X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

‘আমরা ক্ষমতায় গেলে গরিবদের এক হাজার করে টাকা দেবো’

নারায়ণগঞ্জ প্রতিনিধি 
১৯ নভেম্বর ২০২২, ০১:২৫আপডেট : ১৯ নভেম্বর ২০২২, ০১:২৯

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘আমাদের দেশে যে ছয় কোটির মতো গরিব মানুষ আছে, আমরা ক্ষমতায় গেলে তাদের প্রত্যেককে মাসে এক হাজার করে টাকা দেবো। যে দেশের বাজেট সাত লাখ কোটি টাকা, সে দেশ গরিবদের ৭২ হাজার কোটি টাকা দিতে পারবে না? প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বলেছিলেন, উনি জানেন কারা কারা বিদেশে টাকা পাচার করে। আমরা বলেছিলাম নাম দেবো, গ্রেফতার করেন। কই কিছুই তো করলেন না তিনি।’

শুক্রবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে গণতন্ত্র মঞ্চের এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজনৈতিক সভা-সমাবেশে বাধা, হামলা-মামলা, দমন-পীড়ন, গুলি-হত্যা বন্ধ করার দাবিতে সাতটি দলের রাজনৈতিক জোট ‘গণতন্ত্র মঞ্চ’ এ সমাবেশের আয়োজন করে।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কথা উল্লেখ করে মান্না বলেন, ‘আজকাল মানুষ বাজারে টাকা নিয়ে যায় ব্যাগ ভরে আর নিত্যপণ্য কিনে আনে অর্ধ ব্যাগ ভরে। মাছ-মাংস খাওয়া অনেকে ছেড়ে দিয়েছে। আজ যারা ক্ষমতায় আছে তারা ভোটের আগে বলেছিল, ১০ টাকায় চাল খাওয়াবে। অথচ এখন চাল কত দামে খাচ্ছেন। এরা মিথ্যুক। এই মিথ্যাবাদী সরকার এখনও ক্ষমতায় আছে। এখন শুনছেন রিজার্ভ নেই। এই কথা দুই-তিন মাস আগে আমরা যখন বলেছিলাম, তখন তারা পারলে আমাদের মারে, গ্রেফতার করে। আমরা সেদিন বলেছিলাম, ‘শ্রীলঙ্কার লক্ষণ দেখা দিচ্ছে। সবকিছুর দাম বেড়ে গেছে। তখন আমাদের কথা শোনেনি কেউ।’

তিনি বলেন, ‘খেলা হবে নিয়ে এতো কথা হলো, এই শব্দটা কিন্তু আমাদের রাজনীতিতে অনেক ব্যবহৃত হচ্ছে। খেলার কথা বলে ক্ষমতাসীনরা মনে করে, গায়ের জোর ছাড়া ক্ষমতায় থাকার আর কোনও পথ নেই। তারা ভোটে জিতবে না, ভোট দেবে না। আপনারা যতই বলেন, কোনও কথা শুনবে না। ওবায়দুল কাদের সাহেব বলেন, খেলা হবে, তো আসেন খেলবো।’

জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) নারায়ণগঞ্জ মহানগর কমিটির সভাপতি মোতালেব মাস্টারের সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম।

/এএম/
সম্পর্কিত
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
রোজার পরে আন্দোলন জোরদার করতে হবে: মান্না
বাজার সিন্ডিকেটের দায় বিরোধী দলের ওপর চাপাতে চায় সরকার, অভিযোগ জোনায়েদ সাকির
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা