X
সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩
১৯ অগ্রহায়ণ ১৪৩০

ট্রেনে পদ্মা সেতু পাড়ি দিয়ে ফরিদপুরের জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী

ফরিদপুর প্রতিনিধি
২৫ সেপ্টেম্বর ২০২৩, ২০:৪০আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ২০:৪০

আগামী ১০ অক্টোবর পদ্মা সেতু দিয়ে ঢাকা-ভাঙ্গা ট্রেন চলাচলের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন ট্রেনে পদ্মা সেতু পাড়ি দিয়ে ফরিদপুরের ভাঙ্গা স্টেডিয়াম মাঠে জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী।

সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকাল ৩টায় ফরিদপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে এক প্রস্তুতি সভায় এ তথ্য জানিয়েছেন ফরিদপুর জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার। জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

এরপর বিকাল ৫টায় ভাঙ্গা স্টেডিয়াম পরিদর্শনে আসেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। এ সময় জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

প্রস্তুতি সভায় জেলা প্রশাসক জানান, ১০ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুর রেল প্রকল্প উদ্বোধনের পরে মুন্সীগঞ্জে একটি সুধী সমাবেশে যোগ দেবেন। পরে ট্রেনে পদ্মা সেতু পাড়ি দিয়ে ফরিদপুরের ভাঙ্গা জংশনে কিছুক্ষণ অবস্থান নেবেন। এরপর ফরিদপুরের ভাঙ্গা স্টেডিয়ামে একটি জনসভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। এ সময় তার সফরসঙ্গী হিসেবে মন্ত্রিপরিষদের সদস্যসহ বিভিন্ন দফতরের প্রধানরা থাকবেন বলে জানা গেছে। এ জনসভায় প্রায় ৫ লাখ মানুষের জনসমাগম হওয়ার আশা করা হচ্ছে।

এ সময় পুলিশ সুপার মো. শাহজাহান জানান, ফরিদপুরে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সব ধরনের নিরাপত্তার প্রস্তুতি নেওয়া হচ্ছে। সমাবেশ স্থলকে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হবে। এ ছাড়াও সমাবেশস্থলে আগত জেলা-উপজেলার সব মানুষের নিরাপত্তার বিষয়েও কাজ করছে জেলা পুলিশ।

প্রস্তুতি সভায় পুলিশ সুপার মো. শাহজাহান, জেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক আরিফ, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লাসহ জেলা ও উপজেলার সব দফতরের প্রধানরা এবং আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

/এমএএ/
সম্পর্কিত
৩০০ যাত্রী নিয়ে পদ্মা সেতু হয়ে ঢাকার উদ্দেশে বেনাপোল এক্সপ্রেস
রাজবাড়ী হয়ে পদ্মা সেতু দিয়ে আজ থেকে ঢাকায় যাবে দুটি ট্রেন
দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষের আরেক স্বপ্নপূরণ
সর্বশেষ খবর
গাইবান্ধার ৫ আসনে মনোনয়নপত্র বাতিল ১৬, স্থগিত ১৮
গাইবান্ধার ৫ আসনে মনোনয়নপত্র বাতিল ১৬, স্থগিত ১৮
মুন্সীগঞ্জে তিন আসনে বর্তমান এমপিসহ ৮ প্রার্থীর মনোনয়ন বাতিল
মুন্সীগঞ্জে তিন আসনে বর্তমান এমপিসহ ৮ প্রার্থীর মনোনয়ন বাতিল
পিরোজপুরের ৩ আসনে বাদ পড়েছেন ১০ প্রার্থী
পিরোজপুরের ৩ আসনে বাদ পড়েছেন ১০ প্রার্থী
সংসদ সদস্য সেলিনা ইসলামের মনোনয়নপত্র বাতিল
সংসদ সদস্য সেলিনা ইসলামের মনোনয়নপত্র বাতিল
সর্বাধিক পঠিত
একবছরে এক শিক্ষকের ১০২টি গবেষণাপত্র, প্রতিটি তৈরিতে লেগেছে তিন দিন!
একবছরে এক শিক্ষকের ১০২টি গবেষণাপত্র, প্রতিটি তৈরিতে লেগেছে তিন দিন!
কক্সবাজার সৈকতে ভেসে আসা ২ লাশের পরিচয় মিলেছে
কক্সবাজার সৈকতে ভেসে আসা ২ লাশের পরিচয় মিলেছে
আজকের আবহাওয়া: গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় ‘মিগজাউমে’ পরিণত
আজকের আবহাওয়া: গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় ‘মিগজাউমে’ পরিণত
ক্রেডিট কার্ডের টাকা না দেওয়ায় ডলি সায়ন্তনীর মনোনয়নপত্র বাতিল
ক্রেডিট কার্ডের টাকা না দেওয়ায় ডলি সায়ন্তনীর মনোনয়নপত্র বাতিল
নতুন শিক্ষাক্রম নিয়ে ব্যাপক মিথ্যাচার করা হচ্ছে: শিক্ষামন্ত্রী
নতুন শিক্ষাক্রম নিয়ে ব্যাপক মিথ্যাচার করা হচ্ছে: শিক্ষামন্ত্রী