X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

কুষ্টিয়ায় আবারও হেরোইন জব্দ

কুষ্টিয়া প্রতিনিধি
০৩ মার্চ ২০২৩, ১৬:২৮আপডেট : ০৩ মার্চ ২০২৩, ১৬:২৮

কুষ্টিয়ায় একটি বাস থেকে এক কেজি ৮০ গ্রাম হেরোইন জব্দ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (৪৭ বিজিবি) সদস্যরা। শুক্রবার (৩ মার্চ) সকাল ৮টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর সড়কে মিরপুর উপজেলার নীমতলা এলাকায় ওই বাসে অভিযান চালানো হয়। জেলায় গত ২৫ দিনে বাস ও ট্রেন থেকে চতুর্থবারের মতো হেরোইন জব্দ করা হলো।

কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) ভারপ্রাপ্ত অধিনায়ক এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক জানান, সকালে মেহেরপুর থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী আসিফ পরিবহন নামে বাসে (মেহেরপুর জ-১১-০০১৯) কুষ্টিয়া ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর রকিবুল ইসলামের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় এক কেজি ৮০ গ্রাম হেরোইন জব্দ করে বিজিবি।

বিজিবি জানায়, জব্দ হেরোইন যাত্রীবাহী বাসের সিটে শপিংব্যাগের মধ্যে রাখা ছিল। এর আনুমানিক সিজার মূল্য ২১ লাখ ৬০ হাজার টাকা।

প্রসঙ্গত, এর আগে গত ২১ ফেব্রুয়ারি কুষ্টিয়ার মিরপুরে ট্রেন থেকে হেরোইন জব্দ করেন বিজিবি সদস্যরা। মিরপুর রেলস্টেশনে রাজশাহী থেকে ভাঙ্গাগামী মধুমতি এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে ভারত থেকে পাচার হওয়া ৬০৮ গ্রাম হেরোইন জব্দ করা হয়। জব্দ মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ১২ লাখ ষোলো হাজার টাকা।

গত ১৩ ফেব্রুয়ারি কুষ্টিয়ায় মাদক ও চারাচালান বিরোধী অভিযান চালিয়ে ২৮০ গ্রাম হেরোইন জব্দ করেছেন বিজিবি সদস্যরা। সদর উপজেলার কুষ্টিয়া-পাবনা আঞ্চলিক মহাসড়কের ত্রিমোহনী বাইপাস সড়কে পঞ্চগড় থেকে লক্ষ্মীপাশাগামী বিআরটিসি পরিবহনে অভিযান চালিয়ে ওই হেরোইন জব্দ করা হয়। জব্দ হেরোইনের আনুমানিক সিজার মূল্য প্রায় পাঁচ লাখ ৬০ হাজার টাকা।

গত ৬ ফেব্রুয়ারি কুষ্টিয়ার ৪৭ বিজিবি টহল দল একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে চারশ’ গ্রাম হেরোইন জব্দ করে।

উপজেলার কুষ্টিয়া-পাবনা আঞ্চলিক মহাসড়কের ত্রিমোনী এলাকায় অভিযান চালিয়ে মালিকানাবিহীন এই হেরোইন জব্দ করা হয়। এ সময় বাসের বাঙ্কারে থাকা একটি আলুর ব্যাগের মধ্যে মালিকানা বিহীন চারশ’ গ্রাম হেরোইন পাওয়া যায়। যার আনুমানিক মূল্য প্রায় ৮ লাখ টাকা।

/এমএএ/
সম্পর্কিত
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক হল থেকে মাদকদ্রব্য উদ্ধার, অভিযুক্ত ৪
মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডারে ২০ কেজি গাঁজা
মাদকসহ হত্যা মামলার আসামি যুবদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
মব জাস্টিস নিয়ে প্রশ্ন তুললেন সায়ান
মব জাস্টিস নিয়ে প্রশ্ন তুললেন সায়ান
গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণে ভূমিকা রাখবে বাংলা ট্রিবিউন, শুভেচ্ছায় মির্জা ফখরুল
গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণে ভূমিকা রাখবে বাংলা ট্রিবিউন, শুভেচ্ছায় মির্জা ফখরুল
রাজধানীতে আ.লীগের ৯ নেতাকর্মী গ্রেফতার
রাজধানীতে আ.লীগের ৯ নেতাকর্মী গ্রেফতার
ব্রিটেনে স্থায়ী হওয়ার পথে নতুন শর্তারোপ
ব্রিটেনে স্থায়ী হওয়ার পথে নতুন শর্তারোপ
সর্বাধিক পঠিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
স্বর্ণের দাম আবার কমলো
স্বর্ণের দাম আবার কমলো
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়