নাটোর সদরে পাথরবোঝাই ট্রাকসহ তিন কেজি ৭০০ গ্রাম হেরোইন জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় ট্রাকের চালক ও তার সহকারীকে আটক করা হয়েছে। সোমবার (২১ আগস্ট) রাতে শহরের বড়হরিশপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
মঙ্গলবার (২২ আগস্ট) নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার তারিকুল ইসলাম এ তথ্য জানান।
আটক ব্যক্তিরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সাহেবপাড়া এলাকার আব্দুস সাত্তারের ছেলে চালক সাগর আলী (২১) এবং
গাজীপুরের ব্রাহ্মনগাঁও এলাকার সেলিমের ছেলে সহকারী সালাহ উদ্দিন।
পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, গোপন সংবাদ পেয়ে রাত সোয়া ৩টার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী পাথরবোঝাই হলুদ রংয়ের একটি ট্রাক আটক করে পুলিশ। পরে তল্লাশি চালিয়ে ড্যাশ বোর্ডের ভেতর পলিথিনে মোড়ানো ৯টি প্যাকেট থেকে তিন কেজি ৭০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। সঙ্গে ট্রাকের চালক ও তার সহকারীকে আটক করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশ সুপার।