X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

এবার শিক্ষকের ওপর চড়াও হলেন বিএনপি নেতা

কুড়িগ্রাম প্রতিনিধি
২৩ জানুয়ারি ২০২৩, ১৩:২৩আপডেট : ২৩ জানুয়ারি ২০২৩, ১৩:২৩

সন্তানের ভর্তি সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন দিতে গিয়ে কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের এক জ্যেষ্ঠ শিক্ষকের ওপর চড়াও হয়েছেন ভর্তির ফল বাতিল হওয়া এক শিক্ষার্থীর অভিভাবক। শিক্ষকের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণের এ ঘটনার একটি সিসি ক্যামেরার ফুটেজ প্রকাশ হলে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে সমালোচনার সৃষ্টি হয়। রবিবার (২২ জানুয়ারি) দুপুরে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে এ ঘটনা ঘটে। পরে ওইদিন বিকালে ভুক্তভোগী শিক্ষক এ বিষয়ে আইনি নিরাপত্তা চেয়ে কুড়িগ্রাম সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

অভিযুক্ত অভিভাবকের নাম মাসুদ রানা। তিনি কুড়িগ্রাম জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির বর্তমান কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক। ভুক্তভোগী শিক্ষকের নাম আব্দুল হাই সিদ্দিকী। তিনি কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের জ্যেষ্ঠ শিক্ষক। জেলার রৌমারীতে এক প্রধান শিক্ষকের ওপর আওয়ামী লীগ নেতার হামলার রেশ কাটতে না কাটতে এমন ঘটনায় আবারও সমালোচনার সৃষ্টি হয়েছে।

জিডি সূত্র, শিক্ষক আব্দুল হাই সিদ্দিকী ও ঘটনার প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, চলতি শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মধ্যে একাধিক আবেদনের জেরে ভর্তি বাতিল হওয়া কিছু শিক্ষার্থীর অভিভাবক আবেদন নিয়ে স্কুলের প্রধান শিক্ষকের রুমে যান। তারা লিখিত আবেদন জমা দেওয়ার পাশাপাশি প্রধান শিক্ষকের কাছে সন্তানদের ভর্তি বাতিলের কারণ জানতে চান। সে সময় প্রধান শিক্ষকদের কক্ষে থাকা শিক্ষক আব্দুল হাইসহ অন্য শিক্ষকরা ভর্তি বাতিলের কারণ জানালে অভিভাবক ও বিএনপি নেতা মাসুদ রানাসহ অন্য অভিভাবকরা শিক্ষকদের সঙ্গে তর্কে জড়ান। একপর্যায়ে মাসুদ রানা শিক্ষক আব্দুল হাইয়ের ওপর চড়াও হন এবং তার দিকে তেড়ে যান। পরে উপস্থিত অন্য অভিভাবক ও শিক্ষকরা মাসুদ রানাকে নিবৃত্ত করেন।

তবে থানায় করা জিডিতে ভুক্তভোগী শিক্ষক উল্লেখ করেছেন, মাসুদ রানা তার দিকে তেড়ে গিয়ে তাকে ধাক্কা দিয়ে রুমের এক কোণে নিয়ে যান এবং এক পর্যায়ে অন্য অভিভাবকসহ তাকে কিল-ঘুসি মারেন। আঘাতে তার (আব্দুল হাই) শরীর ছিলে গিয়ে জখম হয়। পরে ভুক্তভোগী শিক্ষক কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে বিএনপি নেতা মাসুদ রানা, পৌর এলাকার পুরাতন পশু হাসপাতাল মোড়ের ব্যবসায়ী শামসুল হকের ছেলে রুমন মিয়া, মুন্সিপাড়ার বাসিন্দা সাংবাদিক আমিনুর রহমান, কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা বিদ্যুৎ মিয়াসহ চার অভিভাবকের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও কয়েক জনের বিরুদ্ধে কুড়িগ্রাম সদর থানায় জিডি করেন।

এদিকে শিক্ষকের ওপর মাসুদ রানার তেড়ে গিয়ে চড়াও হওয়ার একটি সিসি ক্যামেরার ফুটেজ প্রকাশ হয়েছে। তাতে দেখা গেছে, অভিযুক্ত বিএনপি নেতা ভুক্তভোগী শিক্ষকের সঙ্গে বাগবিতন্ডার এক পর্যায়ে তার ওপর তেড়ে যাচ্ছেন। তার অমন ঔদ্ধত্যপূর্ণ আচরণে শিক্ষক আব্দুল হাই নিজেকে রক্ষায় সরে যাচ্ছেন। পরে উপস্থিত অন্য শিক্ষক ও অভিভাবকরা বিএনপি নেতা মাসুদ রানাকে নিবৃত্ত করেন।

ভুক্তভোগী শিক্ষক আব্দুল হাই সিদ্দিকী বলেন, ‘মাসুদ রানা আমার ওপর তেড়ে আসেন এবং আমাকে ধাক্কা দিয়ে রুমের এক কোণে নিয়ে যান। আমাকে লাঞ্ছিত করেন।’

সিসি ক্যামেরার ফুটেজে গায়ে হাত দেওয়া বা কিলঘুসি মারার চিত্র না থাকার প্রশ্নে ভুক্তভোগী এই শিক্ষক বলেন, ‘আমার দিকে তেড়ে এসেছে এবং আমাকে ধাক্কা দিয়েছে। এটা কম কিসে!’

শরীরে জখম ও ফোলা থাকার প্রশ্নে শিক্ষক আব্দুল হাই বলেন, ‘বর্তমানে (রবিবার রাত ১১টা) শরীরে আঘাতের চিহ্ন নেই।’

এ বিষয়ে অভিযুক্ত মাসুদ রানা বলেন, ‘লটারিতে নির্বাচিত হওয়ার পরও সন্তানদের ভর্তির ফল বাতিল হওয়া নিয়ে আমরা চরম উদ্বিগ্ন ও মানসিকভাবে বিপর্যস্ত। রবিবার প্রধান শিক্ষককে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন দিতে গেলে কথা বলার এক পর্যায়ে শিক্ষক আব্দুল হাইয়ের সঙ্গে কিছুটা উচ্চবাচ্য হয়েছে। আমি উত্তেজিত হয়ে অসৌজন্যমূলক আচরণ করে ফেলেছি। কিন্তু আমি শিক্ষকের শরীরে হাত দিইনি এবং তাকে কোনও আঘাতও করিনি। প্রধান শিক্ষকের রুমে সিসি ক্যামেরা ছিল। সেখানে সব রেকর্ড আছে। ভিডিও রেকর্ড দেখলে সব প্রমাণ মিলবে। তখন বোঝা যাবে কে বা কারা অসত্য বলছেন!’

একজন শিক্ষকের সঙ্গে অমন আচরণের বিষয়ে মাসুদ রানা বলেন, ‘রাগের মাথায় এটা হয়েছে। অমন আচরণ করা সত্যিই আমার ভুল হয়েছে। আমি এজন্য দুঃখ প্রকাশ করছি।’

কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়াসমিন আরা হক বলেন, ‘একাধিক আবেদন করায় অধিদফতরের সিদ্ধান্তে ৪২ জন শিক্ষার্থীর ভর্তি বাতিল করা হয়। এ নিয়ে কিছু অভিভাবক কথা বলতে গিয়ে আমার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। এর প্রতিবাদ করায় অভিভাবক মাসুদ রানা সিনিয়র সহকারী শিক্ষক আব্দুল হাই সিদ্দিকীর ওপর চড়াও হন। এ নিয়ে থানায় ডায়েরি করা হয়েছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।’

কুড়িগ্রাম সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) খান শাহরিয়ার বলেন, ‘একটি সাধারণ ডায়েরি হয়েছে। আমরা ফুটেজ পর্যালোচনাসহ ঘটনার তদন্ত করছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এর আগে বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) নিয়োগ সংক্রান্ত বিরোধের জেরে এক প্রধান শিক্ষককে পেটানোর অভিযোগ ওঠে কুড়িগ্রামের রৌমারী উপজেলা আওয়ামী লীগের নেতা রোকনুজ্জামান রোক‌নের বিরুদ্ধে।

আরও খবর: সেই আ.লীগ নেতার বিরুদ্ধে মামলা, দল থেকে অব‌্যাহ‌তি

                বিদ্যালয়ের অফিস কক্ষে প্রধান শিক্ষককে পেটালেন আ.লীগ নেতা

/এমএএ/
সম্পর্কিত
রবিবার থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলছে, শনিবারও ক্লাস চলবে
প্রতি শ্রেণিতে ৫৫ শিক্ষার্থী ভর্তির নির্দেশ প্রতিমন্ত্রীর
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
সর্বশেষ খবর
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ