X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

সাংবাদিকের ওপর হামলা: পৌর মেয়রের ভাই গ্রেফতার

ফরিদপুর প্রতিনিধি
০৪ আগস্ট ২০২২, ১৫:২৯আপডেট : ০৪ আগস্ট ২০২২, ১৫:২৯

ফরিদপুরের আলফাডাঙ্গায় সাংবাদিক মুজাহিদুল ইসলাম নাঈমকে পিটিয়ে গুরুতর আহত করার ঘটনার মূল হোতা পৌর মেয়রের ভাই জাপান মোল্লাকে (৪৫) গ্রেফতার করেছে র‌্যাব-৮। বুধবার ঢাকার যাত্রাবাড়ী এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। রাত ৮টার দিকে তাকে ফরিদপুর র‌্যাব কার্যালয়ে নিয়ে আসা হয়। এরপর রাত সাড়ে ১১টার দিকে আলফাডাঙ্গা থানায় হস্তান্তর করে র‌্যাব।

র‌্যাব-৮ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব ফোর্সেস সদর দফতর এবং র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল লে. কমান্ডার শহিদুল ইসলামের নেতৃত্বে ঢাকার যাত্রাবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে জাপান মোল্লাকে আটক করা হয়।

জাপান মোল্লা আলফাডাঙ্গা পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি সাইফুর রহমান সাইফারের ছোট ভাই এবং উপজেলার কুসুমদি গ্রামের মৃত মাজেদ মোল্লার ছেলে।

এর আগে, সোমবার দুপুরে আলফাডাঙ্গায় রাজধানী পরিবহনের কাউন্টারে টিকিট কিনতে যান রমিজ নামের এক যুবক। তিনি ঢাকার একটি টিকিটের দাম পরিশোধ করে বাসে ওঠেন। বাস ছাড়ার আগ মুহূর্তে ‘ক্যাশ কাউন্টার’ থেকে বলা হয় রমিজ টিকিটের টাকা দেননি। তাই তাকে ঢাকায় যেতে দেওয়া হবে না। বিষয়টি জানিয়ে ঢাকা টাইমস পত্রিকার নিজস্ব প্রতিবেদক ও আলফাডাঙ্গা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম নাঈমের কাছে সহযোগিতা চান রমিজ।

ঘটনাস্থলে এসে বিষয়টির মীমাংসা করার কথা বলতেই সাংবাদিক মুজাহিদের ওপর চড়াও হন কাউন্টারের ম্যানেজার পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি সাইফুর রহমান সাইফারের ছোট ভাই জাপান মোল্লা এবং তার সহযোগীরা। কথাকাটাকাটির একপর্যায়ে মুজাহিদকে বেধড়ক পেটানো হয়। এতে তিনি গুরুতর আহত হন। এ সময় পাশে থাকা লোকজন এগিয়ে এলে তাদের ওপরও চড়াও হন জাপান ও তার সহযোগীরা।

স্থানীয়রা মুজাহিদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখান থেকে বিকাল সাড়ে ৫টার দিকে উন্নত চিকিৎসার জন্য মুজাহিদকে ফরিদপুর মেডিক্যাল থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

আহত সাংবাদিক মুজাহিদ বলেন, ‘আলফাডাঙ্গা পৌরসভার মেয়র সাইফুর রহমান সাইফারের ভাই জাপান এবং তার পাঁচ-ছয় জন সহযোগী হঠাৎ করে হামলা চালায়। তারা লোহার রড, ক্রিকেটের স্টাম্প, দেশি অস্ত্র-শস্ত্র দিয়ে আমাকে পেটায়। এ সময় স্থানীয়রা হামলাকারীদের হাত থেকে আমাকে রক্ষায় এগিয়ে এলে তাদের ওপর চড়াও হয় তারা। এতে বেশ কজন আহত হন।’

এ ঘটনার পর মঙ্গলবার সকালে মুজাহিদুল ইসলাম বাদী হয়ে দুই জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলায় আলফাডাঙ্গা পৌরমেয়র সাইফুর রহমান সাইফারের ছোট ভাই জাপান মোল্লাকে ১ নম্বর আসামি করা হয়। মামলার পর থেকেই তিনি পলাতক ছিলেন।

এদিকে মামলার ২ নম্বর আসামি পারুল বেগমকে পুলিশ গ্রেফতার করে আদালতে হাজির করলে আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। মামলায় আরও কয়েকজনকে অজ্ঞাত আসামি করা হয়।

আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদুজ্জামান জানান, রাত সাড়ে ১১টার দিকে জাপান মোল্লাকে থানায় হস্তান্তর করেছে র‌্যাব। বৃহস্পতিবার দুপুরে জাপান মোল্লাকে আদালতে পাঠানো হবে।

/এমএএ/
সম্পর্কিত
মগবাজারে হোটেলে একই পরিবারের তিন জনের মৃত্যু: কেয়ারটেকার গ্রেফতার
চুরির অপবাদ দিয়ে কারখানায় শ্রমিককে পিটিয়ে হত্যা, ‘মূলহোতা’ গ্রেফতার
রাজধানীর কামরাঙ্গীরচরে হত্যা মামলার ২ আসামি গ্রেফতার
সর্বশেষ খবর
৯ কোটি টাকা অনুদান পাচ্ছে ৩২টি চলচ্চিত্র
৯ কোটি টাকা অনুদান পাচ্ছে ৩২টি চলচ্চিত্র
মানুষের কাছে ভোট দেওয়ার মতো নির্ভরযোগ্য বিকল্প বিএনপি ছাড়া অন্যটি নেই: মান্না
মানুষের কাছে ভোট দেওয়ার মতো নির্ভরযোগ্য বিকল্প বিএনপি ছাড়া অন্যটি নেই: মান্না
রংপুর-৪ আসনে এনসিপির এমপি প্রার্থী হিসেবে আখতারের নাম ঘোষণা
রংপুর-৪ আসনে এনসিপির এমপি প্রার্থী হিসেবে আখতারের নাম ঘোষণা
সরকারবিরোধী বক্তব্য নয়, বিএনপির আলোচনা সভায় আত্মসমালোচনা
সরকারবিরোধী বক্তব্য নয়, বিএনপির আলোচনা সভায় আত্মসমালোচনা
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বাংলাদেশ নিয়ে দিল্লিতে সংসদীয় প্যানেলের বৈঠকে যা আলোচনা হলো
বাংলাদেশ নিয়ে দিল্লিতে সংসদীয় প্যানেলের বৈঠকে যা আলোচনা হলো
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু