X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

শিশুর গলা কেটে বস্তায় ভরে ডোবায় ফেললেন সেলুন ব্যবসায়ী 

বরিশাল প্রতিনিধি
৩১ মে ২০২২, ১৩:৪৫আপডেট : ৩১ মে ২০২২, ১৩:৪৫

নিখোঁজের চার দিন পর বরিশালের উজিরপুরের হারতা ইউনিয়নের নাতারকান্দি গ্রামের ডোবা থেকে বস্তাবন্দি অবস্থায় দীপ্ত মন্ডল (৮) নামে এক শিশুর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সোমবার রাতে তিন জনকে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

নিহত দীপ্ত ওই গ্রামের মিষ্টির দোকানের কর্মচারী দীপক মন্ডলের ছেলে এবং তৃতীয় শ্রেণির ছাত্র ছিল। গ্রেফতারকৃতরা হলেন একই এলাকার বাসিন্দা রতন বিশ্বাস, তার স্ত্রী ইভা ও রতনের দোকানের কর্মচারী নয়ন শীল।
 
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আর্শেদ আলী বলেন, শুক্রবার (২৭ মে) রাতে দীপ্ত নিখোঁজ হয়।ওই রাতে এলাকার বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি বাবা-মা। পরদিন ২৮ মে বাবা দীপক উজিরপুর থানায় জিডি করেন। এলাকাবাসীর বিভিন্ন তথ্যের ভিত্তিতে সোমবার গভীর রাতে রতন ও নয়নকে জিজ্ঞাসাবাদ করলে দীপ্তকে গলা কেটে হত্যার কথা স্বীকার করেন। তাদের স্বীকারোক্তি অনুযায়ী মঙ্গলবার সকালে নাতারকান্দি গ্রামের হাফিজুুর রহমানের বাড়ি সংলগ্ন এলাকার ডোবা থেকে বস্তাবন্দি অবস্থায় দীপ্ত মন্ডলের লাশ উদ্ধার করা হয়। এ সময় রতনের স্ত্রী ইভাকেও গ্রেফতার করা হয়।
 
স্থানীয় ইউপি সদস্য নিখিল চক্রবর্তী বলেন, সোমবার রাতে হারতা বাজারে রতন সেলুন ধোয়ামোছা করছিলেন। ওই সময় এলাকাবাসী সেলুনে পচা দুর্গন্ধ ও রক্ত দেখতে পান। এরপর রতন ও নয়নকে এলাকাবাসী আটক করে জিজ্ঞাসাবাদ করলে তারা জানান ২৭ মে দীপ্তকে গলা কেটে হত্যা করে দোকানের মধ্যে রাখা হয়। পরবর্তী সময়ে দুর্গন্ধ ছড়ালে সোমবার বস্তাবন্দি লাশ ড্রামে ভরে তারা দুই জন এবং রতনের স্ত্রী নিয়ে ডোবায় ফেলে দেন। এ ঘটনায় রতনের শ্যালকও জড়িত রয়েছেন।
 
নিখিল চক্রবর্তী আরও বলেন, আমাদের ধারণা নয়নের সঙ্গে দীপ্তর মায়ের বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে। হয়তো দীপ্ত তাদের বিবাহবহির্ভূত সম্পর্ক দেখে ফেলায় সেলুনে আটকে দীপ্তকে হত্যা করে লাশ বস্তায় ভরে রাখেন নয়ন। পরবর্তীতে সময়ে বিষয়টি রতনকে জানালে তাদের সহায়তায় লাশ ডোবায় ফেলা হয়।দীপ্তর গলায় ও নাকের ওপর অস্ত্রের আঘাত রয়েছে।
 
নিখিল চন্দ্র বলেন, রতনের দাবি হত্যাকাণ্ডের সঙ্গে তিনি কিংবা তার স্ত্রী জড়িত নন। লাশ থেকে দুর্গন্ধ বের হওয়ার পর বিষয়টি জানতে পারেন। এরপর তারা কাউকে কিছু না বলে লাশ সরাতে নয়নকে সহায়তা করেন।
 
এদিকে, এ ঘটনায় সকালে হারতা বাজারে বিক্ষোভ মিছিল করেছে গ্রামবাসী। তারা এ ঘটনায় জড়িতদের ফাঁসির দাবি জানান।

ওসি আর্শেদ আলী বলেন, এ ঘটনায় গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হবে। দীপ্তর বাবা বাদী হয়ে মামলা করেছেন। এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

 

/এএম/
সম্পর্কিত
অটোরিকশাচালককে হত্যার পর বস্তায় ভরে খালে ফেলে দিয়েছিল তারা: পুলিশ
১৯ বছর পর হত্যা মামলায় স্বামী-স্ত্রীসহ ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড
ফোনে কথা না বলায় প্রেমিকের জন্য খুনি ভাড়া করে সৌদিপ্রবাসী প্রেমিকা
সর্বশেষ খবর
হামাসের রকেট হামলার জবাবে রাফাহ শহরে ইসরায়েলি অভিযান
হামাসের রকেট হামলার জবাবে রাফাহ শহরে ইসরায়েলি অভিযান
সুন্দরবনে আগুন লাগা স্থানে ধোঁয়া দেখলেই পানি দেওয়া হচ্ছে
সুন্দরবনে আগুন লাগা স্থানে ধোঁয়া দেখলেই পানি দেওয়া হচ্ছে
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে স্কটল্যান্ড, শ্রীলঙ্কা
টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে স্কটল্যান্ড, শ্রীলঙ্কা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে