X
বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
৯ বৈশাখ ১৪৩২

রাতে সড়কে আরসিসি ঢালাই, সকালে ফাটল

এনায়েত করিম বিজয়, টাঙ্গাইল
২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৩৯আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৫২

টাঙ্গাইলের বাসাইলে একটি সড়কে আরসিসি ঢালাই করার একদিন পরেই বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। উপজেলার কাশিল বটতলা-বাথুলীসাদী বাজার সড়কের এই কাজটি এখন প্রায় শেষের দিকে। গুরুত্বপূর্ণ সড়কে এভাবে কাজ করায় চরম ক্ষোভ দেখা দিয়েছে পথচারী ও এলাকাবাসীর মাঝে। এই কাজে অনিয়মের অভিযোগ তুলেছেন তারা।

জানা যায়, এলজিইডির অধীনে জিওবি প্রকল্পের আওতায় উপজেলার কাশিল বটতলা থেকে বাথুলীসাদী বাজারের মোড় পর্যন্ত প্রায় ৮৩ লাখ টাকা ব্যয়ে সড়কের কাজটি পায় প্রগতি এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। এর মধ্যে বাথুলীসাদী বাজারের মোড় থেকে ২১০ মিটার সড়ক আরসিসি ঢালাই করার চুক্তি হয়। চুক্তি অনুযায়ী সোমবার (১৯ ফেব্রুয়ারি) মধ্যরাত পর্যন্ত আরসিসি ঢালাইয়ের কাজ করা হয়। পরে সকালেই সড়কটির বিভিন্ন জায়গায় ফাটল দেখা দেয়। রাতে ঢালাইকাজের সময় দায়িত্বপ্রাপ্ত স্থানীয় সরকার অধিদফতরের উপ-সহকারী প্রকৌশলী মনিরুজ্জামান উপস্থিত ছিলেন না বলে অভিযোগ করেন স্থানীয়রা। এ ছাড়াও স্থানীয় সরকার অধিদফতরের প্রকৌশলী আব্দুল জলিলকেও কাজটি তদারকি করতে দেখা যায়নি। বিষয়টি নিয়ে পথচারী ও এলাকাবাসীর মাঝে চরম ক্ষোভ দেখা দিয়েছে।

এদিকে, ঘটনাস্থলে সাংবাদিক যাওয়ার খবর পেয়ে সংশ্লিষ্টরা তাড়াহুড়ো করে গ্যারাটিন ব্যবহার করে ফাটল বন্ধের চেষ্টা করেন। পরে সড়কে যাতে ফাটল দেখা না যায় সেজন্য কচুরিপানা ও পাটের বস্তা দিয়ে ঢেকে দেন তারা।

স্থানীয় বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী বলেন, ‘এই সড়কটি খুবই গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন কাজ না করার কারণে বেহাল দশা হয়ে ছিল। এরপর সম্প্রতি সড়কে আরসিসি ঢালাই ও সংস্কারের কাজ আসে। সোমবার সড়কে আরসিসি ঢালাই দেওয়া হয়। ওইদিন মধ্যরাত পর্যন্ত ঢালাইয়ের কাজ চলে। পরে সকালে আরসিসি ঢালাইয়ের বিভিন্ন জায়গায় ছোট-বড় ফাটল দেখা দেয়। ঢালাই কাজে ব্যবহৃত উপাদান নিম্নমানের হওয়ায় একদিনেই ফাটল দেখা দিয়েছে। সড়কে গাড়ি চলাচল শুরু হলে অল্পদিনেই ভেঙে যাওয়ার শঙ্কা রয়েছে।’

ফাটল যাতে দেখা না যায় সেজন্য কচুরিপানা ও পাটের বস্তা দিয়ে ঢেকে দেওয়া হয় স্থানীয় যুবলীগ নেতা রুবেল মিয়া বলেন, ‘আরসিসি ঢালাইয়ের পর সড়কটিতে একদিনেই বিভিন্ন জায়গায় ফাটল দেখা দিয়েছে। এ ছাড়াও সড়কের কোথাও উঁচু, আবার কোথাও কোথাও নিচু রয়েছে। কাজটি খুবই নিম্নমানের হয়েছে। গুরুত্বপূর্ণ সড়কটি দিয়ে ফুলকি ইউনিয়ন ছাড়াও পাশের উপজেলা কালিহাতীর মানুষ যাতায়াত করে। বিষয়টি সমাধানে সংশ্লিষ্টদের প্রতি দাবি জানাচ্ছি।’

কাশিল ইউনিয়ন কৃষকলীগের সভাপতি নজরুল ইসলাম খান বলেন, ‘দীর্ঘদিন ধরে কাশিল বটতলা-বাথুলীসাদী সড়কে অল্প বৃষ্টিতেই পানি জমে থাকতো। ফলে পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। সড়ক সংস্কার ও আরসিসি ঢালাইয়ের কাজের কথা শুনে মানুষ অনেক খুশি হয়েছিল। কিন্তু সড়কে নিম্নমানের সামগ্রী ব্যবহার করে ঢালাইয়ের কাজ করায় ফাটল দেখা দিয়েছে। এতে মানুষ এখন খুবই ক্ষুব্ধ। এলজিইডির কর্মকর্তারা টাকা খেয়ে ঢালাইয়ের সময় সঠিকভাবে দায়িত্ব পালন করেননি। এখন তারা তড়িঘড়ি করে গ্যারাটিন ঢেলে ফাটল বন্ধ করার চেষ্টা করছেন। যাতে দেখা না যায় এজন্য তারা কচুরিপানা ও পাটের বস্তা দিয়ে ঢেকে রেখেছেন।’

ঠিকাদারি প্রতিষ্ঠান প্রগতি এন্টারপ্রাইজের কর্ণধার মো. মজনু মিয়া বলেন, ‘আমরা শাহ্ সিমেন্ট কোম্পানির কাছ থেকে রেডিমিক্স দিয়ে ঢালাই করেছি। ঢালাইয়ের চার ঘণ্টার মধ্যে পানি দিতে হয়। এটি টেকনিক্যাল কোনও সমস্যা না। হালকা ফাটল দেখা দিয়েছে। পরে কোম্পানির লোকজন ফাটলে গ্যারাটিন দিয়েছে। আপনি উপজেলা প্রকৌশলীর সঙ্গে কথা বলতে পারেন।’  

বাসাইল উপজেলা প্রকৌশলী আব্দুল জলিল সিমেন্ট কোম্পানির ওপর দায় দিয়ে বলেন, ‘এটি রেডিমিক্স দিয়ে ঢালাই করা হয়েছে। ঢালাইয়ের পরে শুকানো শুরু হলে কিছুটা সমস্যা হতে পারে। পরে কিউরিং হলে ঠিক হয়ে যায়। যে কোম্পানির কাছ থেকে আমরা ঢালাই করেছি, এটি তাদের দায়িত্ব।’ সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ তিনি অস্বীকার করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হক বলেন, ‘বিষয়টি শুনেছি। পরে প্রকৌশলীর সঙ্গে কথা হয়েছে। তিনি জানিয়েছেন, যে ঢালাই দেওয়া হয়েছে, তাতে সব গাড়ির জন্য লোড নিতে পারবে। সেখানে এমন একটা মেডিসিন ব্যবহার করা হয়েছে, যার কারণে প্রথমদিকে একটু ফাটল থাকবে। পরবর্তী সময়ে এগুলো ঠিক হয়ে যাবে।’ বিষয়টি পর্যবেক্ষণে রয়েছে বলেও এই কর্মকর্তা জানান।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিড়ালসহ বিপন্ন বন্যপ্রাণী সংরক্ষণে সচেতনতামূলক বিশেষ ভ্যান চালু
বিড়ালসহ বিপন্ন বন্যপ্রাণী সংরক্ষণে সচেতনতামূলক বিশেষ ভ্যান চালু
আ.লীগ হত্যাকারী সংগঠন, আমরা তাদের ফিরতে দেবো না
এনসিপির বিক্ষোভআ.লীগ হত্যাকারী সংগঠন, আমরা তাদের ফিরতে দেবো না
কুয়েট শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে বাগছাসের আমরণ অনশন
কুয়েট শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে বাগছাসের আমরণ অনশন
অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাসের অভিযান, জরিমানা আদায়
অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাসের অভিযান, জরিমানা আদায়
সর্বাধিক পঠিত
মহানবীকে নিয়ে কটূক্তির অভিযোগে মহাখালী-সাতরাস্তা সড়ক অবরোধ
মহানবীকে নিয়ে কটূক্তির অভিযোগে মহাখালী-সাতরাস্তা সড়ক অবরোধ
ভবদহ সমস্যা সমাধানে তিন নদী খনন করবে সেনাবাহিনী: রিজওয়ানা হাসান
ভবদহ সমস্যা সমাধানে তিন নদী খনন করবে সেনাবাহিনী: রিজওয়ানা হাসান
বাংলাদেশ থেকে ৭২৫ জন সৈন্য নেবে কাতার: প্রেস সচিব 
বাংলাদেশ থেকে ৭২৫ জন সৈন্য নেবে কাতার: প্রেস সচিব 
‘৩ মাসের জন্য এসেছিলাম, হয়ে গেছে ২৫ বছর’
‘৩ মাসের জন্য এসেছিলাম, হয়ে গেছে ২৫ বছর’
শাহজালালে শুল্ক ফাঁকি দেওয়ার চেষ্টা দেশি-বিদেশি যাত্রীদের
ছয় মাসে ১৪২৪ মোবাইল জব্দশাহজালালে শুল্ক ফাঁকি দেওয়ার চেষ্টা দেশি-বিদেশি যাত্রীদের