X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

দেড় যুগ পর সম্মেলন, ভারমুক্ত হলেন আ.লীগের ৩ নেতা

চাঁদপুর প্রতিনিধি
০৬ ডিসেম্বর ২০২২, ১০:৪৯আপডেট : ০৬ ডিসেম্বর ২০২২, ১০:৪৯

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আবারও চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হয়েছেন উপজেলা চেয়ারম্যান নূরুল ইসলাম নাজিম দেওয়ান। আর দেড় যুগ ধরে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করা আলী এরশ্বাদ মিয়াজী হয়েছেন সাধারণ সম্পাদক। অপরদিকে, চাঁদপুর পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রাধা গোবিন্দ গোপ সভাপতি এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল সাধারণ সম্পাদক হয়েছেন।

সোমবার বিকালে চাঁদপুর স্টেডিয়ামে সম্মেলনের প্রথম অধিবেশন সমাপ্ত হয়। সন্ধ্যার পর সার্কিট হাউজে চার পদে ডজনখানেক প্রার্থীকে নিয়ে বসেন নেতারা। পরে ৭টার পর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন।

সম্মেলনে উপস্থিত ছিলেন– আওয়ামী লী‌গের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, সাংগঠ‌নিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, জেলা আওয়ামী লী‌গের সভাপ‌তি না‌ছির উ‌দ্দিন আহ‌মেদ, সাধারণ সম্পাদক বীর মু‌ক্তি‌যোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, জেলা আওয়ামী লী‌গের সহসভাপ‌তি ডা. জে আর ওয়াদুদ টিপু, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জু‌য়েল, জেলা আওয়ামী লী‌গের সহসভাপ‌তি বীর মু‌ক্তি‌যোদ্ধা আব্দুর রব ভূঁইয়া।

উল্লেখ্য, ২০০৩ সালে সদর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন হয়। ওই সম্মেলনে নূরুল ইসলাম নাজিম দেওয়ান সভাপতি ও অ্যাডভোকেট জহিরুল ইসলাম সাধারণ সম্পাদক হন। পরের বছর জেলা আওয়ামী লীগের সম্মেলনে জহিরুল ইসলাম সাধারণ সম্পাদক প্রার্থী হলে তিনি সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করেন। এরপর থেকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে প্রায় দেড় যুগ ধরে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন আলী এরশ্বাদ মিয়াজি। 

এদিকে ২০০৫ সালে সর্বশেষ চাঁদপুর পৌর আওয়ামী লীগের সম্মেলন হয়। সে সম্মেলনে নাছির উদ্দিন আহমেদ সভাপতি এবং লুৎফর রহমান পাটওয়ারী সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ২০১৩ সালের অক্টোবরে লুৎফর রহমান পাটওয়ারীর মৃত্যু হয়। তাই সাধারণ সম্পাদক পদটি শূন্য হলে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হন আমিনুর রহমান বাবুল। এরপর ২০১৬ সালের ২৭ জানুয়ারি জেলা আওয়ামী লীগের সম্মেলনে নাছির সভাপতি নির্বাচিত হন। এরপর তিনি পৌর আওয়ামী লীগের সভাপতি পদ ছেড়ে দেন। গত ছয় বছর ধরে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করনে রাধা গোবিন্দ গোপ।

/এমএএ/
সম্পর্কিত
সাতক্ষীরা জেলা আ.লীগ নেতা হারুন গ্রেফতার
চাঁদপুর জেলা আ.লীগ সভাপতি নাছির দুই দিনের রিমান্ডে
সংস্কারের পথে বাধা প্রতিশোধ প্রবণতা: দ্য ইকোনমিস্ট
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (১ জুলাই, ২০২৫)
বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহার বাড়ছে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, সিঙ্গাপুরে
বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহার বাড়ছে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, সিঙ্গাপুরে
দুর্ঘটনায় ছয় মাসে প্রাণ হারিয়েছে ৪২২ শ্রমিক
দুর্ঘটনায় ছয় মাসে প্রাণ হারিয়েছে ৪২২ শ্রমিক
৪০ শতাংশ কৃষক পান না ন্যায্য মজুরি: জরিপ
৪০ শতাংশ কৃষক পান না ন্যায্য মজুরি: জরিপ
সর্বাধিক পঠিত
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস উপদেষ্টা আসিফ ও সাংবাদিক জুলকারনাইনের
ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস উপদেষ্টা আসিফ ও সাংবাদিক জুলকারনাইনের
‘ইউ আর পেইড বাই দ্য গভর্নমেন্ট’
এনবিআর কর্মকর্তাদের উদ্দেশে অর্থ উপদেষ্টা          ‘ইউ আর পেইড বাই দ্য গভর্নমেন্ট’