X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

চালবোঝাই ট্রাক্টর উল্টে পড়লো ভ্যানের ওপর, নিহত ২

নীলফামারী প্রতিনিধি
০১ আগস্ট ২০২২, ১৯:১০আপডেট : ০১ আগস্ট ২০২২, ১৯:১০

নীলফামারীর ডোমারে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালকসহ দুই জন নিহত এবং দুই জন আহত হয়েছেন। সোমবার (১ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে ডোমার-জলঢাকা সড়কের একবট এলাকায় চালবোঝাই ট্রাক্টরের চাকা খুলে ভ্যানের ওপর উল্টে পড়লে তারা নিহত হন। ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী এ তথ্য নিশ্চিত করেন।

নিহতরা হলেন– ডোমার উপজেলার পাঙ্গামটুকপুর ইউনিয়নের নদীয়াপাড়া গ্রামের মৃত শুকারু মামুদের ছেলে আফসারুল ইসলাম (৪৮), ডিমলা উপজেলার দক্ষিণ তিতপাড়া গ্রামের (মসজিদ পাড়ার) লেবু মিয়ার ছেলে জহুরুল ইসলাম (২২)।

আহতরা হলেন– নিহত জহুরুল ইসলামের বোন লিমা এবং তার স্বামী শরিফুল ইসলাম।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে ডোমার থেকে প্রায় ১০ টনের একটি চালবোঝাই ট্রাক্টর জলঢাকা যাচ্ছিল। পথে একবট নামক স্থানে অতিরিক্ত ওজনের কারণে ট্রাক্টরের পেছনের দুটি চাকা খুলে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানের ওপর ট্রাক্টরটি উল্টে পড়লে ঘটনাস্থলে জহুরুল নিহত হন। রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আফসারুল নিহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আবু সাঈদ জানান, আহতদের আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সাহিদার রহমান জানান, অতিরিক্ত পণ্য নেওয়ার কারণে ট্রাক্টরের চাকা খুলে গেছে। হালচাষে ব্যবহৃত ট্রাক্টর সড়কে পণ্য বহন করায় প্রায়ই এমন দুর্ঘটনা ঘটছে। তিনি ট্রাক্টরে পণ্য পরিবহন বন্ধের দাবি করেন।

ডোমার থানার ওসি জানান, লাশ উদ্ধার করা হয়েছে। ট্রাক্টরসহ চালককে আটক করে থানায় নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিজ নিজ পরিবারের কাছে লাশ দাফনের জন্য হস্তান্তর করা হবে।

/এমএএ/
সম্পর্কিত
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ৫ জন নিহতের ঘটনায় বাসচালক গ্রেফতার
খুলনায় সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত দুই তরুণের পরিচয় মিলেছে
সর্বশেষ খবর
গণতান্ত্রিক ছাত্র জোট থেকে বেরিয়ে গেলো ছাত্র ফেডারেশন
গণতান্ত্রিক ছাত্র জোট থেকে বেরিয়ে গেলো ছাত্র ফেডারেশন
জলবায়ু অভিযোজনে তরুণদের সম্পৃক্ত করতে ইউনিসেফের সঙ্গে কাজ করবে বাংলাদেশ
জলবায়ু অভিযোজনে তরুণদের সম্পৃক্ত করতে ইউনিসেফের সঙ্গে কাজ করবে বাংলাদেশ
শতবর্ষী গাছের গোড়ায় জ্বলছে আগুন, ডাল দিয়ে বের হচ্ছে ধোঁয়া!
শতবর্ষী গাছের গোড়ায় জ্বলছে আগুন, ডাল দিয়ে বের হচ্ছে ধোঁয়া!
আলকারেজের কষ্টের জয়, বিদায় মেদভেদেভের 
আলকারেজের কষ্টের জয়, বিদায় মেদভেদেভের 
সর্বাধিক পঠিত
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
অন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
প্রশাসনে থামছে না আন্দোলনঅন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি