X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

কমেছে মাংস বিক্রি, রমজানে ২৫০ গ্রাম করে বিক্রির সিদ্ধান্ত

রংপুর প্রতিনিধি  
১৬ মার্চ ২০২৩, ১৯:১৯আপডেট : ১৬ মার্চ ২০২৩, ১৯:৪৪

আসন্ন রমজানে রংপুর নগরীতে সর্বনিম্ন ২৫০ গ্রাম মাংস বিক্রি হবে বলে জানিয়েছেন সিটি করপোরেশনের (রসিক) মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। মাংস ব্যবসায়ী ও নগরীর বিভিন্ন বাজার কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় করে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার (১৬ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন মেয়র মোস্তাফিজার রহমান।

নগরীর ব্যবসায়ীরা জানান, প্রতি কেজি গরুর মাংস ৭০০ টাকা দরে বিক্রি হওয়ায় বিক্রি কমেছে। মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারগুলো গরুর মাংস কেনা কমিয়ে দিয়েছে। আগে সপ্তাহে এক কেজি করে কিনলেও এখন অনেকে কিনছেন না। কেউ কেউ আধা কেজি করে মাংস কিনছেন। অন্যদিকে শ্রমজীবী-কর্মজীবী মানুষজন আধা কেজি মাংসও কিনতে পারছেন না। কারও কারও অভিযোগ, ব্যবসায়ীরা আধা কেজির নিচে মাংস বিক্রি করতে চান না। এসব বিবেচনা করে রমজানে ২৫০ গ্রাম মাংস বিক্রি করার আহ্বান জানান মেয়র। রমজানে মাংসের দাম যাতে আর না বাড়ে, সেদিকে খেয়াল রাখার জন্য ব্যবসায়ী ও বাজার কমিটির নেতাদের প্রতি আহ্বান জানান মেয়র। 

রংপুর সিটি বাজারের মাংস ব্যবসায়ী আফছার আলী বলেন, ‘নগরীতে ছোট-বড় ২২টি বাজার ছাড়াও পাড়া-মহল্লায় গরুর মাংস বিক্রির দোকান রয়েছে। প্রতিদিন কমপক্ষে ১৭৫-২০০ গরু জবাই করা হয়। বর্তমানে মাংসের কেজি ৭০০ টাকা। মাংসের দাম বাড়ায় বিক্রি অর্ধেকে নেমে এসেছে।’ 

নগরীর চতুর্থ শ্রেণির কর্মচারী আফজাল হোসেন ও ভ্যানচালক সাহাবুল হোসেন জানান, নিম্নআয়ের পরিবারে একবেলায় দেড় থেকে দুইশ গ্রাম মাংস লাগে। রংপুরে এই পরিমাণ মাংস কেনাবেচার প্রচলন নেই। সর্বনিম্ন আধা কেজি মাংস কিনতে হয়, যার দাম ৩৫০ টাকা। এই পরিমাণ মাংস কিনলে একদিনের রোজগারের প্রায় পুরোটাই চলে যায়। এজন্য কেনেন না তারা।

সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, ‘গরুর মাংসের দাম বেড়ে যাওয়ায় দরিদ্র মানুষজন এক মাসেও মাংস কিনতে পারছেন না। রোজা শুরু হওয়ার আগে নগরীর সব মাংস ব্যবসায়ীকে ডেকে মানুষের সাধ্য অনুযায়ী মাংস বিক্রির কথা বলেছি। এজন্য ২৫০ গ্রাম করে বিক্রি করতে বলেছি। ক্রেতারা মাংস কিনতে এসে যেন ফিরে না যায়, সেদিকে খেয়াল রাখতে বলেছি ব্যবসায়ীদের।’ 

তিনি আরও বলেন, ‘এই নিয়ম বাস্তবায়ন করতে সিটি করপোরেশনের মনিটরিং টিম মাঠে কাজ করবে। পাশাপাশি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরসহ প্রশাসনের সহায়তা নেবো আমরা। ব্যবসায়ীরা ২৫০ গ্রাম মাংস বিক্রি না করলে ব্যবস্থা নেওয়া হবে। সেইসঙ্গে মাংস ব্যবসায়ীর লাইসেন্স বাতিল করা হবে। এই নিয়ম প্রথম রমজান থেকে বাস্তবায়ন হবে।’ 

/এসএন/
সম্পর্কিত
৫৫০ টাকায় গরুর মাংস বিক্রি করছে ছাত্রলীগ, হুমড়ি খেয়ে পড়েছেন ক্রেতারা
ঈদে মাংস খেতে বছরজুড়ে সঞ্চয়!
‘তিন মাস পর আইজ গরুর মাংস কেনার সুযোগ পাইছি’
সর্বশেষ খবর
টানেলে অপারেশনাল কাজে গেলে টোল দিতে হবে না জরুরি যানবাহনকে
টানেলে অপারেশনাল কাজে গেলে টোল দিতে হবে না জরুরি যানবাহনকে
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি, সবাইকে সতর্ক থাকার আহ্বান
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি, সবাইকে সতর্ক থাকার আহ্বান
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
তিন লাল কার্ডের ম্যাচে মোহামেডানের খেলতে অস্বীকৃতি, আবাহনীকে জয়ী ঘোষণা
তিন লাল কার্ডের ম্যাচে মোহামেডানের খেলতে অস্বীকৃতি, আবাহনীকে জয়ী ঘোষণা
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী