X
রবিবার, ১১ মে ২০২৫
২৮ বৈশাখ ১৪৩২

‘সবাই সরে যাও মাইর হবে’

কুড়িগ্রাম প্রতিনিধি
২৪ জানুয়ারি ২০২৩, ১০:৪৪আপডেট : ২৪ জানুয়ারি ২০২৩, ১১:০৫

কুড়িগামের নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আসাদুজ্জামান রনির ওপর হামলার অভিযোগ উঠেছে একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমজাদ হোসেন ব্যাপারী এবং তার লোকজনের বিরুদ্ধে। এ ঘটনায় মাথা ফেটে চেয়ারম্যান গুরুতর আহত হয়েছেন। সোমবার (২৩ জানুয়ারি) রাতে ইউনিয়নের দুধকুমার নদের পূর্বপাড়ে বন্ধুবাজারে ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে একটি সালিশ চলাকালে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী আসাদুজ্জামান রনির স্বজন ও কর্মীদের অভিযোগ, সোমবার রাতে ইউনিয়নের দুধকুমার নদের পূর্বপাড়ে বন্ধুবাজারে অস্থায়ী কার্যালয়ে সালিশ করছিলেন বর্তমান চেয়ারম্যান আসাদুজ্জামান রনি। এর মধ্যে সাবেক চেয়ারম্যান আমজাদ হোসেন, তার দুই ভাই এবং মুখোশ পরা আরও ৮ থেকে ১০ জন লোক এসে বলে ‘সবাই সরে যাও, মাইর হবে’। এ কথা বলেই হাতে থাকা রড দিয়ে চেয়ারম্যানের ওপর হামলা চালায় তারা। এলোপাতাড়ি আঘাতে মাথা ফেটে চেয়ারম্যান গুরুতর আহত হলে হামলাকারীরা পালিয়ে যায়। উপস্থিত লোকজন চেয়ারম্যানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তৃপক্ষ জানায়, চেয়ারম্যানের মাথায় আঘাতের কারণে তার মাথা ফেটে গেছে। শরীরের অন্য স্থানেও আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

চেয়ারম্যান আসাদুজ্জামার রনি গুরুতর অসুস্থ থাকায় তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তবে তার স্বজনদের অভিযোগ, ভোটে হারার পর থেকে সাবেক চেয়ারম্যান আমজাদ হোসেন তাকে বিভিন্ন সময় হুমকি দেওয়াসহ ক্ষতি করার চেষ্টা করতেন। তারই জেরে এ হামলার ঘটনা ঘটেছে।

অভিযুক্ত সাবেক চেয়ারম্যান আমজাদ হোসেন বলেন,  ‘তার  (চেয়ারম্যান রনি) ওপর হামলার সময় আমি ঘটনাস্থলে ছিলাম না। আগের দিন রবিবার ওই বাজারে চেয়ারম্যান রনি এবং তার বাবা আরও লোকজন নিয়ে আমার ওপর হামলা করে। এরই জেরে আমার কর্মী-সমর্থকরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে।’

এক প্রশ্নের জবাবে অভিযুক্ত এ সাবেক চেয়ারম্যান বলেন, ‘রবিবার রাতে আমার ওপর হামলা হয়। আমি সোমবার সকালে নাগেশ্বরী থানায় লিখিত অভিযোগ দিয়েছি। আর রনির ওপর হামলার ঘটনায় আমি ছিলাম না।’

নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) নবীউল হাসান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল বন্ধুবাজারে পুলিশ পাঠানো হয়েছিল। তারা প্রাথমিকভাবে তদন্ত করে এসেছেন। এখনও (মঙ্গলবার সকাল) অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

এ ঘটনার আগে সাবেক চেয়ারম্যান আমজাদের ওপর হামলার বিষয়ে অভিযোগ পাওয়ার প্রশ্নে ওসি বলেন, ‘তেমন অভিযোগ পাইনি।’

/এমএএ/
সম্পর্কিত
গাইবান্ধায় আ.লীগের কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ, খুলে নিয়ে গেছে জানালার গ্রিল-রড
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বৈষম্যবিরোধী নেতাদের ওপর হামলা, আহত ৪
কাগজপত্রবিহীন মোটরসাইকেল ছাড়াতে এসে থানায় হামলা, আটক ৪
সর্বশেষ খবর
কিশোরগঞ্জে বজ্রাঘাতে তিন কৃষকের মৃত্যু
কিশোরগঞ্জে বজ্রাঘাতে তিন কৃষকের মৃত্যু
ছাত্রলীগের আরেক কেন্দ্রীয় নেতা গ্রেফতার
ছাত্রলীগের আরেক কেন্দ্রীয় নেতা গ্রেফতার
ছুরিকাঘাতে যুবককে হত্যা, দাফনের পর অভিযুক্ত তিন জনের বাড়িতে আগুন
ছুরিকাঘাতে যুবককে হত্যা, দাফনের পর অভিযুক্ত তিন জনের বাড়িতে আগুন
খুলনায় মহিলা আ.লীগ নেত্রী গ্রেফতার
খুলনায় মহিলা আ.লীগ নেত্রী গ্রেফতার
সর্বাধিক পঠিত
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
ব্যাংকে টাকা আসছে নাকি বের হয়ে যাচ্ছে
ব্যাংকে টাকা আসছে নাকি বের হয়ে যাচ্ছে
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ
বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ
বেসরকারি ব্যাংক সরকারি মালিকানায় নেওয়া যাবে, অধ্যাদেশ জারি
বেসরকারি ব্যাংক সরকারি মালিকানায় নেওয়া যাবে, অধ্যাদেশ জারি