X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

বগুড়া শজিমেকে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৮

বগুড়া প্রতিনিধি
৩০ মার্চ ২০২৩, ১৪:৫০আপডেট : ৩০ মার্চ ২০২৩, ১৪:৫০

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) ক্যাম্পাসে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষে আট জন আহত হয়েছেন। মেডিক্যাল কলেজের ছাত্রাবাসে বুধবার (২৯ মার্চ) রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত এই সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানান বগুড়া ছিলিমপুর মেডিক্যাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোস্তাফিজুর রহমান। 

তিনি জানান, ক্যাম্পাসে আধিপত্য বিস্তার ও নতুন শিক্ষার্থীদের নিজের পক্ষে নিতে কলেজ ছাত্রলীগের সভাপতি ও সম্পাদকের অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় ছাত্রাবাসের নিচতলার অন্তত পাঁচটি কক্ষ ভাঙচুর করা
হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কেউ মামলা করলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আহতরা হলেন- বগুড়া শজিমেক ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আসিফ পক্ষের ধ্রুব, অনিক, শুভ ও হৃদয়। সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন রনি পক্ষের ইমতিয়াজ, রেজা, ফুয়াদ ও অমিও। আহতরা শজিমেক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

ছাত্রাবাসের কয়েকজন শিক্ষার্থী জানান, ক্যাম্পাসে আধিপত্য বিস্তারসহ নানা কারণে শাখা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আসিফ ও সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন রনির মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। ২০২৩ সালে ৩২ নং ব্যাচে সুযোগ পাওয়া ছাত্রছাত্রীরা ভর্তির জন্য ক্যাম্পাসে এসেছে। তাদের নিজেদের পক্ষে নিতে সভাপতি ও সাধারণ সম্পাদকের ৩১ ব্যাচের অনুসারীদের মধ্যে বুধবার সন্ধ্যা থেকে দ্বন্ধ শুরু হয়। এর জের ধরে রাত
১০টার দিকে দুপক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা ও হাতাহাতি শুরু হয়। পরে দুপক্ষের নেতা-কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। 

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আতিকুর আসিফ বলেন, ‘জুনিয়র শিক্ষার্থীরা ক্যাম্পাসে আসার পর তাদের থাকা ও নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব ও কর্তব্য। তবে সাধারণ সম্পাদক রনির অনুসারীরা আমার কর্মীদের ওপর অস্ত্র নিয়ে হামলা চালিয়েছেন। এতে আমার চার নেতা-কর্মী আহত হয়েছেন। গুরুতর তিনজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। সংঘর্ষের সময় আমি ক্যাম্পাসে ছিলাম না।’

শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন রনি বলেন, ‘সভাপতির পক্ষের নেতা-কর্মীরা প্রথমে আমার নেতা-কর্মীদের ওপর হামলা চালায়। পরে শিক্ষকরা এসে দুপক্ষকে নিয়ে মীমাংসা করে দেন। জুনিয়রদের মধ্যে ভুল বোঝাবুঝি নিয়ে এ সংঘর্ষের সূত্রপাত হয়। এতে আমার চার কর্মী আহত হয়েছেন। তবে ঘটনার সময় আমি সেখানে ছিলাম না।’

বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহা বলেন, ‘ছাত্রলীগ শজিমেক শাখা আগে আমাদের ইউনিট ছিল। গত ২-৩ বছর ধরে কেন্দ্রের নিয়ন্ত্রণে। নতুন শিক্ষার্থীদের নিজ নিজ পক্ষে নিতে সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে  সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে শুনেছি।’

সদর থানার ওসি নূরে আলম সিদ্দিকী বলেন, ‘এ ঘটনায় বৃহস্পতিবার (৩০ মার্চ) সভার পর আইনগত ব্যবস্থা নেওয়ার কথা। দুপুর পর্যন্ত কোনও মামলা হয়নি। ক্যাম্পাসের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

/এসএন/
সম্পর্কিত
ব্রাহ্মণবাড়িয়ায় ধান শুকানোর জমি নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
গরমে হাসপাতালে বাড়ছে ডায়রিয়া রোগী
বৈশাখী মেলা বসানো নিয়ে দুই ‘কিশোর গ্যাংয়ের’ সংঘর্ষে যুবক নিহত
সর্বশেষ খবর
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন