মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য (এমপি) আমজাদ হোসেনকে (৬০) নাশকতার মামলায় গ্রেফতার করেছে গাংনী থানা পুলিশ। সোমবার (৬ নভেম্বর) দুপুরে গাংনী উপজেলার গাঁড়াডোব পুড়াপাড়া এলাকায় তার ইটভাটাতে গাংনী থানার একটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
ওসি জানান, ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় আমজাদ হোসেনকে গ্রেফতার দেখানো হয়েছে।
এদিকে, সাবেক এমপি আমজাদ হোসেনকে গ্রেফতারের তীব্র নিন্দা জানিয়েছেন মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মাসুদ অরুন। তিনি বলেন, ‘পুলিশ মিথ্যা মামলা দিয়ে আমজাদ হোসেনকে গ্রেফতার করেছে।’