X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

সিজল-মধুবনকে ১ লাখ ৬৫ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৯ ফেব্রুয়ারি ২০২৩, ২০:০০আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ২০:০০

বিএসটিআই অনুমোদন না থাকায় এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির অভিযোগে চট্টগ্রামের খাদ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘সিজল’কে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া নোংরা পরিবেশে মিষ্টি তৈরির অভিযোগে মধুবনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে৷ বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন এ দুই প্রতিষ্ঠানের কারখানায় অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন এবং বিএসটিআই।

জেলা প্রশাসনের পক্ষে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত। তিনি বলেন, ‘জালালাবাদ বিসিক শিল্প নগরীতে অবস্থিত বেকারি আইটেম ও মিষ্টির জন্য চট্টগ্রামের স্বনামখ্যাত ব্র্যান্ড সিজলের ফ্যাক্টরিতে অভিযান চালানো হয়। এ ফ্যাক্টরিতে ঢুকে চমকে ওঠে মোবাইল কোর্ট পরিচালনাকারী টিম। বায়েজিদের এ ফ্যাক্টরিতে তৈরি সব খাবারের প্যাকেটে লেখা আছে, আগ্রাবাদের ঠিকানা। এ ফ্যাক্টরিতে মিষ্টি বা অন্যান্য খাদ্যদ্রব্য তৈরির জন্য কোনও লাইসেন্স তাদের নেই।’

তিনি আরও বলেন, ‘এখানে তৈরি সন্দেশ ও অন্যান্য খাদ্যদ্রব্য মাটিতে পড়ে থাকতে দেখা যায়। মিষ্টিগুলো ছিল প্লাস্টিকের তেলের ড্রামে। খাদ্যপণ্য তৈরিতে সয়াবিন তেলের পরিবর্তে ব্যবহৃত হচ্ছিল পামওয়েল ও ডালডা। ফ্রিজ থেকে দই এবং রসমালাই বের করে দেখা গেলো, বিএসটিআইয়ের অনুমোদন না নিয়েই লোগো লাগানো হয়েছে প্যাকেটের গায়ে। এসব অভিযোগ আমলে নিয়ে বিএসটিআই আইন ২০১৮ অনুযায়ী এক লাখ এবং নোংরা পরিবেশে খাবার তৈরির দায়ে সিজলের ফ্যাক্টরির ম্যানেজার মিজানুর রহমানকে ৫০ হাজারসহ মোট দেড় লাখ টাকা জরিমানা করা হয়।’

এরপর পাশেই অবস্থিত খাদ্য ও মিষ্টি পণ্যের প্রতিষ্ঠান মধুবনের ফ্যাক্টরিতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালতের একই দল। সেখানে ফ্যাক্টরির কাগজপত্র সব ঠিকঠাক পাওয়া যায়। কিন্তু অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির দায়ে তাদের ১৫ হাজার টাকা জরিমানা করে সতর্ক করা হয়।

/এমএএ/
সম্পর্কিত
গোখাদ্যে রঙ মিশিয়ে গুঁড়ো হলুদ-মরিচ তৈরি
চাল আমদানির অনুমতি পাচ্ছে ৩০ প্রতিষ্ঠান
খাদ্য নিরাপত্তা বিষয়ে নীতিনির্ধারণী কর্মশালা
সর্বশেষ খবর
করোনার পর মাধ্যমিকে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে
করোনার পর মাধ্যমিকে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে
দক্ষিণ আফ্রিকায় বাস দুর্ঘটনায় ৪৫ তীর্থযাত্রী নিহত
দক্ষিণ আফ্রিকায় বাস দুর্ঘটনায় ৪৫ তীর্থযাত্রী নিহত
পায়ুপথে ৭০ লাখ টাকা সোনা নিয়ে ভারতে যাচ্ছিল পাচারকারী
পায়ুপথে ৭০ লাখ টাকা সোনা নিয়ে ভারতে যাচ্ছিল পাচারকারী
বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান
বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়