্রীষ্মের গরমে ত্বকের যত্ন নেবে পাকা পেঁপে
গ্রীষ্মের গরমে ত্বকের যত্ন নেবে পাকা পেঁপে
সর্বাধিক পঠিত
শুক্রবারও চলবে মেট্রোরেল
শুক্রবারও চলবে মেট্রোরেল
শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়
শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়
সজনে পাতা খেলে মিলবে এই ১২ উপকারিতা
সজনে পাতা খেলে মিলবে এই ১২ উপকারিতা
ইয়াহিয়া সিনওয়ার: যুদ্ধের সূত্রপাত ঘটিয়েছেন, শেষও কি তার হাতে?
গাজায় ইসরায়েলি আগ্রাসনইয়াহিয়া সিনওয়ার: যুদ্ধের সূত্রপাত ঘটিয়েছেন, শেষও কি তার হাতে?
রংপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অভিযোগ
রংপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অভিযোগ