X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

৩ দিন ধরে বিদ্যুৎ নেই হাসপাতালে

জিয়াউল হক, রাঙামাটি
৩১ অক্টোবর ২০২২, ১৫:৫৯আপডেট : ৩১ অক্টোবর ২০২২, ১৫:৫৯

দুই দফায় শর্ট সার্কিটে বিদ্যুতের লাইন পুড়ে যাওয়ায় তিন দিন ধরে রাঙামাটির কাউখালী স্বাস্থ্য কমপ্লেক্স বিদ্যুৎহীন। এ জন্য চরম ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন ওয়ার্ডে ভর্তি থাকা রোগী, চিকিৎসক এবং কর্মকর্তা-কর্মচারীরা। নষ্ট হওয়ার শঙ্কা রয়েছে ফ্রিজে জরুরি ওষুধ।

জানা গেছে, গত ২৭ অক্টোবর দুপুরে তিনতলা হাসপাতালটির নিচতলার বিদ্যুৎ নিয়ন্ত্রণ বক্সে শর্ট সার্কিটের কারণে আগুন লাগে। ফায়ার সার্ভিস টিম আসার আগেই হাসপাতালটিতে থাকা অগ্নিনির্বাপক পাউডার দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন হাসপাতালের কর্মচারীরা। এ সময় বেশ কিছু অভ্যন্তরীণ লাইন পুড়ে যায়। এতে বিদ্যুৎহীন হয়ে পড়ে হাসপাতালটি। পরে কাউখালী বিদ্যুৎ বিভাগের সহযোগিতায় হাসপাতালটি নির্মাণ করা ঠিকাদারি প্রতিষ্ঠানের লোক এসে একাংশের বিদ্যুৎ চালু করে। চালু করা অংশে গত শুক্রবার আবার শর্ট সার্কিটে আগুন লেগে যায়। এবারও আগুন নিয়ন্ত্রণে আনে হাসপাতালের কর্মচারীরা। দুই দফায় আগুন লাগায় আতঙ্ক দেখা দিয়েছে রোগী ও দায়িত্বরতদের মাঝে।

এ ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ ও জেলা সিভিল সার্জন কার্যালয় যৌথভাবে জেলা পরিষদের একজন সদস্যকে আহ্বায়ক, ডেপুটি সিভিল সার্জন, রাঙামাটি স্বাস্থ্য প্রকৌশলী অধিফতরের সিভিল ইঞ্জিনিয়ার এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে সদস্য করে একটি কমিটি করা হয়েছে। এ ছাড়া উপজেলা প্রশাসন উপজেলা প্রকৌশলীকে প্রধান করে আবাসিক প্রকৌশলী (বিদ্যুৎ), ফায়ার সার্ভিস ইনচার্জ, আবাসিক মেডিক্যাল অফিসার, কলমপতি ইউপি চেয়ারম্যানকে সদস্য করে আরেকটি তদন্ত কমিটি গঠন করেছে। এই দুই তদন্ত কমিটিকে মঙ্গলবারের মধ্যে দুর্ঘটনার কারণ নিরূপণ করে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এ ছাড়াও চট্টগ্রাম স্বাস্থ্য বিভাগের একজন প্রকৌশলী (ইলেক্ট্রিক্যাল) ক্ষতিগ্রস্ত স্থানগুলো চিহ্নিতের জন্য কাজ করছেন। রবিবার বিকালে হাসপাতাল পরিদর্শন করেন রাঙামাটির ডেপুটি সিভিল সার্জন ডা. আরেফিন আজিজ, রাঙামাটি স্বাস্থ্য প্রকৌশল অধিফতরের সিভিল ইঞ্জিনিয়ার অলিউর রহমান, উপজেলা প্রকৌশলী ও আবাসিক প্রকৌশলীর (বিদ্যুৎ) প্রতিনিধি।

ডেপুটি সিভিল সার্জন বলেন, ‘আমরা যৌথভাবে দুর্ঘটনার কারণ জানার চেষ্টা করছি। গুরুত্বপূর্ণ কিছু জায়গায় অস্থায়ীভাবে বিদ্যুতের লাইন দেওয়া হয়েছে। অভিজ্ঞ ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার দ্বারা ক্ষতিগ্রস্ত সবগুলো স্থান খুঁজে বের করার চেষ্টা চলছে। সমস্যা নিরূপণের পর ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ শেষ করার জন্য বলা হবে।  ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিও আমাদের সঙ্গে বর্তমানে সমস্যা নিরূপণে কাজ করছেন।’ কায়েকদিনের মধ্যেই বিদ্যুৎ লাইন স্বাভাবিক হবে বলেও জানান তিনি।

তবে ২০২১ সালের শেষের দিকে উদ্বোধন হওয়া ৫০ শয্যার নতুন ভবনে এমন দুর্ঘটনার কারণ নিম্নমানের কাজ বলে অভিযোগ স্থানীয়দের।

 

/এমএএ/
সম্পর্কিত
রাহিব রেজার মৃত্যু: ডা. সপ্নীলসহ আরও ২ চিকিৎসকের সনদ স্থগিতের বিজ্ঞপ্তি 
বরগুনায় একদিনেই ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৯৩ জন
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, জুনেই ৫ হাজার ছড়ালো রোগী
সর্বশেষ খবর
কুমিল্লায় বাস ও ট্রাকের ধাক্কায় ৩ জন নিহত
কুমিল্লায় বাস ও ট্রাকের ধাক্কায় ৩ জন নিহত
সীমানা নির্ধারণ ও তত্ত্বাবধায়ক ইস্যুতে রাজনৈতিক দলগুলো একমত: আলী রীয়াজ
সীমানা নির্ধারণ ও তত্ত্বাবধায়ক ইস্যুতে রাজনৈতিক দলগুলো একমত: আলী রীয়াজ
বিচারকের সঙ্গে খারাপ আচরণ: আপিলের শর্তে জামিন পেলেন আইনজীবী
বিচারকের সঙ্গে খারাপ আচরণ: আপিলের শর্তে জামিন পেলেন আইনজীবী
সাবেক এমপি জাফর আলম আরও ৭ দিনের রিমান্ডে
সাবেক এমপি জাফর আলম আরও ৭ দিনের রিমান্ডে
সর্বাধিক পঠিত
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
ক্যাম্পাসে নতুন সভাপতির প্রবেশ ঠেকাতে দুদিন পাঠদান বন্ধ!
ঢাকা সিটি কলেজক্যাম্পাসে নতুন সভাপতির প্রবেশ ঠেকাতে দুদিন পাঠদান বন্ধ!
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
বাসা থেকে বিচারকের স্ত্রীর লাশ উদ্ধার
বাসা থেকে বিচারকের স্ত্রীর লাশ উদ্ধার