X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ঘরে গৃহবধূর ঝুলন্ত লাশ, স্বামী পলাতক

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৩ জুন ২০২২, ১৮:১৮আপডেট : ১৩ জুন ২০২২, ১৮:৪০

নারায়ণগঞ্জের আড়াইহাজারের দয়াকান্দা গ্রামের পূর্বপাড়া এলাকায় নিজ ঘর থেকে নূরজাহান (৩৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আড়াইহাজার থানার উপ-পরিদর্শক (এসআই) সাফায়েতুর রহমান জানান, এ ঘটনার পর থেকে তার স্বামী পলাতক রয়েছেন। সোমবার (১৩ জুন) দুপুরে এ ঘটনা ঘটে। 

নূরজাহান ওই গ্রামের সুরুজ মিয়ার মেয়ে এবং রফিক মিয়ার স্ত্রী। ২০ বছর আগে রফিকের সঙ্গে তার বিয়ে হয়। তাদের একটি ছেলে সন্তান রয়েছে।

এ ঘটনাকে হত্যাকাণ্ড বলে অভিযোগ করে নূরজাহানের ভাই মো. ডালিম বলেন, ‘সম্প্রতি রফিকের সঙ্গে প্রতিবেশী এক নারীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি জানতে পেরে আমার বোন প্রতিবাদ করে। এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। রফিক আমার বোনকে মারধর করতো। এর জের ধরে সে আমার বোনকে হত্যা করে লাশ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রেখে পালিয়ে যায়। সে নিরপরাধ হলে পালিয়ে যেত না।’

আড়াইহাজার থানার উপ-পরিদর্শক (এসআই) সাফায়েতুর রহমান বলেন, ‘খবর পেয়ে পুলিশ গিয়ে নূরজাহানের লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘরের আড়ার সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনার পর থেকে মৃতের স্বামী পলাতক রয়েছে। এটা আত্মহত্যা নাকি হত্যা তা ময়নাতদন্তের পর বলা সম্ভব হবে।’

নিহতের স্বজনদের বরাত দিয়ে এই কর্মকর্তা জানান, স্বজনরা দাবি করছেন ওই গৃহবধূকে তার স্বামী হত্যা করে ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রেখেছেন। এ বিষয়ে তদন্ত চলছে।

 

 

 

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
দাফনের ১৫ দিন পর তোলা হলো ব্যাংক কর্মকর্তার মরদেহ
ফেসবুকে পোস্ট দিয়ে শিশুসন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা
নিখোঁজের ২৫ দিন পর ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
সাফের আগে চাইনিজ তাইপের বিপক্ষে সাবিনাদের ম্যাচ
সাফের আগে চাইনিজ তাইপের বিপক্ষে সাবিনাদের ম্যাচ
কানের ধ্রুপদি বিভাগে শ্যাম বেনেগালের ‘মন্থন’
কানের ধ্রুপদি বিভাগে শ্যাম বেনেগালের ‘মন্থন’
থাইল্যান্ডের রাজা-রানির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
থাইল্যান্ডের রাজা-রানির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ