X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

কোরবানির গরু পালন করে সচ্ছলতার মুখ দেখছেন শামিম

হেদায়েৎ হোসেন, খুলনা
২৪ জুন ২০২৩, ১২:৩৫আপডেট : ২৪ জুন ২০২৩, ১৬:৩৬

কোরবানির গরু পালন করে স্বপ্ন বুনেছেন সংগ্রামী যুবক শামীম শেখ। ক্ষুদ্র ব্যবসার পাশাপাশি গরু পালন করে সফল হয়েছেন তিনি। শূন্য থেকে শুরু করা শামিমের খামারে এখন আটটি গরু। 

শামিম খুলনার রূপসা উপজেলার নৈহাটি এলাকার বাসিন্দা। তিনি জানান, তিনি পঞ্চম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছেন। পরিবারের আর্থিক সংকটের কারণে আর পড়াশোনা করা হয়ে ওঠেনি। ছোটবেলা থেকে ধরতে হয়েছে পরিবারের হাল। এরপর কয়েক বছর কেটেছে বিভিন্ন ধরনের কাজ করে। কখনও অন্যের জমিতে কাজ করেছেন, আবার কখনও গ্রাম থেকে দেশি মুরগি কিনে শহরে বিক্রি করেছেন।

এভাবে ব্যবসা করে শামীম কিছু টাকা জমা করেন। সেই টাকা দিয়ে দুটি ষাঁড় গরু কেনেন ২০১০ সালে। শুরু করেন স্বামী-স্ত্রী মিলে গরু পালন। নিজেরাই গরুর খাবার জোগাড় করা, গরু চড়ানোসহ সব কাজ করতেন। সেই দুটি গরু থেকে এখন তাদের খামারে আটটি গরু হয়েছে, যার বাজার মূল্য আনুমানিক ২০ লাখ টাকা।

গরু পালন করে সফল হয়েছেন শামিম খামারটিকে এগিয়ে নেওয়ার কথা উল্লেখ করে শামিম শেখ বলেন, ‘খামারের সম্প্রসারণই তার প্রধান লক্ষ্য। বর্তমানে আটটি গরু হয়েছে। একজন মানুষ আমার এখানে কাজ করে জীবিকা নির্বাহ করছেন। ভবিষ্যতে ২০টি গরু পালনের পাশাপাশি খামারে অন্যদের কর্মসংস্থান সৃষ্টি করার চেষ্টা করছি।’

শামিম জানান, তার একটি ছেলে আছে। সে বর্তমানে স্কুলে পড়াশোনা করছে।

শামিম শেখের স্ত্রী নুরজাহান জানান, এক বছর আগে কয়েকটি গরু বিক্রি করে প্রতারণার শিকার হন তারা। আজও সেই টাকা পাননি। তখন পুরো পরিবার ক্ষতির মুখে পড়ে। গরুর জন্য নতুন করে একটি ঘর করার কথা থাকলেও তা সম্ভব হয়নি। অনেকেই তাকে গরু পালন থেকে সরে আসতে বলেন, কিন্তু তিনি তা করেননি। আর তাই আজ তিনি সাফল্য পাচ্ছেন।

রূপসা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা প্রদীপ কুমার মজুমদার জানান, শামিম শেখ একজন সফল খামারি।

তিনি আরও জানান, রূপসা উপজেলায় কোরবানির জন্য প্রায় দুই হাজার প্রাণীর চাহিদা রয়েছে, কিন্তু প্রস্তুত আছে পাঁচ হাজারের অধিক। প্রস্তুত প্রাণীর মধ্যে গরু ছাড়াও তিন হাজার ৬৯৩টি ছাগল রয়েছে। এর মধ্যে ৬৫৫টি বাণিজ্যিক খামারে প্রস্তুত করা হয়েছে এক হাজার ৩৯৫টি গরু।

/এমএএ/
সম্পর্কিত
‘তীব্র গরমে’ মারা যাচ্ছে মুরগি, অর্ধেকে নেমেছে ডিম উৎপাদন
রাজশাহীতে তীব্র গরমে মরছে মুরগি, আতঙ্কে খামারিরা
কোরবানির জন্য পশু আমদানির পরিকল্পনা নেই সরকারের
সর্বশেষ খবর
সেন্ট জোসেফ স্কুলে তিন দিনব্যাপী লিট ফেস্টিভ্যাল শুরু
সেন্ট জোসেফ স্কুলে তিন দিনব্যাপী লিট ফেস্টিভ্যাল শুরু
জাকিরের বিস্ফোরক ব্যাটিংয়ে প্রাইম ব্যাংকের বড় জয়
জাকিরের বিস্ফোরক ব্যাটিংয়ে প্রাইম ব্যাংকের বড় জয়
অবশেষে মোংলায় ঝরলো কাঙ্ক্ষিত বৃষ্টি
অবশেষে মোংলায় ঝরলো কাঙ্ক্ষিত বৃষ্টি
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ