X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

টাঙ্গাইলের ৪ ইউপিতে ভোট গ্রহণ চলছে

টাঙ্গাইল প্রতিনিধি
২৭ জুলাই ২০২২, ১১:২৩আপডেট : ২৭ জুলাই ২০২২, ১১:২৯

টাঙ্গাইল সদর উপজেলার চারটি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে। বুধবার (২৭ জুলাই) সকাল ৮টা থেকে ইভিএম পদ্ধতিতে এ ভোট গ্রহণ শুরু হয়।

নির্বাচন কার্যালয় সূত্র জানায়, নির্বাচনে চেয়ারম্যান পদে ২১ জন, সাধারণ সদস্য পদে ১৩২ জন এবং সংরক্ষিত সদস্য পদে ৪৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে মোট ভোটার ৭৬ হাজার ৪৪৫ জন। নির্বাচনে ৩৯টি কেন্দ্র রয়েছে।

এর মধ্যে কাকুয়া ইউপি নির্বাচনে চার জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া সাধারণ সদস্য পদে ৩৩ জন এবং সংরক্ষিত পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ইউপিতে ভোটার ২০ হাজার ৭০৪ জন। এর মধ্যে পুরুষ ১০ হাজার ৬২৩ জন এবং নারী ১০ হাজার ৮১ জন। ভোট কক্ষ রয়েছে ৬৫টি।

কাতুলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে পাঁচ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া সাধারণ সদস্য পদে ২৮ জন এবং সংরক্ষিত পদে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ইউপিতে মোট ভোটার ২৩ হাজার ৩২ জন। এর মধ্যে পুরুষ ১১ হাজার ৮৩০ জন এবং নারী ১১ হাজার ২০২ জন। ভোট কক্ষ রয়েছে ৭২টি।

ছিলিমপুর ইউনিয়নে ছয় জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া সাধারণ সদস্য পদে ৩৭ জন এবং সংরক্ষিত পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ইউপিতে মোট ভোটার ১৮ হাজার ৭১ জন। এর মধ্যে পুরুষ ৯ হাজার ১৭৬ জন এবং নারী ৮ হাজার ৮৯৫ জন। ভোট কক্ষ রয়েছে ৫৮টি।

মাহমুদনগর ইউনিয়নে নির্বাচনে ছয় জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া সাধারণ সদস্য পদে ৩৪ জন এবং সংরক্ষিত পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দিদ্বতা করবেন। এ ইউপিতে ভোটার ১৪ হাজার ৬৩৮ জন। এর মধ্যে পুরুষ ৭ হাজার ৫৯৩ জন এবং নারী ৭ হাজার ৪৫ জন। ভোট কক্ষ রয়েছে ৪৭টি।

জেলা নির্বাচন কর্মকর্তা এএইচএম কামরুল হাসান জানান, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শুরু হয়েছে। চারটি ইউনিয়নে চার জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, আট জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, চার শতাধিক পুলিশ, ৫০ জন র‌্যাব সদস্য, দুই প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছেন।

 

/এমএএ/
সম্পর্কিত
ভোটকেন্দ্র নীতিমালার গেজেট প্রকাশ, বাদ পড়লো ডিসি-এসপির কমিটি ও ইভিএম
দেড় কোটি প্রবাসীকে ভোটার করতে সরকারকে আইনি নোটিশ
ভোটার হলেন জুবাইদা রহমান
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (১ জুলাই, ২০২৫)
বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহার বাড়ছে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, সিঙ্গাপুরে
বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহার বাড়ছে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, সিঙ্গাপুরে
দুর্ঘটনায় ছয় মাসে প্রাণ হারিয়েছে ৪২২ শ্রমিক
দুর্ঘটনায় ছয় মাসে প্রাণ হারিয়েছে ৪২২ শ্রমিক
৪০ শতাংশ কৃষক পান না ন্যায্য মজুরি: জরিপ
৪০ শতাংশ কৃষক পান না ন্যায্য মজুরি: জরিপ
সর্বাধিক পঠিত
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস উপদেষ্টা আসিফ ও সাংবাদিক জুলকারনাইনের
ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস উপদেষ্টা আসিফ ও সাংবাদিক জুলকারনাইনের
‘ইউ আর পেইড বাই দ্য গভর্নমেন্ট’
এনবিআর কর্মকর্তাদের উদ্দেশে অর্থ উপদেষ্টা          ‘ইউ আর পেইড বাই দ্য গভর্নমেন্ট’