X
সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩
১০ আশ্বিন ১৪৩০

পোশাকশ্রমিককে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা

সাভার প্রতিনিধি
০৪ জুলাই ২০২২, ১৭:১৬আপডেট : ০৪ জুলাই ২০২২, ১৭:১৬

ঢাকার আশুলিয়ায় রাকিবুল ইসলাম উজ্জ্বল (২৪) নামে এক পোশাক শ্রমিককে ফোনে বাড়ি থেকে ডেকে নিয়ে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়। সোমবার চিকিৎসাধীন অবস্থায় সাভারের এনাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। শুক্রবার সাভারের ভাদাইল এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

নিহত উজ্জ্বলের গ্রামের বাড়ি বগুড়ার সাড়িয়াকান্দি এলাকায়। তিনি আশুলিয়ার ভাদাইল এলাকায় ভাড়া বাড়িতে থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন।

উজ্জ্বলের ভাই সজীব ও পুলিশ জানায়, বেশ কিছুদিন আগে জুয়েল নামে প্রতিবেশী এক যুবকের সঙ্গে তার ঝগড়া হয়। এরই সূত্র ধরে জুয়েল গত শুক্রবার রাতে উজ্জ্বলকে মোবাইল ফোনের মাধ্যমে বাড়ির পাশে ডেকে নিয়ে যায়। সেখানে জুয়েলের সঙ্গে আরও সাত-আট জন আগে থেকেই ওত পেতে ছিল। পরে তাদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে জুয়েল তার লোকজন নিয়ে উজ্জ্বলকে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নারী ও শিশু হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে রেফার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করানো হয়। পরে সোমবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) রাজু মণ্ডল বলেন, ‘নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে বলেও জানান তিনি।

/এমএএ/
সম্পর্কিত
ঢাকা জেলা বিএনপির মহাসমাবেশ স্থগিত
২৫ হাজার টাকা মজুরির দাবিতে পোশাকশ্রমিকদের বিক্ষোভ
ক্রেতাদের উদ্দেশে চিঠিতে কী লিখেছেন বিজিএমইএ’র সভাপতি
সর্বশেষ খবর
মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রেনা বিটার ঢাকা আসছেন
মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রেনা বিটার ঢাকা আসছেন
যোগদান করেননি পিআইও, উল্টো বদলি আদেশ বাতিল
যোগদান করেননি পিআইও, উল্টো বদলি আদেশ বাতিল
রাশিয়ার কৃষ্ণসাগরীয় নৌবহরের কমান্ডারকে হত্যার দাবি ইউক্রেনের
রাশিয়ার কৃষ্ণসাগরীয় নৌবহরের কমান্ডারকে হত্যার দাবি ইউক্রেনের
উন্নয়ন অব্যাহত রাখতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান মতিয়া চৌধুরীর
উন্নয়ন অব্যাহত রাখতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান মতিয়া চৌধুরীর
সর্বাধিক পঠিত
যুক্তরাষ্ট্রের ভিসানীতি প্রয়োগ: আইনশৃঙ্খলা বাহিনীতে অস্বস্তি, নানা গুঞ্জন
যুক্তরাষ্ট্রের ভিসানীতি প্রয়োগ: আইনশৃঙ্খলা বাহিনীতে অস্বস্তি, নানা গুঞ্জন
থাইল্যান্ড ইমিগ্রেশনে বৌদ্ধ ভিক্ষুর ছদ্মবেশে ৭ বাংলাদেশি আটক, গন্তব্য ছিল মালয়েশিয়া
থাইল্যান্ড ইমিগ্রেশনে বৌদ্ধ ভিক্ষুর ছদ্মবেশে ৭ বাংলাদেশি আটক, গন্তব্য ছিল মালয়েশিয়া
মার্কিন ভিসানীতির ভিকটিম ছিলেন নরেন্দ্র মোদিও
মার্কিন ভিসানীতির ভিকটিম ছিলেন নরেন্দ্র মোদিও
আজকের আবহাওয়া: নতুন লঘুচাপের আভাস, ৪ বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
আজকের আবহাওয়া: নতুন লঘুচাপের আভাস, ৪ বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
মির্জা ফখরুলের আল্টিমেটাম, নজরদারি বাড়িয়েছে আইনশৃঙ্খলা বাহিনী
মির্জা ফখরুলের আল্টিমেটাম, নজরদারি বাড়িয়েছে আইনশৃঙ্খলা বাহিনী