X
বুধবার, ০১ মে ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে এস আলমের তেলের কারখানায় আগুন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১২ এপ্রিল ২০২৪, ১২:২২আপডেট : ১২ এপ্রিল ২০২৪, ১৫:৩২

চট্টগ্রামে মইজ্জারটেক এলাকায় এস আলম ভেজিটেবল অয়েল লিমিটেড নামে ভোজ্যতেলের কারখানায় আগুন লেগেছে। শুক্রবার (১২ এপ্রিল) সকাল ৮টা ২০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের চার স্টেশনের আটটি ইউনিট ১০টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতি সম্পর্কে জানাতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

মিলের একটি ভবনের দ্বিতীয় তলায় পরিত্যক্ত জিনিসে এ আগুন লাগে বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। এই ভবনের ১০ ফুট দূরত্বেই ছিল তেলের মজুত।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপ-সহকারী পরিচালক মো. আব্দুর রাজ্জাক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আজ সকালে মইজ্জারটেকে অবস্থিত এস আলম এডিবল অয়েল মিলে আগুন লাগে। আমরা খবর পেয়ে সকাল ৮টা ২৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করি। সকাল ১০টা ১০ মিনিটে আগুন নেভানো সম্ভব হয়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্ণফুলী, লামার বাজার, আগ্রাবাদসহ মোট চারটি স্টেশনের আটটি ইউনিট কাজ করেছে।’

তিনি আরও জানান, আগুন লাগা ভবনের পাশেই তেলের মজুত ছিল। সেখানে আগুন ছড়িয়ে পড়লে নিয়ন্ত্রণে আনা যেত না। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে। এ ছাড়া হতাহতের কোনও খবরও পাওয়া যায়নি।

এ প্রসঙ্গে এস আলম গ্রুপের ম্যানেজার (প্রশাসন) মো. হোসাইন রানা বলেন, ‘আজ সকালে এস আলম এডিবল অয়েল মিলের একটি পরিত্যক্ত গুদামে আগুন লেগেছে। এতে মিলের কোনও ক্ষতি হয়নি। কেননা মিল বন্ধ রয়েছে। আগুন লাগা গুদামটিতে কিছু বাতিল কাগজপত্র ছিল। আগুন মিলের লোকজন এবং ফায়ার সার্ভিসের কর্মীরা মিলে নিয়ন্ত্রণ করেছে। হয়তো গরমের কারণে এ আগুন লেগেছে।’

এর আগে, ৪ মার্চ বিকাল ৩টা ৫৩ মিনিটে চট্টগ্রামের কর্ণফুলী থানা এলাকার এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ১ নম্বর গুদামে আগুন লাগে। গুদামটিতে বিপুল পরিমাণ অপরিশোধিত চিনির মজুত ছিল। ৯ মার্চ সন্ধ্যা সাড়ে ৬টায় আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয় বলে আনুষ্ঠানিক ঘোষণা দেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

/এমএএ/
সম্পর্কিত
ভাসানটেকে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় একে একে পরিবারের সবার মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে ছেলে, রান্নাঘরে পুড়ে মারা গেলেন মা
সর্বশেষ খবর
তপ্ত রোদেও থামে না তাদের কাজ
আজ মহান মে দিবসতপ্ত রোদেও থামে না তাদের কাজ
মদ ছেড়ে বললেন, ‘মাইলফলক’
মদ ছেড়ে বললেন, ‘মাইলফলক’
প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বৃহস্পতিবার
প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বৃহস্পতিবার
১০৩ চেয়ারম্যান প্রার্থীসহ ১৭৭ জনের প্রার্থিতা প্রত্যাহার
উপজেলা পরিষদ নির্বাচন১০৩ চেয়ারম্যান প্রার্থীসহ ১৭৭ জনের প্রার্থিতা প্রত্যাহার
সর্বাধিক পঠিত
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা
এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!
এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!
আজকের আবহাওয়া: তাপপ্রবাহ অব্যাহত থাকার আভাস
আজকের আবহাওয়া: তাপপ্রবাহ অব্যাহত থাকার আভাস
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড