X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

৯২ বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য সংবর্ধিত

বরিশাল প্রতিনিধি
১৮ ডিসেম্বর ২০২২, ১৭:১৫আপডেট : ১৮ ডিসেম্বর ২০২২, ১৭:১৫

বিজয় দিবস উপলক্ষে বরিশাল জেলা পুলিশের আয়োজনে ৯২ জন বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যকে সংবর্ধনা দেওয়া হয়েছে। রবিবার সকাল ১১টায় পুলিশ লাইনস মিলনায়তনে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডিআইজি এসএম আক্তারুজ্জামান।

প্রধান অতিথি তার বক্তব্যে যেকোনও প্রয়োজনে বীর মুক্তিযোদ্ধাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে বলেন, ‘বীর মুক্তিযোদ্ধাদের সম্মান জানানো আমাদের নৈতিক দায়িত্ব। আপনি সম্মান জানালে তবেই সম্মান পাবেন।’

বরিশালের পুলিশ সুপার (এসপি) ওয়াহিদুল ইসলামের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন– জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন, কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি সাংবাদিক ও প্রবীণ আইনজীবী এসএম ইকবাল, বীর মুক্তিযোদ্ধা বীর প্রতীক কেএসএম মহিউদ্দিন মানিক, মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ, আব্দুর রব সেরনিয়াবাত প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকিরসহ অন্যরা।

সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিরা বীর মুক্তিযোদ্ধা ও সাবেক পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ক্লারেন্স গোমেজ মুক্তিযোদ্ধাদের ত্যাগের চিত্র তুলে ধরে তা স্মরণ রাখার আহ্বান জানান।

এ সময় একজন পুলিশ মুক্তিযোদ্ধা মঞ্চে দাঁড়িয়ে বলেন, ‘আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ি। কী পাবো কী পাবো না, তখন এসব ভাবিনি। আজ ২০ হাজার টাকা ভাতা পাই। এটা কি আশা করেছিলাম? জনকের কন্যা সেই ভাতা দিচ্ছেন।’

বীর প্রতীক মহিউদ্দিন মানিক দেশের মুক্তিযুদ্ধে প্রথম অস্ত্র ব্যবহারকারী রাজারবাগের পুলিশ মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

এসএম ইকবাল বলেন, ‘ইতিহাস পড়ুন, আপনার সন্তানকে ইতিহাস জানান। মুক্তিযুদ্ধের দলিলপত্র পড়ুন। এ দেশের ৮০ ভাগ মানুষই মুক্তিযোদ্ধা ছিলেন। মুক্তিযুদ্ধে কোনও ভাগ ছিল না। তখন তো এই বিএনপি, জাসদ এগুলো ছিলো না।’

আলোচনা শেষে ৯২ জন বীর মুক্তিযোদ্ধার হাতে ফুলেল শুভেচ্ছাসহ সংবর্ধনা সনদ তুলে দেন অতিথিরা।

 

/এমএএ/
সম্পর্কিত
অডিও ফাঁস, নারীর কাছে ডিবি পুলিশ সদস্যের ‘হেরোইন বিক্রি’
জাকার্তায় সোনা জিতে বাংলাদেশ পুলিশের ভানরুমের চমক
নাগরিক জীবনের সব ক্ষেত্রে পুলিশের অবস্থান রয়েছে: ডিএমপি কমিশনার
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা