X
বুধবার, ২৯ নভেম্বর ২০২৩
১৩ অগ্রহায়ণ ১৪৩০

জয়পুরহাটে পৃথক মামলায় একজনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন

জয়পুরহাট প্রতিনিধি
১৪ সেপ্টেম্বর ২০২৩, ১৬:৫৯আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ১৬:৫৯

জয়পুরহাটে পৃথক দুটি মামলায় একজনের মৃত্যুদণ্ড এবং তিন জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ আদালত-২-এর বিচারক আব্বাস উদ্দীন মৃত্যুদণ্ড এবং অতিরিক্ত দায়রা জজ আদালত-১-এর বিচারক নুরুল ইসলাম যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন। এ ছাড়া উভয় মামলায় প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

মৃতদণ্ডপ্রাপ্ত আসামি আক্কেলপুর উপজেলার আওয়ালগাড়ী গ্রামের সাহাবুল ইসলামের ছেলে সাজাদুল ইসলাম (৩৮)।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলো– পাঁচবিবি উপজেলার উত্তর গোপালগ্রামের মৃত বাবর মণ্ডলের ছেলে রব্বুল মণ্ডল, গোলাম মোস্তফার ছেলে রিপন মিয়া ও ফজলুলের ছেলে মাহাবুল। তাদের মধ্যে রব্বুল ও রিপন পলাতক রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট আদালতের সরকারি কৌঁসুলি নৃপেন্দ্রনাথ মণ্ডল।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৯ সালের ২০ ফেব্রুয়ারি আক্কেলপুর উপজেলার আওয়ালগাড়ী গ্রামের আব্দুল জলিলের মেয়ে রুপালি (১৬) গভীর রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে বের হয়ে নিখোঁজ হয়। পরদিন সকালে বাড়ি থেকে কিছু দূরে তুলশীগঙ্গা নদীর ধারে আগুনে পোড়া মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের বাবা আব্দুল জলিল ২০০৯ সালের ৫ মে বাদী হয়ে পাঁচ জনের নাম উল্লেখ করে আক্কেলপুর থানায় মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা পর্যায়ক্রমে এস আই আকরাম হোসেন, মোজাফফর হোসেন, সেলিম মালিক ও আমজাদ হোসেনসহ সর্বশেষ নুরুন্নবী ২০১১ সালে ১৬ আগস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানি শেষে আদালতের বিচারক আজ বৃহস্পতিবার দুপুরে এ রায় দেন।

অন্যদিকে, ২০২১ সালের ২২ এপ্রিল পাঁচবিবি উপজেলার উত্তর গোপালপুর গ্রাম থেকে ১৪৫০টি নেশাজাতীয় ইনজেকশন এবং ৭০ বোতল বোতল ফেনসিডিলসহ তিন জনকে গ্রেফতার করে পুলিশ। ওই মামলায় তিন জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

মামলার সরকারিপক্ষের আইনজীবী ছিলেন নৃপেন্দ্রনাথ মণ্ডল, উদয় সিংহ এপিপি। আর আসামিপক্ষের আইনজীবী ছিলেন রাব্বিউল হাসান মোনেম ও বিমান চন্দ্র বসাক।

/এমএএ/
সম্পর্কিত
সিরাজগঞ্জে ‘ট্রিপল মার্ডার’ মামলায় দুই যুবকের মৃত্যুদণ্ড
হবিগঞ্জে চিকিৎসক হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড
কুমিল্লায় ব্যবসায়ী হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন
সর্বশেষ খবর
বিশ্বে ৫০ লাখ ৫৩ হাজার প্রবাসী, চট্টগ্রাম বিভাগের নাগরিক বেশি
বিশ্বে ৫০ লাখ ৫৩ হাজার প্রবাসী, চট্টগ্রাম বিভাগের নাগরিক বেশি
সিলেটে নৌকার বিপক্ষে লড়বেন যারা
সিলেটে নৌকার বিপক্ষে লড়বেন যারা
নোয়াখালীতে ছাত্রলীগের দুই পক্ষের মারামারি, পুলিশ-সাংবাদিকসহ আহত ৫
নোয়াখালীতে ছাত্রলীগের দুই পক্ষের মারামারি, পুলিশ-সাংবাদিকসহ আহত ৫
মনিপুর ও মিয়ানমারে লুট হওয়া অস্ত্র সীমান্ত পেরিয়ে দেশে ঢোকার শঙ্কা
মনিপুর ও মিয়ানমারে লুট হওয়া অস্ত্র সীমান্ত পেরিয়ে দেশে ঢোকার শঙ্কা
সর্বাধিক পঠিত
ডিসেম্বরেই মতিঝিল পর্যন্ত পুরোদমে মেট্রোরেল চালুর পরিকল্পনা
ডিসেম্বরেই মতিঝিল পর্যন্ত পুরোদমে মেট্রোরেল চালুর পরিকল্পনা
ভারতের হারে ‘উল্লাস’: চঞ্চলে উত্তেজনা, মোশাররফে স্বস্তি!
ভারতের হারে ‘উল্লাস’: চঞ্চলে উত্তেজনা, মোশাররফে স্বস্তি!
বদলে যাচ্ছে পূর্বাঞ্চল রেলওয়ের সূচি, কমবে ভ্রমণসময়
বদলে যাচ্ছে পূর্বাঞ্চল রেলওয়ের সূচি, কমবে ভ্রমণসময়
আজকের আবহাওয়া: লঘুচাপের সর্বশেষ আপডেট
আজকের আবহাওয়া: লঘুচাপের সর্বশেষ আপডেট
শিশুকে যৌন নির্যাতন, যুক্তরাজ্যে বাংলাদেশি ইমামের দণ্ড
শিশুকে যৌন নির্যাতন, যুক্তরাজ্যে বাংলাদেশি ইমামের দণ্ড