X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

নদী থেকে বালু উত্তোলন: ৩ জন আটক, কোটি টাকার মালামাল জব্দ

রংপুর প্রতিনিধি
২৫ অক্টোবর ২০২৩, ২০:৪৯আপডেট : ২৫ অক্টোবর ২০২৩, ২০:৪৯

রংপুরের পীরগঞ্জ উপজেলার কাবিলপুর ইউনিয়নের কাবিলপুর মোড়লপাড়া গ্রামে আখিরা নদী থেকে বালু উত্তোলন করার সময় উপজেলা ভূমি কর্মকর্তার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তিন জনকে আটক করেছেন। এ সময় বালু উত্তোলন করার এক্সক্যাভেটর, একটি ড্রাম ট্রাক এবং ৮টি গাড়িসহ কোটি টাকার মালামাল জব্দ করা হয়েছে। বুধবার দিনভর এ অভিযান চালানো হয়।

প্রত্যক্ষদর্শী ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পীরগঞ্জ উপজেলার টুকনিপাড়া গ্রামের শামসুল মাস্টারের ছেলে স্বপন মিয়া দীর্ঘদিন ধরে প্রকাশ্যই আখিরা নদী থেকে মেশিন দিয়ে ভূর্গভস্থ বালু উত্তোলন করে বিক্রি করে আসছিল। ইতোমধ্যে সে অর্ধশতাধিক কোটি টাকার বালু অবৈধভাবে উত্তোলন করে বিক্রি করেছে। বালু উত্তোলন করায় ওই এলাকাসহ আশেপাশের এলাকার জীববৈচিত্র্য ও পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়েছে। আবাদি জমিগুলো থেকে পানির স্তর নিচে নেমে গেছে। আশপাশের এলাকায় চাষাবাদে মারাত্মক নেতিবাচক প্রভাব পড়েছে।

এদিকে, এলাকাবাসীর কাছ থেকে অভিযোগ পেয়ে উপজেলা ভূমি কর্মকর্তা তকী হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বুধবার অভিযান চালাতে গেলে মেশিন দিয়ে বালু উত্তোলন করতে দেখেন। তাৎক্ষণিকভাবে বালু উত্তোলনকারী তিন শ্রমিক শাকিল মিয়া, রাহিনুল ইসলাম ও জুয়েল মিয়াকে গ্রেফতার করার আদেশ দেন ভূমি কর্মকর্তা। সেই সঙ্গে উত্তোলন করা বালু ও বালু বহনকারী কোটি টাকা মূল্যের গাড়িসহ মালামাল জব্দ করার আদেশ দেন।

এ ব্যাপারে উপজেলা ভূমি কর্মকর্তা তকী ফয়সাল জানান, গ্রেফতারকৃতরা দিনমজুর হওয়ায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০-এর ১৫(১) ধারায় তিন জনকে ৭ দিনের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। ঘটনাস্থল থেকে জব্দ করা একটি এক্সক্যাভেটর, একটি ড্রাম ট্রাক ও ৮টি কাঁকড়া গাড়ি জব্দ করে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের জিম্মায় দেওয়া হয়। সেই সঙ্গে সব মালামাল নিলামে বিক্রি করে সমুদয় অর্থ সরকারি কোষাগারে জমাদানের নির্দেশ দেওয়া হয়।

এদিকে, অভিযানের খবর পেয়ে বালু ব্যবসায়ী স্বপন পালিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান।

/এমএএ/
সম্পর্কিত
আড়িয়াল খাঁয় ডুবে নিখোঁজের দুই দিন পর কিশোরীর মরদেহ উদ্ধার
যমুনায় মাছ ধরতে গিয়ে বজ্রাঘাতে প্রাণ গেলো দুই ভাইয়ের
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রবিবার রংপুরে গণপদযাত্রা
সর্বশেষ খবর
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
এক যুগ আগে নিখোঁজ বিএনপিনেতার বাসায় পুলিশ: ডিএমপির দুঃখ প্রকাশ, এসআই প্রত্যাহার
এক যুগ আগে নিখোঁজ বিএনপিনেতার বাসায় পুলিশ: ডিএমপির দুঃখ প্রকাশ, এসআই প্রত্যাহার
হাফ ভাড়া নিয়ে তর্ক, কলেজশিক্ষার্থীকে বাস থেকে ফেলে হত্যার অভিযোগ
হাফ ভাড়া নিয়ে তর্ক, কলেজশিক্ষার্থীকে বাস থেকে ফেলে হত্যার অভিযোগ
মঞ্চ থেকে হলো জুমার আজান,  নামাজের পর বক্তব্য দেবেন নেতারা
মঞ্চ থেকে হলো জুমার আজান, নামাজের পর বক্তব্য দেবেন নেতারা
সর্বাধিক পঠিত
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ