X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

পোশাকশ্রমিককে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা

সাভার প্রতিনিধি
০৪ জুলাই ২০২২, ১৭:১৬আপডেট : ০৪ জুলাই ২০২২, ১৭:১৬

ঢাকার আশুলিয়ায় রাকিবুল ইসলাম উজ্জ্বল (২৪) নামে এক পোশাক শ্রমিককে ফোনে বাড়ি থেকে ডেকে নিয়ে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়। সোমবার চিকিৎসাধীন অবস্থায় সাভারের এনাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। শুক্রবার সাভারের ভাদাইল এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

নিহত উজ্জ্বলের গ্রামের বাড়ি বগুড়ার সাড়িয়াকান্দি এলাকায়। তিনি আশুলিয়ার ভাদাইল এলাকায় ভাড়া বাড়িতে থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন।

উজ্জ্বলের ভাই সজীব ও পুলিশ জানায়, বেশ কিছুদিন আগে জুয়েল নামে প্রতিবেশী এক যুবকের সঙ্গে তার ঝগড়া হয়। এরই সূত্র ধরে জুয়েল গত শুক্রবার রাতে উজ্জ্বলকে মোবাইল ফোনের মাধ্যমে বাড়ির পাশে ডেকে নিয়ে যায়। সেখানে জুয়েলের সঙ্গে আরও সাত-আট জন আগে থেকেই ওত পেতে ছিল। পরে তাদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে জুয়েল তার লোকজন নিয়ে উজ্জ্বলকে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নারী ও শিশু হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে রেফার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করানো হয়। পরে সোমবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) রাজু মণ্ডল বলেন, ‘নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে বলেও জানান তিনি।

/এমএএ/
সম্পর্কিত
হৃদয় বিদারক সেই ঘটনার ১১ বছরআজও উদঘাটন হয়নি ৩০ জনকে জীবিত উদ্ধার করা বাবু হত্যার রহস্য
‘রানা প্লাজার দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে কর্মক্ষেত্রকে নিরাপদ করতে হবে’
ফরিদপুরে দুই নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনায় বিএনপির তদন্ত কমিটি
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা