X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

ফরিদপুরে দ্রুত বাড়ছে পদ্মার পানি, নিম্নাঞ্চলের মানুষ পনিবন্দি

ফরিদপুর প্রতিনিধি
১৮ জুন ২০২২, ২১:১৩আপডেট : ১৮ জুন ২০২২, ২১:১৩

ভারি বর্ষণ এবং উজান থেকে আসা পানিতে ফরিদপুরে পদ্মার পানি বৃদ্ধি পাচ্ছে। এতে চর অধ্যুষিত নিম্নাঞ্চল প্লাবিত হতে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় পদ্মার গোয়ালন্দ পয়েন্টে ৩৬ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। এর ফলে পদ্মা ছাড়াও বাড়ছে জেলার মধুমতি, আড়িয়াল খাঁ ও কুমার নদের পানি। এতে ফরিদপুরের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বহু মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।

বিপৎসীমার এক মিটার নিচ দিয়ে পদ্মার পানি প্রবাহিত হলেও আগামী দুই-তিন দিনের মধ্যে তা অতিক্রম করার আশঙ্কা দেখা দিয়েছে। এতে নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার শঙ্কা তৈরি হচ্ছে।

ফরিদপুর সদরের নর্থ চ্যানেল ইউনিয়নের আইজুদ্দিন মাতুব্বরের ডাঙ্গী এলাকার মাসুদ সরদার বলেন, ‘সাত-আট দিন ধরে পদ্মার পানি বৃদ্ধি পাচ্ছে। তবে দুই দিন ধরে হু হু করে পানি বাড়ছে। এভাবে বাড়তে থাকলে কয়েকদিনের মধ্যে অনেক বাড়িতে পানি উঠবে।’

একই ইউনিয়নের কাইমুদ্দিন ডাঙ্গী এলাকার বৃদ্ধা হাজেরা খাতুন (৭০) বলেন, ‘দুদিন ধরে যেভাবে পানি বাড়ছে, তাতে ভয়ে আছি। কী যে হয়!’

নর্থ চ্যানেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাকুজ্জামান মুস্তাক বলেন, ‘গত দুদিনে আমার ইউনিয়নে প্রায় এক ফুট পানি বেড়েছে। নিম্নাঞ্চলে বসবাস করা কমপক্ষে ৫০০ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। বাদামসহ অন্যান্য ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।’

ফরিদপুরে দ্রুত বাড়ছে পদ্মার পানি, নিম্নাঞ্চলের মানুষ পনিবন্দি চরমাধবদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা সাইফুল ইসলাম আজম বলেন, ‘হঠাৎ পানি বাড়ায় এই ইউনিয়নের অধিকাংশ বাদামক্ষেত তলিয়ে গেছে। এভাবে পানি বাড়লে কয়েকদিনের মধ্যে পাট ও তিলক্ষেত তলিয়ে যাবে।’ চরমাধবদিয়া ইউনিয়নের কমপক্ষে সাড়ে ৪০০ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন বলে জানান তিনি।

ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী পার্থপ্রতিম সাহা জানান, ফরিদপুরে হঠাৎ পানি বৃদ্ধি পাচ্ছে। প্রতিদিনই পদ্মা, মধুমতি ও আড়িয়াল খাঁর পানি বাড়ছে। গত ২৪ ঘণ্টায় পদ্মার পানি বৃদ্ধি পেয়েছে ৩৬ সেন্টিমিটার।

তিনি বলেন, ‘ফরিদপুরের বিপৎসীমা ৮ দশমিক ৬৫ সেন্টিমিটার। তবে এ মুহূর্তে ৭.৫২ সেন্টিমিটার দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে দুই-তিন দিনে বিপৎসীমা অতিক্রম করতে পারে।’

ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীপক কুমার রায় বলেন, ‘ত্রাণ বিতরণের মতো বন্যা এখনও হয়নি। তবে বন্যা মোকাবিলায় জেলা প্রশাসনের ব্যাপক প্রস্তুতি রয়েছে। ইতোমধ্যে জেলার নয়টি উপজেলার ইউএনও’কে সাত টন করে ত্রাণ বরাদ্দ দেওয়া হয়েছে। এ ছাড়া আমাদের ১৫০ টনের বেশি ত্রাণ মজুত রয়েছে। বন্যা হলে মোকাবিলায় তেমন কোনও সমস্যা হবে না।’

 

 

/আরকে/এমএএ/
সম্পর্কিত
পদ্মায় গোসল করতে নেমে ৩ কিশোরের মৃত্যু
তলিয়ে গেছে দুবাই বিমানবন্দর, বিপাকে প্রবাসীরা
৭৫ বছরের মধ্যে রেকর্ড বৃষ্টি দেখলো আমিরাত, মরু শহর দুবাইয়ে বন্যা
সর্বশেষ খবর
গরমে রাস্তায় পানি ছিটানোর সুপারিশ সংসদীয় কমিটির
গরমে রাস্তায় পানি ছিটানোর সুপারিশ সংসদীয় কমিটির
মাটি কাটার সময় বেরিয়ে এলো রাইফেল, গ্রেনেড ও মর্টারশেল
মাটি কাটার সময় বেরিয়ে এলো রাইফেল, গ্রেনেড ও মর্টারশেল
২৩ মিনিটে জামালকে তিন গোল দিয়ে সেমিফাইনালে পুলিশ
২৩ মিনিটে জামালকে তিন গোল দিয়ে সেমিফাইনালে পুলিশ
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সর্বাধিক পঠিত
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
উৎপাদন খরচ হিসাব করেই ধানের দাম নির্ধারণ হয়েছে: কৃষিমন্ত্রী 
উৎপাদন খরচ হিসাব করেই ধানের দাম নির্ধারণ হয়েছে: কৃষিমন্ত্রী 
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ