X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

ছুটির অবকাশে সুন্দরবনে পর্যটকদের ভিড়

মোংলা প্রতিনিধি
২৫ ডিসেম্বর ২০২২, ১৫:০৫আপডেট : ২৫ ডিসেম্বর ২০২২, ১৫:০৭

সাপ্তাহিক ও বড়দিনের ছুটিসহ টানা তিন দিনের ছুটিতে সুন্দরবনের করমজলে পর্যটকদের ভিড় বেড়েছে। পর্যটকরা ট্রলার ও লঞ্চযোগে ম্যানগ্রোভ এই বনের নানা জায়গায় ঘুরে উপভোগ করছেন সৌন্দর্য। শনিবার থেকে পর্যটকদের ভিড় সামলাতে বনরক্ষীদের রীতিমতো হিমশিম খেতে হচ্ছে।

ঢাকা থেকে করমজলে আসা স্কুল শিক্ষিকা শাহিনুর আক্তার বলেন, ‘পদ্মা সেতু চালু হওয়ায় ঢাকা থেকে মাত্র তিন ঘণ্টায় আসা যায় বলে স্বপরিবারে আমরা সুন্দরবন ভ্রমণের জন্য ছুটে এসেছি। আমাদের মতো অনেকেই এসেছেন এখানে।’

টানা তিন দিনের ছুটিতে সুন্দরবনে পর্যটকদের ভিড় বেড়েছে করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির বলেন, ‘সাপ্তাহিক ও বড়দিনের টানা ছুটিতে করমজলে পর্যটকদের ভিড় বেড়েছে। ছুটির প্রথমদিনে শুক্রবার প্রায় দুই হাজার পর্যটক এসেছেন এখানে। এর সঙ্গে অনেক ভিআইপিও আসছেন।’

তিনি আরও বলেন, ‘ছুটির এই তিন দিনে উল্লেখযোগ্য রাজস্বও আয় হবে। করমজল ছাড়া সুন্দরবন বিভাগের অন্যান্য পর্যটন স্পটেও পর্যটকদের ভিড় হচ্ছে।’

ট্যুর অপারেটর সোহাগ মোল্লা, জাহিদ মোল্লা ও আলী আকবর বলেন, ‘টানা তিন দিনের ছুটির প্রথমদিন শুক্রবার সকাল থেকে কমপক্ষে ১০০টি ট্রলার ও লঞ্চ সুন্দরবনের ভেতরে প্রবেশ করেছে। এসব নৌযানে প্রায় দুই হাজার পর্যটক ভ্রমণ করেছেন।’ মূলত সাপ্তাহিক ও বড়দিনের ছুটি উপলক্ষে বেশি সংখ্যক দর্শনার্থীর আগমন ঘটেছে বলে জানান তারা।

করমজলে পর্যটকদের ভিড় বেড়েছে সুন্দরবন অঞ্চলের বন সংরক্ষক (সিএফ) মিহির কুমার দে বলেন, ‘সুন্দরবনে করমজল ছাড়াও হিরন পয়েন্ট, হারবাড়িয়া, কটকা, কচিখালী, কলাগাছি ও দোবেকি পর্যটনস্পটে পর্যটকদের আনাগোনা বেড়েছে। বেশি পর্যটক হচ্ছে করমজলে। ছুটির এই তিন দিনে এবার রাজস্ব আয় বাড়বে।’

তিনি আরও বলেন, ‘শীত মৌসুমেই পর্যটকদের ভিড় নামে বেশি। এ সময়টা সব পর্যায়ের মানুষের ছুটি বেশি থাকে। তবে আগত পর্যটকদের আরও সুযোগ-সুবিধা দিতে বন বিভাগ নানারকম উন্নয়মূলক প্রকল্প হাতে নিয়েছে। যা বাস্তবায়ন চলছে।’

/এমএএ/
সম্পর্কিত
আওয়ামী লীগের ৫ ইউপি সদস্যকে ধরে পুলিশে সোপর্দ
সুন্দরবনের চারপাশে ১০ কিলোমিটার এলাকায় নতুন শিল্পপ্রতিষ্ঠান স্থাপনে নিষেধাজ্ঞা
সুন্দরবন দিয়ে পুশ-ইন করা ৭৪ জন বাংলাদেশি, ৪ জন ভারতীয় নাগরিক
সর্বশেষ খবর
পানি সমস্যা সমাধান না হলে যুদ্ধবিরতি হুমকির মুখে পড়বে
পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারিপানি সমস্যা সমাধান না হলে যুদ্ধবিরতি হুমকির মুখে পড়বে
সাবেক এমপি ও কণ্ঠশিল্পী মমতাজ ৪ দিনের রিমান্ডে
সাবেক এমপি ও কণ্ঠশিল্পী মমতাজ ৪ দিনের রিমান্ডে
রাজবাড়ীতে আগুনে পুড়েছে ৩ দোকান
রাজবাড়ীতে আগুনে পুড়েছে ৩ দোকান
মব জাস্টিস নিয়ে প্রশ্ন তুললেন সায়ান
মব জাস্টিস নিয়ে প্রশ্ন তুললেন সায়ান
সর্বাধিক পঠিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
স্বর্ণের দাম আবার কমলো
স্বর্ণের দাম আবার কমলো
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি