X
বুধবার, ০৪ অক্টোবর ২০২৩
১৯ আশ্বিন ১৪৩০

বাংলাদেশের তরুণের প্রেমে কক্সবাজারে ইতালির তরুণী

আবদুল আজিজ, কক্সবাজার
১২ নভেম্বর ২০২২, ০৩:০১আপডেট : ১২ নভেম্বর ২০২২, ০৩:০১

বাংলাদেশের তরুণের প্রেমে কক্সবাজারের রামুতে চলে এসেছেন ইতালির তরুণী রুবের টা (২৩)। ৯ নভেম্বর ইতালির সার্দেনিয়া শহর থেকে প্রেমিক রুনেক্স বড়ুয়ার (২৮) সঙ্গে রামুতে আসেন তিনি। পারিবারিকসূত্রে জানা গেছে, চলতি মাসেই বিয়ে করে সংসার শুরু করবেন এই প্রেমিক যুগল।  

রুনেক্স রামু উপজেলা সদরের হাইটুপি বড়ুয়াপাড়ার ফ্রান্স প্রবাসী বিকাশ বড়ুয়ার ছেলে। শুক্রবার দুপুরে তার পরিবারের সদস্যদের সঙ্গে এই প্রতিবেদকের কথা হয়। তারা জানান, অনার্স পাস রুনেক্স প্রায় তিন বছর আগে ইতালিতে যান। সেখানে তিনি এই তরুণীর সঙ্গে একটি আবাসিক হোটেলে কাজ করতেন। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রায় এক বছরের বেশি সময়ের প্রেমের সম্পর্কের পর বিয়ের সিদ্ধান্ত নেন তারা। এই সম্পর্কের ধারাবাহিকতায় রুবের টা বাংলাদেশে আসেন। চলতি মাসেই তাদের পারিবারিকভাবে বিয়ে হবে বলে জানা গেছে।

রুনেক্স বড়ুয়া বলেন, ‘ইতালিতে একটি হোটেলের রিসিপসনে কাজ করছিলাম। সেখানে পরিচয় হয় রুবের টার সঙ্গে। তারপর প্রেমের শুরু। এখন আমরা দেশে এসেছি, বিয়ে করবো। আপনাদের দাওয়াত। আমার হবু স্ত্রীও আমাদের পরিবারের সঙ্গে মানিয়ে নিচ্ছেন। পরিবারও তাকে ভালোভাবে গ্রহণ করেছে। এ মাসেই বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করবো।’

প্রেমের সফল পরিণতিতে রুবের টা বলেন, ‘মানুষের জীবন একটা। জীবনের সঙ্গীও একটাই হওয়া উচিত। আমার সমাজে সেটা নেই। আমি বিশ্বাস করি, রুনেক্স আমার জীবনে একমাত্র সঙ্গী হয়ে থাকবেন। ওকে পেয়ে আমি দারুণ খুশি। তার পরিবারের সবার সঙ্গে আমার ভালো সম্পর্ক তৈরি হয়েছে। এ ধারা সামনের দিনগুলোতে বজায় থাকবে সেই প্রার্থনা করি।’

রুনেক্সের ভাই শাওন বড়ুয়া বলেন, ‘আমরা আনন্দিত। ভাই-বউদির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। ভাষাগত কিছু সমস্যা থাকলেও সবকিছুতেই মানিয়ে নিচ্ছেন বউদি, পরেছেন বাঙালি পোশাকও। লোকজন আজ সকাল থেকে তাকে দেখার জন্য বাড়িতে ভিড় করছে। তিনি ঘুরে বেড়াচ্ছেন কক্সবাজার সমুদ্রসৈকতসহ নানা স্থানে।’

রুনেক্সের মা সুমি বড়ুয়া বলেন, ‘আমাদের স্বপ্ন ছিল, ছেলেকে বিদেশি মেয়ের সঙ্গে বিয়ে দেবো। সেটি বাস্তবে রূপ পাচ্ছে। ছেলেন বউকে নিয়ে আমি খুব খুশি। তাদের ধুমধাম করে বিয়ে দেবো। সবাইকে আমন্ত্রণ জানাবো। সবাই তাদের জন্য দোয়া করবেন।’

রুনেক্সের আদিবাড়ি উখিয়া উপজেলার রাজাপালংয়ের সীলের ছড়া এলাকায়। বর্তমান বসবাস রামু উপজেলা সদরের হাইটুপি বড়ুয়াপাড়ায়।

/এমএএ/
সম্পর্কিত
কেবল আশা তৈরি পোশাক খাতে
মালয়েশিয়ার সড়কে প্রাণ গেলো বাংলাদেশি যুবকের
সুইডেনের গোথেনবার্গে প্রবাসী বাংলাদেশি নারীদের জন্য ব্যাডমিন্টন প্রতিযোগিতা
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো প্রতিনিধি পরিষদের স্পিকার পদচ্যুত
যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো প্রতিনিধি পরিষদের স্পিকার পদচ্যুত
দেশের পথে প্রধানমন্ত্রী
দেশের পথে প্রধানমন্ত্রী
বিপিআরএ’র উদ্যোগে ‘ডিজিটাল পিআর’ বিষয়ক কর্মশালা
বিপিআরএ’র উদ্যোগে ‘ডিজিটাল পিআর’ বিষয়ক কর্মশালা
ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ে জনসচেতনতা বাড়াতে এফবিসিসিআই’র মহড়া
ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ে জনসচেতনতা বাড়াতে এফবিসিসিআই’র মহড়া
সর্বাধিক পঠিত
শত খ্যাপাটে যুবক প্রমাণ করে দিলো ‘খালে হবে’
শত খ্যাপাটে যুবক প্রমাণ করে দিলো ‘খালে হবে’
দুদকের মামলায় সাবেক বিমানবালার তিন বছরের কারাদণ্ড
দুদকের মামলায় সাবেক বিমানবালার তিন বছরের কারাদণ্ড
আইএমএফের ঋণের দ্বিতীয় কিস্তি পেতে বাধা যেখানে
আইএমএফের ঋণের দ্বিতীয় কিস্তি পেতে বাধা যেখানে
‘তখন আমার আবেগ কাজ করেছে বিবেক কাজ করেনি’
‘তখন আমার আবেগ কাজ করেছে বিবেক কাজ করেনি’
সার্ভার সমস্যার কারণে জন্ম সনদ পেতে ভোগান্তি
সার্ভার সমস্যার কারণে জন্ম সনদ পেতে ভোগান্তি