X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

খামারে আগুন, ৩২ ভেড়া পুড়ে ছাই

নোয়াখালী প্রতিনিধি
২৬ সেপ্টেম্বর ২০২২, ১৬:৫৪আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২২, ১৬:৫৪

নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরএলাহী ইউনিয়নের চরবালুয়া গ্রামে একটি খামারে আগুনে ৩২টি ভেড়া পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় চার লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত খামারির।

রবিবার (২৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চরবালুয়া গ্রামের জামশেদের খামারবাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৮টায় খামারে আগুন দেখতে পান স্থানীয়রা। পরে বিষয়টি স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা করলে আশপাশের লোকজন আগুন নেভাতে এগিয়ে আসেন। কিন্তু তার আগেই খামার এবং খামারে থাকা ৩২টি ভেড়া পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত খামারি জামশেদ উদ্দিন বলেন, ‘সন্ধ্যায় ভেড়াগুলোকে খামারে রেখে আমি স্থানীয় বাজারে যাই। রাত ৮টায় আগুন দেখে স্থানীয় লোকজন আমাকে খবর দিলে, দ্রুত খামারে যাই। কিন্তু স্থানীয়রা নেভানোর চেষ্টা করলেও আগুনের তীব্রতায় খামারে থাকা ৩২টি ভেড়া পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় চার লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’

তিনি অভিযোগ করে বলেন, ‘স্থানীয় আবদুল হামিদ মেস্ত্রী নামে এক ব্যক্তির সঙ্গে আমাদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর জের ধরে রবিবার দিবাগত রাতে খামারের ভেতরে কেউ না থাকার সুযোগে পেট্রোল দিয়ে সে আগুন ধরিয়ে দেয়। হামিদ মেস্ত্রীকে আমার পরিবারের লোকজন দেখেছেন।’

অভিযোগের বিষয়ে জানতে আবদুল হামিদ মেস্ত্রীর ব্যবহৃত মোবাইলে একাধিক বার চেষ্টা করলেও তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।

কোম্পানীগঞ্জের উড়িরচর পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই রমজান হোসেন বলেন, ‘খবর পেয়ে রাতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ক্ষতিগ্রস্তদের অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

 

/এমএএ/
সম্পর্কিত
আগুনে পুড়ে মারা গেলো কৃষকের ৪ মহিষ
কলেজ চত্বর থেকে অসুস্থ ভুবন চিল উদ্ধার
মানুষের মমতায় আবার আকাশে উড়বে আহত ঈগল
সর্বশেষ খবর
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৪)
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া