X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

প্রবাসীকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ

বগুড়া প্রতিনিধি
২৮ মার্চ ২০২৩, ১৯:০৭আপডেট : ২৮ মার্চ ২০২৩, ১৯:২৪

বগুড়ার সারিয়াকান্দিতে প্রবাসী নজরুল ইসলামকে (৪৪) বিষ খাইয়ে হত্যায় জড়িতদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন স্বজনরা। মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের রামচন্দ্রপুর বাজারে এ মানববন্ধন করা হয়। 

মানববন্ধনে বক্তব্য দেন নজরুলের মা নাজমা বেগম, মেয়ে নিপা আকতার, ছেলে নাহিদ মিয়া, স্ত্রী জামেদা বেগম ও ভাই রেজাউল করিম মুকুল।

সারিয়াকান্দি থানার ওসি রাজেশ কুমার চক্রবর্তী জানান, ওই ঘটনায় প্রবাসী নজরুলের স্ত্রী জামেদা বেগম আদালতে হত্যা মামলা করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, নজরুল ইসলামের সৌদি আরবে চাকরি করতেন। সেখানে থাকা অবস্থায় সারিয়াকান্দির ফুলবাড়ি ইউনিয়নের গোলালবাতান গ্রামের মৃত আবদুল বারিকের মেয়ে সীমা আকতারের (৩২) সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে। একমাস আগে দেশে ফিরলে সীমা আকতার নজরুলকে টাকা ও গয়নাসহ তাদের বাড়িতে নিয়ে যান। পরে তিন লাখ টাকা দেনমোহরে সীমার সঙ্গে নজরুলের বিয়ে হয়। এরপর টাকা-গয়না রেখে ভয়ভীতি দেখিয়ে নজরুলকে বাড়িতে পাঠিয়ে দেন। গত ১ মার্চ টাকা ও গহনা ফেরত দেওয়ার কথা বলে সীমা আকতারের ভগ্নীপতি গাবতলীর দূর্গাহাটা ইউনিয়নের শিলদহবাড়ি গ্রামের সাজু মিয়া নজরুলকে বাড়িতে ডেকে নেন। সেখানে বাক-বিতণ্ডার একপর্যায়ে সাজুর স্ত্রী বিলকিস বেগম, শাশুড়ি, গোয়ালবাতান গ্রামের রওশনারা বেগম, একই গ্রামের সিয়াম হোসেন, গাবতলীর নেপালতলী গ্রামের মো. সন্টু মারপিট করেন। এতে নজরুল অসুস্থ হয়ে পড়লে তার মুখে ইঁদুর মারার বিষ ঢেলে দেওয়া হয়। এরপর তাকে একটি অটোরিকশায় তুলে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। অটোচালক তাকে গোয়ালবাতান গ্রামের ঈদগাহ্ মাঠের পাশে ফেলে যান। পরে স্বজনরা নজরুল ইসলামকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ২ মার্চ মারা যান। 

ওসি বলেন, ‘আদালত থেকে নির্দেশনা পেলে আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

/এসএন/এমএএ/
সম্পর্কিত
পরিবারের অভাব দূর করতে সিঙ্গাপুরে গিয়ে লাশ হয়ে ফিরলেন রাকিব
সিঙ্গাপুরে রডচাপায় বাংলাদেশি তরুণের মৃত্যু
বৈধ পথে রেমিট্যান্স পাঠানো ও দেশের সাফল্য তুলে ধরার আহ্বান
সর্বশেষ খবর
ধানক্ষেত পাহারা দিতে গিয়ে বুনো হাতির আক্রমণে কৃষক নিহত
ধানক্ষেত পাহারা দিতে গিয়ে বুনো হাতির আক্রমণে কৃষক নিহত
কোনও রান না দিয়ে ৭ উইকেট, টি-টোয়েন্টিতে ইন্দোনেশিয়ার বোলারের বিশ্ব রেকর্ড
কোনও রান না দিয়ে ৭ উইকেট, টি-টোয়েন্টিতে ইন্দোনেশিয়ার বোলারের বিশ্ব রেকর্ড
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ নিহত ২
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ নিহত ২
ঢামেক হাসপাতালে কারাবন্দীর মৃত্যু
ঢামেক হাসপাতালে কারাবন্দীর মৃত্যু
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত