X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

দাম বেশি পাওয়ায় ভুট্টা চাষে ঝুঁকছেন চাষিরা

ফরিদপুর প্রতিনিধি
১১ জুন ২০২২, ১৮:২৪আপডেট : ১১ জুন ২০২২, ১৮:২৪

ফরিদপুরের চরাঞ্চলে এবার ভুট্টার বাম্পার ফলন হয়েছে। রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের কারণে বাজারে দামও বেড়েছে তিন গুণ। ভালো দাম পাওয়ায় হাসি ফুটেছে ফরিদপুরের কৃষকদের মুখে।

জানা যায়, চরাঞ্চলে এ বছর রেকর্ড পরিমাণ জমিতে ভুট্টার আবাদ হয়েছে। যে জমিগুলোতে বছরে একটি ফসল আবাদ করা হতো, সেই জমিতে উচ্চ ফলনশীল জাতের ভুট্টার আবাদ করছেন চাষিরা। স্বল্প খরচে অধিক লাভজনক হওয়ায় চরাঞ্চলে বাড়ছে এই ফসলের চাষ। আর চরাঞ্চলে চাষিদের উচ্চ ফলনশীল বীজ দিয়ে সহযোগিতা করেছে জার্মানভিত্তিক কোম্পানি বায়ার এজির বাংলাদেশ শাখা বায়ার ক্রপ সায়েন্স লিমিটেড।

ফরিদপুর সদর উপজেলার ডিক্রিরচর, নর্থ চ্যানেল এবং চরভদ্রাসন উপজেলার বিভিন্ন ইউনিয়নের চরাঞ্চলে এ বছর রেকর্ড পরিমাণ জমিতে ভুট্টার আবাদ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় ফলন হয়েছে বাম্পার। ভুট্টার বহুবিধ ব্যবহারের কারণে বাজারে ব্যাপক চাহিদা থাকায় গত কয়েক বছর ধরে চরাঞ্চলের চাষিরা এ ফসল চাষে আগ্রহী হয়ে উঠছেন। এ বছর লক্ষ্যমাত্রার চেয়ে ৭শ’ হেক্টর বেশি জমিতে ভুট্টার আবাদ হয়েছে। বায়ার ক্রপ সাইন্সের উচ্চ ফলনশীল ডিকাল্ব ৯২১৭ ও ৯১৬৫ ভুট্টার চাষ করে অধিক ফলন পেয়েছেন চাষিরা।

ভুট্টা চাষি বাদশা মিয়া বলেন, ‘এ বছর উচ্চফলনশীল জাতের ডিকাল্ব ৯২১৭ ও ৯১৬৫ ভুট্টা চাষ করে ভালো ফলন পেয়েছি। গত বছর একমণ ভুট্টা ৫শ’ থেকে ৬শ’ টাকা বিক্রি করেছি। এ বছর বিক্রি করেছি ১৩শ’ থেকে ১৪শ’ টাকা মণ। ভুট্টা চাষে আমরা এবার অধিক লাভবান হয়েছি। আগামীতে আরও বেশি জমিতে চাষ করবো।’

আরেক চাষি আলী আশরাফ বলেন, ‘চরাঞ্চলে কোনও ফসল ভালো হয় না। আমরা বাদাম, ভুট্টা, কলাই চাষ করে থাকি। তবে এ বছর ফলন ভালো হওয়ায় সবাই ভুট্টা চাষের দিকেই ঝুঁকছেন। দামও ভালো পেয়েছি।’

উচ্চ ফলনশীল ডিকাল্ব ভুট্টার চাষ করে অধিক ফলন পেয়েছেন চাষিরা বায়ার ক্রপ সায়েন্সের আঞ্চলিক কর্মকর্তা কৃষিবিদ মো. মানছুর রহমান বলেন, ‘ফরিদপুরের চরাঞ্চলসহ এই জোনে ভুট্টা চাষিদের মাঝে পাঁচ টন বীজ বিনামূল্য দেওয়া হয়েছে। বীজ দেওয়ার পাশাপাশি ক্ষেতের পরিচর্যাসহ সব ধরনের পরামর্শ দেওয়া হয়েছে। ফলে এ অঞ্চলের চাষিরা ভুট্টা চাষ করে অধিক লাভবান হয়েছেন।’

তিনি আরও বলেন, ‘ভুট্টাক্ষেতে সঠিক পরিচর্যা করতে পারলে ডিকাল্ব ৯২১৭-এর একরপ্রতি ফলন ১৪৫ থেকে ১৫০ মণ এবং ডিকাল্ব ৯১৬৫-এর একর প্রতি ফলন ১৫৫ থেকে ১৬০ মণ পাওয়া যাবে।’ 

ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক কৃষিবিদ ড. মো. হজরত আলী বলেন, ‘অন্যান্য ফসলের তুলনায় লাভজনক হওয়ায় ফরিদপুর অঞ্চলে ভুট্টার আবাদ বাড়ছে। এ বছর কৃষকরা উচ্চফলনশীল ডিকাল্ব ৯২১৭ ও ৯১৬৫ ভুট্টার চাষ করে অধিক ফলন পেয়েছেন।’

তিনি আরও বলেন, ‘চলতি মৌসুমে ফরিদপুর জেলায় প্রায় তিন হাজার হেক্টর জমিতে ভুট্টার আবাদ হয়েছে।’

 

 

/আরকে/এমএএ/
সম্পর্কিত
লাভবান হওয়ায় বেগুন চাষে ঝুঁকছেন কৃষকরা
এক জেলায় দুই হাজার কোটি টাকার তরমুজ উৎপাদন
দাম না পাওয়ায় বরিশালে কমেছে তরমুজ চাষ
সর্বশেষ খবর
আর্সেনালকে হতাশায় ভাসিয়ে সেমিফাইনালে বায়ার্ন
চ্যাম্পিয়নস লিগআর্সেনালকে হতাশায় ভাসিয়ে সেমিফাইনালে বায়ার্ন
টাইব্রেকারে ম্যানসিটির শিরোপা স্বপ্ন ভাঙলো রিয়াল
চ্যাম্পিয়নস লিগটাইব্রেকারে ম্যানসিটির শিরোপা স্বপ্ন ভাঙলো রিয়াল
গলায় কই মাছ আটকে কৃষকের মৃত্যু
গলায় কই মাছ আটকে কৃষকের মৃত্যু
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন: কোন পদে লড়ছেন কে
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন: কোন পদে লড়ছেন কে
সর্বাধিক পঠিত
‘ভুয়া ৮ হাজার জনকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে’
‘ভুয়া ৮ হাজার জনকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে’
হজ নিয়ে শঙ্কা, ধর্ম মন্ত্রণালয়কে ‍দুষছে হাব
হজ নিয়ে শঙ্কা, ধর্ম মন্ত্রণালয়কে ‍দুষছে হাব
এএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
রেস্তোরাঁয় ‘মদ না পেয়ে’ হামলার অভিযোগএএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
এবার নায়িকার দেশে ‘রাজকুমার’ 
এবার নায়িকার দেশে ‘রাজকুমার’ 
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫