X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

৯২ বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য সংবর্ধিত

বরিশাল প্রতিনিধি
১৮ ডিসেম্বর ২০২২, ১৭:১৫আপডেট : ১৮ ডিসেম্বর ২০২২, ১৭:১৫

বিজয় দিবস উপলক্ষে বরিশাল জেলা পুলিশের আয়োজনে ৯২ জন বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যকে সংবর্ধনা দেওয়া হয়েছে। রবিবার সকাল ১১টায় পুলিশ লাইনস মিলনায়তনে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডিআইজি এসএম আক্তারুজ্জামান।

প্রধান অতিথি তার বক্তব্যে যেকোনও প্রয়োজনে বীর মুক্তিযোদ্ধাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে বলেন, ‘বীর মুক্তিযোদ্ধাদের সম্মান জানানো আমাদের নৈতিক দায়িত্ব। আপনি সম্মান জানালে তবেই সম্মান পাবেন।’

বরিশালের পুলিশ সুপার (এসপি) ওয়াহিদুল ইসলামের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন– জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন, কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি সাংবাদিক ও প্রবীণ আইনজীবী এসএম ইকবাল, বীর মুক্তিযোদ্ধা বীর প্রতীক কেএসএম মহিউদ্দিন মানিক, মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ, আব্দুর রব সেরনিয়াবাত প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকিরসহ অন্যরা।

সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিরা বীর মুক্তিযোদ্ধা ও সাবেক পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ক্লারেন্স গোমেজ মুক্তিযোদ্ধাদের ত্যাগের চিত্র তুলে ধরে তা স্মরণ রাখার আহ্বান জানান।

এ সময় একজন পুলিশ মুক্তিযোদ্ধা মঞ্চে দাঁড়িয়ে বলেন, ‘আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ি। কী পাবো কী পাবো না, তখন এসব ভাবিনি। আজ ২০ হাজার টাকা ভাতা পাই। এটা কি আশা করেছিলাম? জনকের কন্যা সেই ভাতা দিচ্ছেন।’

বীর প্রতীক মহিউদ্দিন মানিক দেশের মুক্তিযুদ্ধে প্রথম অস্ত্র ব্যবহারকারী রাজারবাগের পুলিশ মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

এসএম ইকবাল বলেন, ‘ইতিহাস পড়ুন, আপনার সন্তানকে ইতিহাস জানান। মুক্তিযুদ্ধের দলিলপত্র পড়ুন। এ দেশের ৮০ ভাগ মানুষই মুক্তিযোদ্ধা ছিলেন। মুক্তিযুদ্ধে কোনও ভাগ ছিল না। তখন তো এই বিএনপি, জাসদ এগুলো ছিলো না।’

আলোচনা শেষে ৯২ জন বীর মুক্তিযোদ্ধার হাতে ফুলেল শুভেচ্ছাসহ সংবর্ধনা সনদ তুলে দেন অতিথিরা।

 

/এমএএ/
সম্পর্কিত
নৌ পথে ঈদযাত্রা ও পশুবাহী নৌযান নিরাপত্তায় কাজ করছে পুলিশ: অতিরিক্ত আইজিপি
ইজিবাইকে যাত্রী ওঠানো নিয়ে সংঘর্ষ, ওসিসহ আহত ৩০
আওয়ামী লীগের ৫ ইউপি সদস্যকে ধরে পুলিশে সোপর্দ
সর্বশেষ খবর
প্রিমিয়ার লিগে ফেরার আরও কাছে হামজাদের শেফিল্ড
প্রিমিয়ার লিগে ফেরার আরও কাছে হামজাদের শেফিল্ড
জীববৈচিত্র্য বনাম জীবিকা: সেন্টমার্টিনে টানাপড়েন
জীববৈচিত্র্য বনাম জীবিকা: সেন্টমার্টিনে টানাপড়েন
সাত বছরে সারা লাইফস্টাইল
সাত বছরে সারা লাইফস্টাইল
হামাস এক জিম্মিকে মুক্তি দেওয়ার পর ইসরায়েল বলেছে-কোনও যুদ্ধবিরতি নয়
হামাস এক জিম্মিকে মুক্তি দেওয়ার পর ইসরায়েল বলেছে-কোনও যুদ্ধবিরতি নয়
সর্বাধিক পঠিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়