X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

কোরবানির গরু পালন করে সচ্ছলতার মুখ দেখছেন শামিম

হেদায়েৎ হোসেন, খুলনা
২৪ জুন ২০২৩, ১২:৩৫আপডেট : ২৪ জুন ২০২৩, ১৬:৩৬

কোরবানির গরু পালন করে স্বপ্ন বুনেছেন সংগ্রামী যুবক শামীম শেখ। ক্ষুদ্র ব্যবসার পাশাপাশি গরু পালন করে সফল হয়েছেন তিনি। শূন্য থেকে শুরু করা শামিমের খামারে এখন আটটি গরু। 

শামিম খুলনার রূপসা উপজেলার নৈহাটি এলাকার বাসিন্দা। তিনি জানান, তিনি পঞ্চম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছেন। পরিবারের আর্থিক সংকটের কারণে আর পড়াশোনা করা হয়ে ওঠেনি। ছোটবেলা থেকে ধরতে হয়েছে পরিবারের হাল। এরপর কয়েক বছর কেটেছে বিভিন্ন ধরনের কাজ করে। কখনও অন্যের জমিতে কাজ করেছেন, আবার কখনও গ্রাম থেকে দেশি মুরগি কিনে শহরে বিক্রি করেছেন।

এভাবে ব্যবসা করে শামীম কিছু টাকা জমা করেন। সেই টাকা দিয়ে দুটি ষাঁড় গরু কেনেন ২০১০ সালে। শুরু করেন স্বামী-স্ত্রী মিলে গরু পালন। নিজেরাই গরুর খাবার জোগাড় করা, গরু চড়ানোসহ সব কাজ করতেন। সেই দুটি গরু থেকে এখন তাদের খামারে আটটি গরু হয়েছে, যার বাজার মূল্য আনুমানিক ২০ লাখ টাকা।

গরু পালন করে সফল হয়েছেন শামিম খামারটিকে এগিয়ে নেওয়ার কথা উল্লেখ করে শামিম শেখ বলেন, ‘খামারের সম্প্রসারণই তার প্রধান লক্ষ্য। বর্তমানে আটটি গরু হয়েছে। একজন মানুষ আমার এখানে কাজ করে জীবিকা নির্বাহ করছেন। ভবিষ্যতে ২০টি গরু পালনের পাশাপাশি খামারে অন্যদের কর্মসংস্থান সৃষ্টি করার চেষ্টা করছি।’

শামিম জানান, তার একটি ছেলে আছে। সে বর্তমানে স্কুলে পড়াশোনা করছে।

শামিম শেখের স্ত্রী নুরজাহান জানান, এক বছর আগে কয়েকটি গরু বিক্রি করে প্রতারণার শিকার হন তারা। আজও সেই টাকা পাননি। তখন পুরো পরিবার ক্ষতির মুখে পড়ে। গরুর জন্য নতুন করে একটি ঘর করার কথা থাকলেও তা সম্ভব হয়নি। অনেকেই তাকে গরু পালন থেকে সরে আসতে বলেন, কিন্তু তিনি তা করেননি। আর তাই আজ তিনি সাফল্য পাচ্ছেন।

রূপসা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা প্রদীপ কুমার মজুমদার জানান, শামিম শেখ একজন সফল খামারি।

তিনি আরও জানান, রূপসা উপজেলায় কোরবানির জন্য প্রায় দুই হাজার প্রাণীর চাহিদা রয়েছে, কিন্তু প্রস্তুত আছে পাঁচ হাজারের অধিক। প্রস্তুত প্রাণীর মধ্যে গরু ছাড়াও তিন হাজার ৬৯৩টি ছাগল রয়েছে। এর মধ্যে ৬৫৫টি বাণিজ্যিক খামারে প্রস্তুত করা হয়েছে এক হাজার ৩৯৫টি গরু।

/এমএএ/
সম্পর্কিত
চট্টগ্রামে কোরবানিদাতা বেড়েছে ৬৭ হাজার, পশুর ঘাটতি
খামারে আগুন, পুড়ে মারা গেছে ৫০ হাজার মুরগি
আলোচিত সেই ছাগল এখন কোথায়?
সর্বশেষ খবর
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
এক যুগ আগে নিখোঁজ বিএনপিনেতার বাসায় পুলিশ: ডিএমপির দুঃখ প্রকাশ, এসআই প্রত্যাহার
এক যুগ আগে নিখোঁজ বিএনপিনেতার বাসায় পুলিশ: ডিএমপির দুঃখ প্রকাশ, এসআই প্রত্যাহার
হাফ ভাড়া নিয়ে তর্ক, কলেজশিক্ষার্থীকে বাস থেকে ফেলে হত্যার অভিযোগ
হাফ ভাড়া নিয়ে তর্ক, কলেজশিক্ষার্থীকে বাস থেকে ফেলে হত্যার অভিযোগ
মঞ্চ থেকে হলো জুমার আজান,  নামাজের পর বক্তব্য দেবেন নেতারা
মঞ্চ থেকে হলো জুমার আজান, নামাজের পর বক্তব্য দেবেন নেতারা
সর্বাধিক পঠিত
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ