X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

শাবি শিক্ষক সমিতির সভাপতি কবির, সম্পাদক মাহবুব

শাবিপ্রবি প্রতিনিধি
১৯ জানুয়ারি ২০২৩, ১০:২৪আপডেট : ১৯ জানুয়ারি ২০২৩, ১০:২৪

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষকদের সংগঠন ‘শাহজালাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি’র নির্বাচন ২০২৩ সম্পন্ন হয়েছে। এতে সভাপতি হিসেবে পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. কবির হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মাহবুবুল হাকিম নির্বাচিত হয়েছেন।

বুধবার (১৮ জানুয়ারি) রাত ১০টার দিকে ফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ ফরহাদ হাওলাদার।

নির্বাচিত অন্য সদস্যরা হলেন– সহ-সভাপতি পদে গণিত বিভাগের অধ্যাপক ড. চন্দ্রানী নাগ, কোষাধ্যক্ষ পদে অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুনশী নাসের ইবনে আফজাল ও যুগ্ম সম্পাদক পদে ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. জহুরুল ইসলাম।

এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে সর্বোচ্চ ভোট প্রাপ্তির ভিত্তিতে যথাক্রমে নির্বাচিত হয়েছেন– সমাজকর্ম বিভাগের অধ্যাপক আমিনা পারভীন, ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. রাজিয়া সুলতানা চৌধুরী, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. সৈয়দ মো. ওমর ফারুক, আইআইসিটির সহকারী অধ্যাপক ড. আহসান হাবীব, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহা. ফরহাদ রাব্বি এবং নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. শাহজাহান মিয়া।

নির্বাচনে ১১টি পদের মধ্যে আওয়ামী বামপন্থী শিক্ষকদের প্যানেল ‘মহান মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্তচিন্তা চর্চায় ঐক্যবদ্ধ শিক্ষকবৃন্দ’র প্যানেল সভাপতি, সহ-সভাপতি, কোষাধ্যক্ষ ও তিনটি নির্বাহী সদস্যসহ মোট ছয়টি পদে বিজয়ী হয়েছে।

অপরদিকে, আওয়ামীপন্থী শিক্ষকদের প্যানেল ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দ’র প্যানেল সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক এবং তিনটি নির্বাহী সদস্যসহ মোট পাঁচটি পদে বিজয়ী হয়েছে।

তবে এবারের নির্বাচনে বিএনপি-জামায়াতপন্থী প্যানেল ‘মহান মুক্তিযুদ্ধ, বাংলাদেশি জাতীয়তাবাদ ও ধর্মীয় মূল্যবোধে শ্রদ্ধাশীল শিক্ষক ফোরাম’ এবং জাতীয়তাবাদী মতাদর্শের শিক্ষক প্যানেল ‘জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম’ থেকে কোনও প্রার্থী বিজয়ী হয়নি।

উল্লেখ্য, সকালে সাড়ে ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ বছর নির্বাচনে ৪০৯ জন শিক্ষক ভোট দিয়েছেন বলে নির্বাচন কমিশনার জানিয়েছেন।

/এমএএ/
সম্পর্কিত
বাসে শাবির ছাত্রীকে হেনস্তা, সুপারভাইজারকে পুলিশে সোপর্দ
এক দশক পর শাবি ছাত্রদলে নতুন নেতৃত্ব, সভাপতি রাহাত সম্পাদক নাঈম
শাবিতে বহিষ্কৃত ১৬ শিক্ষার্থীর শাস্তি প্রত্যাহার
সর্বশেষ খবর
হামাস এক জিম্মিকে মুক্তি দেওয়ার পর ইসরায়েল বলেছে-কোনও যুদ্ধবিরতি নয়
হামাস এক জিম্মিকে মুক্তি দেওয়ার পর ইসরায়েল বলেছে-কোনও যুদ্ধবিরতি নয়
খেলাফত শ্রমিক আন্দোলনের নেতার জন্য থানা ঘেরাও, মুক্তি না দিলে হরতাল
খেলাফত শ্রমিক আন্দোলনের নেতার জন্য থানা ঘেরাও, মুক্তি না দিলে হরতাল
পূজার অনুষ্ঠানে হামলায় আহত ৩, গ্রেফতার ২
পূজার অনুষ্ঠানে হামলায় আহত ৩, গ্রেফতার ২
এনবিআর ভেঙে দুই ভাগ হলো, অধ্যাদেশ জারি
এনবিআর ভেঙে দুই ভাগ হলো, অধ্যাদেশ জারি
সর্বাধিক পঠিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
আসন্ন বাজেটে নতুন কী থাকছে
আসন্ন বাজেটে নতুন কী থাকছে
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি