X
মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
৪ চৈত্র ১৪৩১

ইয়াবাসহ কলেজশিক্ষক আটক

কুড়িগ্রাম প্রতিনিধি
১৯ মে ২০২৩, ২১:০৩আপডেট : ১৯ মে ২০২৩, ২১:০৩

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ইয়াবাসহ তৈয়ব আলী নামে এক কলেজশিক্ষককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (১৮ মে) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সীমান্তবর্তী কুরুষাফেরুষা চাইলনের বাজার এলাকা থেকে মাদকসহ তাকে আটক করা হয়। শুক্রবার লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন বালারহাট ক্যাম্পের নায়েক সুবেদার সফিকুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তৈয়ব আলী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের কুরুষাফেরুষা গ্রামের মৃত ময়েন উদ্দিনের ছেলে এবং একই উপজেলার বালারহাট স্কুল অ্যান্ড কলেজের ব্যবস্থাপনা বিষয়ের প্রভাষক। মাদক উদ্ধারের ঘটনায় ওই শিক্ষকের বিরুদ্ধে বিজিবি বাদী হয়ে ফুলবাড়ী থানায় মামলা করেছে। পরে শুক্রবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠায় পুলিশ।

বিজিবি জানায়, বৃহস্পতিবার রাতে কুরুষাফেরুষা চাইলনের বাজার এলাকায় শিক্ষক তৈয়ব আলীকে মোটরসাইকেলসহ আটক করে বিজিবি। এ সময় তল্লাশি করে তার মোটরসাইকেলের তেলের ট্যাংকের ভেতর থেকে পলিথিন মোড়ানো অবস্থায় ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে ফুলবাড়ী থানায় সোপর্দ করে বিজিবি। একই সঙ্গে বিজিবি বাদী হয়ে ওই শিক্ষকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে।

বালারহাট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মনিরুজ্জামান বলেন, ‘তৈয়ব আলীকে আটকের ঘটনায় রবিবার কলেজের গভর্নিং বডির মিটিং ডাকা হয়েছে। মিটিংয়ে তার বিষয়ে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হবে।’

অধ্যক্ষ আরও বলেন, ‘তৈয়ব আলীকে এর আগেও মাদক সংশ্লিষ্টতার অভিযোগে আটক করা হয়েছিল। তবে সেবার তিনি কৌশলে ছাড়া পান। পরে তাকে শোকজ করে তদন্ত কমিটি করলেও তিনি রেহাই পান।’

ফুলবাড়ী থানার ওসি ফজলুর রহমান বলেন, ‘ওই কলেজ শিক্ষককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

 

/এমএএ/
সম্পর্কিত
নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে হামলা চালিয়ে ৪ মাদক ব্যবসায়ী ছিনতাই, আহত ৩
মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার পুলিশ সদস্য
কৃত্রিম গাঁজায় আসক্ত ব্রিটিশ-বাংলাদেশিরা
সর্বশেষ খবর
বাংলাদেশের ক্যাম্পে হামজা, ফাহমিদুল ইস্যুতে তাবিথের সঙ্গে বসবেন ক্রীড়া উপদেষ্টা
বাংলাদেশের ক্যাম্পে হামজা, ফাহমিদুল ইস্যুতে তাবিথের সঙ্গে বসবেন ক্রীড়া উপদেষ্টা
মসজিদে কুপিয়ে জখমের ঘটনায় আরেকজনের মৃত্যু, নিহত বেড়ে ৪
মসজিদে কুপিয়ে জখমের ঘটনায় আরেকজনের মৃত্যু, নিহত বেড়ে ৪
৩৭তম বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশনের নতুন নেতৃত্বে তাছবীর ও নাছিম
৩৭তম বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশনের নতুন নেতৃত্বে তাছবীর ও নাছিম
বিমানের মৌখিক পরীক্ষায় ভুয়া পরীক্ষার্থী আটক
বিমানের মৌখিক পরীক্ষায় ভুয়া পরীক্ষার্থী আটক
সর্বাধিক পঠিত
খুলছে উড়াল সেতু, এবার উত্তরের ঈদযাত্রা হবে স্বস্তির
খুলছে উড়াল সেতু, এবার উত্তরের ঈদযাত্রা হবে স্বস্তির
ফ্যাসিবাদবিরোধী ছাত্র সংগঠনের নেতাদের নামে মামলা, ছাত্রদলের প্রতিবাদ
ফ্যাসিবাদবিরোধী ছাত্র সংগঠনের নেতাদের নামে মামলা, ছাত্রদলের প্রতিবাদ
পল্লবীতে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেফতার ২
পল্লবীতে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেফতার ২
খেলাপি ঋণের অর্ধেকের বেশি ৫ ব্যাংকে, ১৬টির মূলধন ঘাটতি
ঝুঁকির মুখে ব্যাংক খাতখেলাপি ঋণের অর্ধেকের বেশি ৫ ব্যাংকে, ১৬টির মূলধন ঘাটতি
জাবির ২৮৯ শিক্ষার্থীকে বহিষ্কারসহ বিভিন্ন শাস্তি, ৯ শিক্ষক সাময়িক বরখাস্ত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাজাবির ২৮৯ শিক্ষার্থীকে বহিষ্কারসহ বিভিন্ন শাস্তি, ৯ শিক্ষক সাময়িক বরখাস্ত