X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

বিদ্যালয়ের অফিস কক্ষে প্রধান শিক্ষককে পেটালেন আ.লীগ নেতা

কুড়িগ্রাম প্রতিনিধি
২০ জানুয়ারি ২০২৩, ২৩:২০আপডেট : ২০ জানুয়ারি ২০২৩, ২৩:৫২

নিয়োগ সংক্রান্ত বিরোধের জেরে এক প্রধান শিক্ষককে তুলে নিয়ে পিটিয়েছেন কুড়িগ্রামের রৌমারী উপজেলা আওয়ামী লীগের নেতা রোকনুজ্জামান রোকন। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বিকালে রৌমারী সিজি জামান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হোরায়রার সামনে তারই অফিস কক্ষে এ ঘটনা ঘটে।

আহত প্রধান শিক্ষককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। ওই দিন রাতেই প্রধান শিক্ষক বাদী হয়ে আওয়ামী লীগ নেতা রোকনুজ্জামানসহ দুজনের নাম উল্লেখ করে রৌমারী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তবে শুক্রবার দুপুরে প্রধান শিক্ষককে পেটানোর একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ হলে ঘটনাটি সবার সামনে আসে।

ভুক্তভোগী প্রধান শিক্ষকের নাম নুরুন্নবী। তিনি উপজেলার ফুলকারচর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। রোকনুজ্জামান রোকন উপজেলা আওয়ামী লীগের সদ্য ঘোষিত কমিটির ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক।

মারধরের শিকার প্রধান শিক্ষক নুরুন্নবী জানান, বিদ্যালয়ের নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে উপজেলা আওয়ামী লীগ নেতা রোকনুজ্জামান রোকন ও স্থানীয় আসাদুল ইসলামের সঙ্গে তার বিরোধ চলছিল। বৃহস্পতিবার দুপুরে তিনি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে যান। সেখানে কাজ শেষে উপজেলা পরিষদ চত্বরে গেলে রোকনুজ্জামান রোকন ও তার লোকজন তাকে তুলে নিয়ে প্রথমে স্থানীয় একটি বাস কাউন্টারে আটকে রাখেন। তারা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে প্রাণনাশের হুমকি দেন। পরে মোটরসাইকেলে তুলে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রৌমারী সিজি জামান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হোরায়রার বিদ্যালয়ের অফিস কক্ষে নিয়ে যান। সেখানে তিনি আবু হোরায়রাকে বিস্তারিত ঘটনা বলেন। এতে রোকন ক্ষিপ্ত হয়ে তাকে চড়-থাপ্পড় ও কিলঘুষি মারতে থাকেন। একপর্যায়ে আবু হোরায়রা চেয়ার থেকে উঠে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

প্রধান শিক্ষক নুরুন্নবী বলেন, ‘আমি এ ঘটনায় থানায় অভিযোগ করেছি। কিন্তু পুলিশ এখনও ব্যবস্থা নেয়নি। আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের সামনে এই ঘটনা ঘটেছে। দল কী ব্যবস্থা নেবে সে সিদ্ধান্ত দেবেন নেতারা। তবে আমি ন্যায়বিচার চাই।’

এদিকে, প্রধান শিক্ষককে পেটানোর কথা স্বীকার করেছেন রোকনুজ্জামান রোকন। তবে তিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের নির্দেশে মারধর করেছেন বলে দাবি করেছেন। 

তিনি বলেন, ‘নুরুন্নবী ওই স্কুলের প্রধান শিক্ষক নন। জোর করে ওই পদে বসার চেষ্টা করছেন। দলের সাধারণ সম্পাদক আবু হোরায়রা মাস্টারের নির্দেশে আমি নুরুন্নবীকে সেখানে নিয়ে গিয়েছিলাম। পরে বাগবিতণ্ডার একপর্যায়ে আবু হোরায়রার নির্দেশে তাকে কয়েকটি চড়-থাপ্পড় মেরেছি।’

এ বিষয়ে জানতে চাইলে রৌমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রৌমারী সিজি জামান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হোরায়রা বলেন, ‘পূর্ববিরোধের জেরে রোকনুজ্জামান রোকন ওই প্রধান শিক্ষককে নিয়ে আমার অফিস কক্ষে আসেন। কথা বলার সময় হঠাৎ তাকে চড়-থাপ্পড় ও কিলঘুষি মারেন। রোকন এটি বড় মাপের অন্যায় করেছেন।’

আপনার নির্দেশে প্রধান শিক্ষককে পিটিয়েছেন বলে দাবি করেছেন রোকনুজ্জামান রোকন, এমন দাবির বিষয়ে আবু হোরায়রা বলেন, ‘প্রশ্নই আসে না। সিসি ক্যামেরার ফুটেজসহ ঘটনার প্রত্যক্ষদর্শী রয়েছেন। বরং ঘটনার পর আমি রোকনকে ধাক্কা দিয়ে কক্ষ থেকে বের করে দিয়েছিলাম। নিজের দায় এড়ানোর জন্য আমার ওপর দোষ চাপানোর চেষ্টা করছেন। আমি নির্দেশ দিয়ে থাকলে তা প্রমাণ করুক রোকন।’

রোকনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত এই সাধারণ সম্পাদক বলেন, ‘বিষয়টি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও গণশিক্ষা প্রতিমন্ত্রীকে জানানো হয়েছে। শিগগিরই তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

রৌমারী থানার ওসি রূপ কুমার সরকার বলেন, ‘প্রধান শিক্ষককে পেটানোর ঘটনায় অভিযোগ পেয়েছি। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। ভুক্তভোগী মামলা করতে চাইলে আমরা সে অনুযায়ী ব্যবস্থা নেবো।’

/এএম/
সম্পর্কিত
প্রতিপক্ষকে ফাঁসাতে জান্নাতিকে হত্যা করে বাবা-মা ও চাচি, আদালতে স্বীকারোক্তি
ভারতে প্রবেশের সময় সীমান্ত থেকে আটক ৫৯
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ভবন ঘেরাও করে অটোচালকদের হামলা, আহত ১০
সর্বশেষ খবর
হামাস এক জিম্মিকে মুক্তি দেওয়ার পর ইসরায়েল বলেছে-কোনও যুদ্ধবিরতি নয়
হামাস এক জিম্মিকে মুক্তি দেওয়ার পর ইসরায়েল বলেছে-কোনও যুদ্ধবিরতি নয়
খেলাফত শ্রমিক আন্দোলনের নেতার জন্য থানা ঘেরাও, মুক্তি না দিলে হরতাল
খেলাফত শ্রমিক আন্দোলনের নেতার জন্য থানা ঘেরাও, মুক্তি না দিলে হরতাল
পূজার অনুষ্ঠানে হামলায় আহত ৩, গ্রেফতার ২
পূজার অনুষ্ঠানে হামলায় আহত ৩, গ্রেফতার ২
এনবিআর ভেঙে দুই ভাগ হলো, অধ্যাদেশ জারি
এনবিআর ভেঙে দুই ভাগ হলো, অধ্যাদেশ জারি
সর্বাধিক পঠিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আসন্ন বাজেটে নতুন কী থাকছে
আসন্ন বাজেটে নতুন কী থাকছে
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি