X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

চট্টগ্রামে এস আলমের তেলের কারখানায় আগুন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১২ এপ্রিল ২০২৪, ১২:২২আপডেট : ১২ এপ্রিল ২০২৪, ১৫:৩২

চট্টগ্রামে মইজ্জারটেক এলাকায় এস আলম ভেজিটেবল অয়েল লিমিটেড নামে ভোজ্যতেলের কারখানায় আগুন লেগেছে। শুক্রবার (১২ এপ্রিল) সকাল ৮টা ২০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের চার স্টেশনের আটটি ইউনিট ১০টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতি সম্পর্কে জানাতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

মিলের একটি ভবনের দ্বিতীয় তলায় পরিত্যক্ত জিনিসে এ আগুন লাগে বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। এই ভবনের ১০ ফুট দূরত্বেই ছিল তেলের মজুত।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপ-সহকারী পরিচালক মো. আব্দুর রাজ্জাক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আজ সকালে মইজ্জারটেকে অবস্থিত এস আলম এডিবল অয়েল মিলে আগুন লাগে। আমরা খবর পেয়ে সকাল ৮টা ২৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করি। সকাল ১০টা ১০ মিনিটে আগুন নেভানো সম্ভব হয়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্ণফুলী, লামার বাজার, আগ্রাবাদসহ মোট চারটি স্টেশনের আটটি ইউনিট কাজ করেছে।’

তিনি আরও জানান, আগুন লাগা ভবনের পাশেই তেলের মজুত ছিল। সেখানে আগুন ছড়িয়ে পড়লে নিয়ন্ত্রণে আনা যেত না। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে। এ ছাড়া হতাহতের কোনও খবরও পাওয়া যায়নি।

এ প্রসঙ্গে এস আলম গ্রুপের ম্যানেজার (প্রশাসন) মো. হোসাইন রানা বলেন, ‘আজ সকালে এস আলম এডিবল অয়েল মিলের একটি পরিত্যক্ত গুদামে আগুন লেগেছে। এতে মিলের কোনও ক্ষতি হয়নি। কেননা মিল বন্ধ রয়েছে। আগুন লাগা গুদামটিতে কিছু বাতিল কাগজপত্র ছিল। আগুন মিলের লোকজন এবং ফায়ার সার্ভিসের কর্মীরা মিলে নিয়ন্ত্রণ করেছে। হয়তো গরমের কারণে এ আগুন লেগেছে।’

এর আগে, ৪ মার্চ বিকাল ৩টা ৫৩ মিনিটে চট্টগ্রামের কর্ণফুলী থানা এলাকার এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ১ নম্বর গুদামে আগুন লাগে। গুদামটিতে বিপুল পরিমাণ অপরিশোধিত চিনির মজুত ছিল। ৯ মার্চ সন্ধ্যা সাড়ে ৬টায় আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয় বলে আনুষ্ঠানিক ঘোষণা দেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

/এমএএ/
সম্পর্কিত
ওয়ারীতে আগুন নিয়ন্ত্রণে বেগ পাওয়ার কারণ জানালো ফায়ার সার্ভিস
ওয়ারীতে কেমিক্যাল গোডাউনে আগুন, ২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে
শতবর্ষী গাছের গোড়ায় জ্বলছে আগুন, ডাল দিয়ে বের হচ্ছে ধোঁয়া!
সর্বশেষ খবর
ইউক্রেনে কিছু অস্ত্রের সরবরাহ স্থগিত করলো যুক্তরাষ্ট্র
ইউক্রেনে কিছু অস্ত্রের সরবরাহ স্থগিত করলো যুক্তরাষ্ট্র
ঋতুপর্ণার জোড়ায় মিয়ানমারকে হারিয়ে প্রতিশোধ, মূল পর্বের কাছাকাছি বাংলাদেশ
ঋতুপর্ণার জোড়ায় মিয়ানমারকে হারিয়ে প্রতিশোধ, মূল পর্বের কাছাকাছি বাংলাদেশ
সিলেটের ডিসির প্রত্যাহার চেয়ে রাজপথে অবস্থান সাবেক মেয়র আরিফুলের
সিলেটের ডিসির প্রত্যাহার চেয়ে রাজপথে অবস্থান সাবেক মেয়র আরিফুলের
৮ আগস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’ পালন না করতে প্রজ্ঞাপন
৮ আগস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’ পালন না করতে প্রজ্ঞাপন
সর্বাধিক পঠিত
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
ক্যাম্পাসে নতুন সভাপতির প্রবেশ ঠেকাতে দুদিন পাঠদান বন্ধ!
ঢাকা সিটি কলেজক্যাম্পাসে নতুন সভাপতির প্রবেশ ঠেকাতে দুদিন পাঠদান বন্ধ!
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি