X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

৮ দিন ধরে নিখোঁজ শিশুটির লাশ ডোবায়, ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৯ মার্চ ২০২৩, ১৬:০৬আপডেট : ২৯ মার্চ ২০২৩, ১৬:০৬

নিখোঁজের আট দিন পর ডোবা থেকে ১০ বছরের শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার হয়েছে। বুধবার (২৯ মার্চ) ভোরে চট্টগ্রামের পাহাড়তলী থানার আলমতারা পুকুরপাড়া মুরগীফার্ম এলাকার একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। 

পিবিআই পরিদর্শক মুহাম্মদ সাইফুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গত ২১ মার্চ নগরীর পাহাড়তলী থানার আব্দুর কাজীর দিঘীরপাড়া এলাকা থেকে শিশুটি নিখোঁজ হয়। এ ঘটনায় শিশুটির পরিবার পাহাড়তলী থানায় ওই দিনই নিখোঁজ ডায়েরি করেন। পিবিআই চট্টগ্রাম মেট্রো টিম ২৩ মার্চ থেকে নিখোঁজ ডায়েরির ছায়া তদন্ত শুরু করে। শিশুটির পরিবারের তথ্যের ভিত্তিতে গত ২৮ মার্চ সন্ধ্যার পর স্থানীয় সবজি বিক্রেতা পাহাড়তলী থানা এলাকার মো. রুবেলকে (৩০) জিজ্ঞাসাবাদের জন্য পিবিআই হেফাজতে নেওয়া হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে রুবেল জানান, শিশুটিকে বিড়াল ছানা দেওয়ার প্রলোভনে অপহরণ করে। এরপর ঘটনাস্থলের পাশে থাকা একটি বাড়ির চতুর্থ তলার খালি ঘরে নিয়ে যায়। সেখানে ধর্ষণের পর তাকে গলাটিপে হত্যা করা হয়। এরপর লাশ একটি চটের বস্তায় ঢুকিয়ে ১১ নম্বর দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের মুরগী ফার্ম বাজার এলাকার আলম তারা পুকুরের ডোবায় নিক্ষেপ করে। বুধবার ভোরে রুবেলের দেখানো জায়গা থেকে লাশ উদ্ধার করা হয়। তার দেওয়া তথ্যে পাহাড়তলী থানার পোর্ট কানেকটিং রোডের কনকা সিএনজি স্টেশনের দক্ষিণ পাশের নালা থেকে শিশুটির স্যান্ডেল, কালো পায়জামা এবং হিজাব উদ্ধার করা হয়।’

এদিকে পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শিশুটি নিখোঁজের পর পাহাড়তলী থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছিল। পরিবারের তথ্যের ভিত্তিতে সবজি বিক্রেতা রুবেলকেও আটক করে থানায় আনা হয়। তবে জিজ্ঞাসাবাদে রুবেল এ সম্পর্কে কোনও তথ্য দেয়নি। তবে আমাদের কাছে জোরালো প্রমাণ না থাকায় তাকে জোর দিয়ে জিজ্ঞাসাবাদ করা যায়নি।’ 

এ ঘটনায় ২৮ মার্চ শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল চট্টগ্রামে মামলা করেন। আদালত মামলাটি আমলে নিয়ে পাহাড়তলী থানার ওসিকে এজাহার হিসেবে নেওয়ার নির্দেশ দেন। মামলায় মো. রুবেল নামে এক ব্যক্তিকে আসামি করা হয়।

মামলার এজাহারে বলা হয়, শিশুটি স্থানীয় একটি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল। গত ২১ মার্চ স্কুলে যাওয়ার পর আর বাসায় ফেরেনি। বিষয়টি পাহাড়তলী থানা-পুলিশকে জানানো হলেও এ বিষয়ে কোনও ব্যবস্থা নেয়নি। শিশুটিকে অপহরণ করা হয়েছে দাবি করে এ মামলা করা হয়।

এদিকে শিশুর মা অভিযোগ করে বলেন, ‘পুলিশের নিষ্ক্রিয়তার কারণেই আমার দশ বছরের মেয়ে খুন হয়েছে। যেদিন থেকে তাকে পাওয়া যাচ্ছে না ওইদিনই পাহাড়তলী থানা-পুলিশকে জানিয়েছি। থানায় নিখোঁজ ডায়েরি করেছি। পুলিশ আমার মেয়েকে উদ্ধারে কোনও সহযোগিতা করেনি। আমরা বারবার বলেছি সবজি বিক্রেতা রুবেলকে আমাদের সন্দেহ হয়। এমনকি সিসি টিভির ফুটেজেও আমার মেয়ের সঙ্গে রুবেলের কথা বলার দৃশ্য দেখা গেছে। আমরা সেই সিসিটিভির ফুটেজও পুলিশকে দিয়েছি। পুলিশ রুবেলকে আটক করে থানায় আনার পর ছেড়ে দিয়েছে। পুলিশের সহযোগিতা না পেয়ে ২৮ মার্চ আদালতে মামলা করেছি।’

/এসএন/
সম্পর্কিত
মাদারীপুরে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
চট্টগ্রামে তিন ভাইবোনকে হত্যা: ২ জনের মৃত্যুদণ্ড
সর্বশেষ খবর
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
লোকসভা নির্বাচন: মণিপুরে ভোটকেন্দ্রে সংঘর্ষ
লোকসভা নির্বাচন: মণিপুরে ভোটকেন্দ্রে সংঘর্ষ
ওঠানামা করছে মুরগির দাম, বাড়ছে সবজির
ওঠানামা করছে মুরগির দাম, বাড়ছে সবজির
শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে
শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?