X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৬ আষাঢ় ১৪৩২

মুক্তিযোদ্ধা ও প্রাধিকারভুক্ত নাগরিকদের জন্য পুলিশের ‘প্রায়োরিটি চেয়ার’

কুড়িগ্রাম প্রতিনিধি
২২ আগস্ট ২০২৩, ২০:২৯আপডেট : ২২ আগস্ট ২০২৩, ২০:৩২

জাতির সূর্যসন্তান বীর মুক্তিযোদ্ধা ও প্রাধিকারভুক্ত নাগরিকদের সম্মানে নিজেদের সব স্থাপনায় ‘প্রায়োরিটি চেয়ার’ স্থাপন করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ। মঙ্গলবার পুলিশ সুপারের কার্যালয়সহ জেলা পুলিশের কয়েকটি স্থাপনায় বীর মুক্তিযোদ্ধাদের আসন গ্রহণের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।

পুলিশ সুপারের কার্যালয়ে স্থাপিত প্রায়োরিটি চেয়ারে বসে এই কার্যক্রমের শুভ সূচনা করেন কুড়িগ্রামে প্রথম বিজয়ের পতাকা উত্তোলনকারী বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই সরকার (বীর প্রতীক)। এ ছাড়াও কুড়িগ্রাম সদর সার্কেল অফিসে প্রায়োরিটি চেয়ারের সূচনা করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন সরকার এবং কুড়িগ্রামের সদর থানায় প্রায়োরিটি চেয়ারের সূচনা করেন বীর মুক্তিযোদ্ধা মো. মহির উদ্দিন।

মুক্তিযোদ্ধা ও প্রাধিকারভুক্ত নাগরিকদের জন্য বিশেষ এ ব্যবস্থার বিষয়ে জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়– বীর মুক্তিযোদ্ধারা, সিনিয়র সিটিজেন, প্রতিবন্ধী নাগরিক, গর্ভবতী নারী ও শিশু প্রাধিকারভুক্ত নাগরিক। রাষ্ট্রীয় সেবা প্রাপ্তিতে তারা অগ্রাধিকার পাবেন এটাই স্বাভাবিক। পুলিশ বিভাগ মুক্তিযোদ্ধাসহ প্রাধিকারভুক্ত নাগরিকদের সর্বোচ্চ সম্মান দিতে চায়। এটি তারই একটি প্রয়াস।

বীর মুক্তিযোদ্ধা ও প্রাধিকারভুক্ত নাগরিকদের সম্মানে ‘প্রায়োরিটি চেয়ার’ জেলা পুলিশ আরও জানায়, জমিজমা ও সন্তান-সন্তানাদি সংক্রান্তসহ নানাবিধ কাজে মুক্তিযোদ্ধারা প্রায়ই পুলিশের কাছে বা থানায় আসেন। পুলিশের স্থাপনায় এসে তারা যাতে গর্বিত অনুভব করেন সে জন্য পুলিশ সুপারের কার্যালয়, সব সার্কেল অফিস, সব থানা ও ফাঁড়িতে এই  প্রায়োরিটি চেয়ার সংরক্ষিত থাকবে। একই সঙ্গে সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে জ্যেষ্ঠ নাগরিক, প্রতিবন্ধী নাগরিক, গর্ভবতী নারী, শিশুসহ প্রাধিকারভুক্ত নাগরিকরা অবস্থাভেদে এই প্রায়োরিটি চেয়ার ব্যবহার করবেন। প্রায়োরিটি চেয়ারের যথাযথ ব্যবহারের জন্য জেলা পুলিশ প্রটোকল নিশ্চিত করবে।

বীরপ্রতীক আব্দুল হাই সরকার জেলা পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ‘সত্যিকার অর্থে আমি গর্বিত। মুক্তিযোদ্ধাদের জন্য পুলিশের ইতিবাচক কার্যক্রম এই বয়সেও আমাদের আশান্বিত করে, অনুপ্রাণিত করে। আমি পুলিশ সুপারসহ জেলার সব পুলিশ সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানাই।’

পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম বলেন,‘ বীর মুক্তিযোদ্ধাসহ রাষ্ট্রের প্রাধিকারভুক্ত নাগরিকদের আমরা অগ্রাধিকার ভিত্তিতে সেবা দিতে চাই। শোকের এই মাসে এক ধরণের দায় থেকে প্রায়োরিটি চেয়ার সেবা ব্যবস্থা চালু করিছি।’

/এমএএ/
সম্পর্কিত
মুক্তিযোদ্ধাকে যারা জুতার মালা পরায়, তাদের পরিণতিও একই হবে: কাদের সিদ্দিকী
মুক্তিযোদ্ধা সংসদে অ্যাডহক কমিটি, ৬ মাসের মধ্যে নির্বাচন
বীর মুক্তিযোদ্ধা সখিনা বেগম মারা গেছেন
সর্বশেষ খবর
বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহার বাড়ছে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, সিঙ্গাপুরে
বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহার বাড়ছে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, সিঙ্গাপুরে
দুর্ঘটনায় ছয় মাসে প্রাণ হারিয়েছে ৪২২ শ্রমিক
দুর্ঘটনায় ছয় মাসে প্রাণ হারিয়েছে ৪২২ শ্রমিক
৪০ শতাংশ কৃষক পান না ন্যায্য মজুরি: জরিপ
৪০ শতাংশ কৃষক পান না ন্যায্য মজুরি: জরিপ
ভূরাজনৈতিক অস্থিরতা ও মার্কিন পাল্টা শুল্ক বড় চ্যালেঞ্জ: বিজিএমইএ সভাপতি
ভূরাজনৈতিক অস্থিরতা ও মার্কিন পাল্টা শুল্ক বড় চ্যালেঞ্জ: বিজিএমইএ সভাপতি
সর্বাধিক পঠিত
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস উপদেষ্টা আসিফ ও সাংবাদিক জুলকারনাইনের
ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস উপদেষ্টা আসিফ ও সাংবাদিক জুলকারনাইনের
‘ইউ আর পেইড বাই দ্য গভর্নমেন্ট’
এনবিআর কর্মকর্তাদের উদ্দেশে অর্থ উপদেষ্টা          ‘ইউ আর পেইড বাই দ্য গভর্নমেন্ট’
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ