X
শুক্রবার, ০৩ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

বাবাকে দেখে দৌড়ে রাস্তা পার হতে গিয়ে প্রাণ গেলো শিশুর

মুন্সীগঞ্জ প্রতিনিধি 
০৫ ফেব্রুয়ারি ২০২৪, ২২:১৬আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ২২:১৬

মুন্সীগঞ্জের গজারিয়ায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় প্রাণ গেলো পাঁচ বছরের শিশু নুসরাতের। সোমবার (৫ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার ভবেরচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভবেরচর-গজারিয়া সড়কের ভবেরচর এলাকায় রাস্তার এক পাশ দিয়ে মায়ের হাত ধরে হেঁটে যাচ্ছিল নুসরাত। একই সময় সড়কের অপর পাশ দিয়ে তার বাবা হেঁটে যাচ্ছিলেন। বাবাকে দেখে সে মায়ের হাত ছেড়ে দৌড় দিলে বেপারোয়া গতির ব্যাটারিচালিত অটোরিকশা সজোরে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় নুসরাতকে বাঁচাতে বাবা হাসান মিয়া দ্রুত তাকে নিয়ে যান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, বিকাল সাড়ে ৪টার দিকে নাসরিন আক্তার এবং তার মেয়ে নুসরাত জাহানকে হাসপাতালে নিয়ে আসা হয়। নাসরিনের আঘাত গুরুতর না হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। নুসরাতের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কিন্তু সেখানে নেওয়ার পথে সন্ধ্যায় গাড়িতেই মারা যায় নুসরাত। তারা ভবেরচর ইউনিয়নের বাসিন্দা।

ঘটনার সততা নিশ্চিত করে গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক রিয়াদ হোসেন বলেন, ‘আমরা ঘাতক অটোরিকশা চালককে শনাক্ত করার চেষ্টা করছি।’

বিষয়টি সম্পর্কে গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর আক্তার বলেন, ‘আমি এই উপজেলায় নতুন এসেছি। এই উপজেলার সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের অদক্ষতার কারণে প্রায়ই প্রাণহানির ঘটনা ঘটেছে বলে জেনেছি। অদক্ষ চালকদের ব্যাপারে দ্রুতই পদক্ষেপ গ্রহণ করবো।’

/এমএএ/
সম্পর্কিত
মাজার জিয়ারত করতে গিয়ে লাশ হয়ে ফিরছেন একই পরিবারের ৪ জন
শাহজাদপুরে ট্রাকের ধাক্কার রিকশাচালক নিহত
ডিবি পুলিশের গাড়ির ধাক্কায় প্রাণ গেলো ব্যবসায়ীর
সর্বশেষ খবর
অপহৃত ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে আরাকান আর্মি
অপহৃত ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে আরাকান আর্মি
ধানমন্ডিতে ছাদ থেকে পড়ে গৃহকর্মী আহত 
ধানমন্ডিতে ছাদ থেকে পড়ে গৃহকর্মী আহত 
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা