X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

লালমনিরহাট সীমান্তে আবারও বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

লালমনিরহাট প্রতিনিধি
০১ জানুয়ারি ২০২৩, ১৬:৩৫আপডেট : ০১ জানুয়ারি ২০২৩, ১৬:৩৫

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের বুড়িরবাড়ী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের গুলি করে এক বাংলাদেশিকে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। নতুন বছরের প্রথম দিনে রবিবার (১ জানুয়ারি) ভোরে সীমান্তের ধরলা নদীর বাঁধের মাথা এলাকায় এই ঘটনা ঘটে।

এর আগে গত ২৯ ডিসেম্বর জেলার হাতীবান্ধা উপজেলার বড়খাতা সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত এবং আরও দুজন আহত হন।

নিহত ব্যক্তির নাম বিপুল হোসেন (২০)। তিনি পাটগ্রাম উপজেলার পাটগ্রাম ইউনিয়নের রহমানপুর (গাটিয়ারভিটা) এলাকার রশিদুল ইসলামের ছেলে।

সীমান্ত সূত্রে জানা গেছে, বিপুল হোসেনসহ ১০-১২ জনের একটি গরু পারাপারকারী রাখালের দল সীমান্তপথে ভারতীয় গরু ব্যবসায়ীদের সহযোগিতায় গরু আনতে যায়। সে সময় ভারতীয় কোচবিহার-১৮০ বিএসএফ ব্যাটালিয়নের চ্যাংরাবান্ধা কোম্পানি সদরের একটি টহল দলের ছোড়া গুলিতে বিপুল নিহত হন।

তিস্তা-২(৬১-বিজিবি) ব্যাটালিয়নের বুড়িমারী কোম্পানি কমান্ডার বাবুল হোসেন বলেন, ‘শুনেছি মাস্টারেরবাড়ী সীমান্তের ৮৪৩ নম্বর মেইন পিলার এলাকায় ১৮০ বিএসএফের চ্যাংরাবান্ধা ক্যাম্পের টহল দলের বিএসএফের গুলিতে বিপুল হোসেন নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য চ্যাংরাবান্ধা বিএসএফ কোম্পানি কমান্ডারকে পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে জন্য চিঠি দেওয়া হয়েছে। পতাকা বৈঠকের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।’

পাটগ্রাম থানার ওসি ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে পুলিশ পাঠিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ উদ্ধার করে লালমনিরহাট ১০০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে আমরা গুলিতে নিহত হওয়ার বিষয়টি পেয়েছি। ময়নাতদন্ত প্রতিবেদনের পর নিশ্চিত করে বলা যাবে বিপুল বিএসএফের গুলিতে নিহত হয়েছেন কিনা?’ 

তিস্তা-২(৬১-বিজিবি) বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মীর হাসান শাহরিয়ার মাহমুদ বলেন, ‘বিপুল হোসেনের বাড়িতে তার লাশ পেয়েছি। আমরা স্থানীয় থানা পুলিশকে বিপুলের ময়নাতদন্ত করে প্রতিবেদন চেয়েছি তিনি বুলেটে নিহত কিনা নিশ্চিত হতে?’

তিনি আরও বলেন, ‘আমরা বিএসএফের সঙ্গে যোগাযোগ করেছি। তারা কোনও বুলেট ছোড়েনি বা এই ধরনের কোনও ঘটনা ঘটেনি বলে দাবি করেছে। তবে আমরা সঠিক ঘটনা জানার জন্য অনুসন্ধান করছি।’

লালমনিরহাটের সাংবাদিক আসাদুজ্জামান সাজু বলেন, ‘এই ধরনের ঘটনা ঘটেই চলেছে। বিষয়টি নিয়ে সীমান্তবাসী উদ্বিগ্ন।’ 

/এমএএ/
সম্পর্কিত
প্রতিপক্ষকে ফাঁসাতে জান্নাতিকে হত্যা করে বাবা-মা ও চাচি, আদালতে স্বীকারোক্তি
ভারতে প্রবেশের সময় সীমান্ত থেকে আটক ৫৯
মৌলভীবাজার সীমান্তে দুই দিনে আটক ৫৯ জনকে পুলিশে হস্তান্তর
সর্বশেষ খবর
ব্রিটেনে স্থায়ী হওয়ার পথে নতুন শর্তারোপ
ব্রিটেনে স্থায়ী হওয়ার পথে নতুন শর্তারোপ
মৃতের বৈধ ওয়ারিশদের মধ্যে ফারায়েজ অনুযায়ী পেনশন বণ্টনের প্রশ্নে হাইকোর্টের রুল
মৃতের বৈধ ওয়ারিশদের মধ্যে ফারায়েজ অনুযায়ী পেনশন বণ্টনের প্রশ্নে হাইকোর্টের রুল
এফডিসি-পলাশী সংযোগ সড়ক বাতিলের দাবিতে ১৫৭ বিশিষ্টজনের বিবৃতি
এফডিসি-পলাশী সংযোগ সড়ক বাতিলের দাবিতে ১৫৭ বিশিষ্টজনের বিবৃতি
রাজধানীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজধানীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
সর্বাধিক পঠিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
স্বর্ণের দাম আবার কমলো
স্বর্ণের দাম আবার কমলো
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়