X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

দেড় যুগ পর সম্মেলন, ভারমুক্ত হলেন আ.লীগের ৩ নেতা

চাঁদপুর প্রতিনিধি
০৬ ডিসেম্বর ২০২২, ১০:৪৯আপডেট : ০৬ ডিসেম্বর ২০২২, ১০:৪৯

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আবারও চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হয়েছেন উপজেলা চেয়ারম্যান নূরুল ইসলাম নাজিম দেওয়ান। আর দেড় যুগ ধরে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করা আলী এরশ্বাদ মিয়াজী হয়েছেন সাধারণ সম্পাদক। অপরদিকে, চাঁদপুর পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রাধা গোবিন্দ গোপ সভাপতি এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল সাধারণ সম্পাদক হয়েছেন।

সোমবার বিকালে চাঁদপুর স্টেডিয়ামে সম্মেলনের প্রথম অধিবেশন সমাপ্ত হয়। সন্ধ্যার পর সার্কিট হাউজে চার পদে ডজনখানেক প্রার্থীকে নিয়ে বসেন নেতারা। পরে ৭টার পর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন।

সম্মেলনে উপস্থিত ছিলেন– আওয়ামী লী‌গের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, সাংগঠ‌নিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, জেলা আওয়ামী লী‌গের সভাপ‌তি না‌ছির উ‌দ্দিন আহ‌মেদ, সাধারণ সম্পাদক বীর মু‌ক্তি‌যোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, জেলা আওয়ামী লী‌গের সহসভাপ‌তি ডা. জে আর ওয়াদুদ টিপু, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জু‌য়েল, জেলা আওয়ামী লী‌গের সহসভাপ‌তি বীর মু‌ক্তি‌যোদ্ধা আব্দুর রব ভূঁইয়া।

উল্লেখ্য, ২০০৩ সালে সদর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন হয়। ওই সম্মেলনে নূরুল ইসলাম নাজিম দেওয়ান সভাপতি ও অ্যাডভোকেট জহিরুল ইসলাম সাধারণ সম্পাদক হন। পরের বছর জেলা আওয়ামী লীগের সম্মেলনে জহিরুল ইসলাম সাধারণ সম্পাদক প্রার্থী হলে তিনি সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করেন। এরপর থেকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে প্রায় দেড় যুগ ধরে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন আলী এরশ্বাদ মিয়াজি। 

এদিকে ২০০৫ সালে সর্বশেষ চাঁদপুর পৌর আওয়ামী লীগের সম্মেলন হয়। সে সম্মেলনে নাছির উদ্দিন আহমেদ সভাপতি এবং লুৎফর রহমান পাটওয়ারী সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ২০১৩ সালের অক্টোবরে লুৎফর রহমান পাটওয়ারীর মৃত্যু হয়। তাই সাধারণ সম্পাদক পদটি শূন্য হলে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হন আমিনুর রহমান বাবুল। এরপর ২০১৬ সালের ২৭ জানুয়ারি জেলা আওয়ামী লীগের সম্মেলনে নাছির সভাপতি নির্বাচিত হন। এরপর তিনি পৌর আওয়ামী লীগের সভাপতি পদ ছেড়ে দেন। গত ছয় বছর ধরে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করনে রাধা গোবিন্দ গোপ।

/এমএএ/
সম্পর্কিত
‘নারীর রাজনৈতিক নেতৃত্ব বিকাশে প্রয়োজন অর্থনৈতিক ক্ষমতায়ন’
সম্মেলন না হলে হারিয়ে যেত জাতীয় পার্টি: রওশন এরশাদ
ইসলামী ব্যাংকের কর্মকর্তা সম্মেলন অনুষ্ঠিত
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী