X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

আগুনে পুড়লো ৭ দোকান, ৩ বাড়ি

মৌলভীবাজার প্রতিনিধি
১৫ আগস্ট ২০২৩, ২৩:২৭আপডেট : ১৫ আগস্ট ২০২৩, ২৩:২৭

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর বাজারে আগুনে তিনটি বাড়ি, সাতটি দোকান এবং দুটি ইজিবাইক পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার ভোর ৬টায় লাগা এ আগুনে ৭০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

ঘটনার খবর পেয়ে উপজেলা সদর থেকে ফায়ার সার্ভিসের একটি দল এসে এলাকাবাসীর সহায়তায় একঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত।

খবর পেয়ে মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা রইছ আল রেজুয়ান ঘটনাস্থল পরিদর্শন করেন।

জানা যায়, মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে সাতটি দোকান, দোকানের পেছনের তিনটি বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। তা ছাড়া দোকান সংলগ্ন এলাকায় রাখা দুটি ইজিবাইক পুড়ে গেছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আবদাল হোসেন বলেন, ‘প্রাথমিকভাবে ব্যক্তিগত উদ্যোগে ক্ষতিগ্রস্তদের সামান্য আর্থিক সহায়তা দিয়েছেন তিনি।’

ক্ষতিগ্রস্ত দোকানদার রইছ মিয়া বলেন, ‘আগুনে পুড়ে সব হারিয়ে পথে বসে গেছি।’

আরেক দোকানদার রাসেল আহমদ জানান, আগুনে তার দোকান ও বাসা দুটোই হারিয়ে এখন নিঃস্ব হয়ে গেছেন।

সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের মধ্যে নগদ ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেন।

কমলগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ ফারুকুল ইসলাম বলেন, ‘অগ্নিকাণ্ডের সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যাই। স্থানীয়দের সহায়তায় আমরা আগুন নিয়ন্ত্রণে আনি।’ বৈদ্যুতিক শর্ট সার্কিট আগুনের সূত্রপাতে বলে তিনি জানান।

কমলগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা রইছ আল রেজুয়ান বলেন, ‘উপজেলা ও জেলা প্রশাসন ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান করবে।’

/এমএএ/
সম্পর্কিত
শতবর্ষী গাছের গোড়ায় জ্বলছে আগুন, ডাল দিয়ে বের হচ্ছে ধোঁয়া!
টাঙ্গাইলে যৌনপল্লিতে আগুনে পুড়লো ২২ ঘর
চট্টগ্রামে মমতা মাতৃসদন ক্লিনিকের অপারেশন থিয়েটারে আগুন
সর্বশেষ খবর
বৈষম্যবিরোধী নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ-লাঠিপেটা, আহত ১০
বৈষম্যবিরোধী নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ-লাঠিপেটা, আহত ১০
৯ কোটি টাকা অনুদান পাচ্ছে ৩২টি চলচ্চিত্র
৯ কোটি টাকা অনুদান পাচ্ছে ৩২টি চলচ্চিত্র
মানুষের কাছে ভোট দেওয়ার মতো নির্ভরযোগ্য বিকল্প বিএনপি ছাড়া অন্যটি নেই: মান্না
মানুষের কাছে ভোট দেওয়ার মতো নির্ভরযোগ্য বিকল্প বিএনপি ছাড়া অন্যটি নেই: মান্না
রংপুর-৪ আসনে এনসিপির এমপি প্রার্থী হিসেবে আখতারের নাম ঘোষণা
রংপুর-৪ আসনে এনসিপির এমপি প্রার্থী হিসেবে আখতারের নাম ঘোষণা
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক