X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

ইয়াবাসহ কলেজশিক্ষক আটক

কুড়িগ্রাম প্রতিনিধি
১৯ মে ২০২৩, ২১:০৩আপডেট : ১৯ মে ২০২৩, ২১:০৩

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ইয়াবাসহ তৈয়ব আলী নামে এক কলেজশিক্ষককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (১৮ মে) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সীমান্তবর্তী কুরুষাফেরুষা চাইলনের বাজার এলাকা থেকে মাদকসহ তাকে আটক করা হয়। শুক্রবার লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন বালারহাট ক্যাম্পের নায়েক সুবেদার সফিকুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তৈয়ব আলী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের কুরুষাফেরুষা গ্রামের মৃত ময়েন উদ্দিনের ছেলে এবং একই উপজেলার বালারহাট স্কুল অ্যান্ড কলেজের ব্যবস্থাপনা বিষয়ের প্রভাষক। মাদক উদ্ধারের ঘটনায় ওই শিক্ষকের বিরুদ্ধে বিজিবি বাদী হয়ে ফুলবাড়ী থানায় মামলা করেছে। পরে শুক্রবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠায় পুলিশ।

বিজিবি জানায়, বৃহস্পতিবার রাতে কুরুষাফেরুষা চাইলনের বাজার এলাকায় শিক্ষক তৈয়ব আলীকে মোটরসাইকেলসহ আটক করে বিজিবি। এ সময় তল্লাশি করে তার মোটরসাইকেলের তেলের ট্যাংকের ভেতর থেকে পলিথিন মোড়ানো অবস্থায় ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে ফুলবাড়ী থানায় সোপর্দ করে বিজিবি। একই সঙ্গে বিজিবি বাদী হয়ে ওই শিক্ষকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে।

বালারহাট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মনিরুজ্জামান বলেন, ‘তৈয়ব আলীকে আটকের ঘটনায় রবিবার কলেজের গভর্নিং বডির মিটিং ডাকা হয়েছে। মিটিংয়ে তার বিষয়ে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হবে।’

অধ্যক্ষ আরও বলেন, ‘তৈয়ব আলীকে এর আগেও মাদক সংশ্লিষ্টতার অভিযোগে আটক করা হয়েছিল। তবে সেবার তিনি কৌশলে ছাড়া পান। পরে তাকে শোকজ করে তদন্ত কমিটি করলেও তিনি রেহাই পান।’

ফুলবাড়ী থানার ওসি ফজলুর রহমান বলেন, ‘ওই কলেজ শিক্ষককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

 

/এমএএ/
সম্পর্কিত
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক হল থেকে মাদকদ্রব্য উদ্ধার, অভিযুক্ত ৪
মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডারে ২০ কেজি গাঁজা
সীমান্তে ১ লাখ ১০ হাজার ইয়াবাসহ এক পাচারকারী গ্রেফতার
সর্বশেষ খবর
ভারত-পাকিস্তান সংকটের গ্যাঁড়াকলে পড়তে চায় না যুক্তরাষ্ট্র
ভারত-পাকিস্তান সংকটের গ্যাঁড়াকলে পড়তে চায় না যুক্তরাষ্ট্র
বিবিএসকে স্বাধীনভাবে তথ্য প্রকাশের ক্ষমতা দিলো সরকার
বিবিএসকে স্বাধীনভাবে তথ্য প্রকাশের ক্ষমতা দিলো সরকার
আ. লীগ নিষিদ্ধের দাবির সঙ্গে ইলিয়াস কাঞ্চনের জেপিবির একাত্মতা
আ. লীগ নিষিদ্ধের দাবির সঙ্গে ইলিয়াস কাঞ্চনের জেপিবির একাত্মতা
নতুন গানে টিনা রাসেলের ব্যাকুলতা
নতুন গানে টিনা রাসেলের ব্যাকুলতা
সর্বাধিক পঠিত
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ