পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত ‘বাংলো বাড়ি’ আদালতের নির্দেশে ক্রোক করে সিলগালা করে দেওয়া হয়েছে। তবে ডিজিটাল লক থাকায় বাড়ির মূল ভবনে প্রবেশ করতে পারেনি নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বয়ে গঠিত টিম। ফলে বাড়ির সম্পদের পরিমাণ জানা যায়নি।
শনিবার (৬ জুলাই) বিকালে রূপগঞ্জ দক্ষিণবাগ এলাকায় জেলা প্রশাসন ও দুদকের সমন্বয়ে গঠিত টিম বাড়িটি ক্রোক করে।
এ সময় নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শফিকুল আলমের নেতৃত্বে দুদক নারায়ণগঞ্জ কার্যালয়ের উপপরিচালক মইনুল হাসান রওশানী, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান মাহমুদ রাসেলসহ আরও অনেক কর্মকর্তা উপস্থিত হয়ে বাড়ির চারপাশ ঘুরে দেখেন। তবে বাড়ির মূল ভবনের দরজায় ডিজিটাল লক (তালা) থাকায় তারা ভেতরে প্রবেশ করতে পারেননি। পরে ভবনের মূল ফটকে ক্রোক আদেশ সাঁটিয়ে দিয়েছেন।
ক্রোক বিজ্ঞপ্তিতে বলা হয়, সাভানা ইকো রিসোর্ট প্রাইভেট লিমিটেডের ২৪ কাঠা জমির ওপরে নির্মিত এই সম্পত্তির মালিক হিসেবে বেনজীর আহমেদের মেয়ে ফারহিন রিশতা বিনতে বেনজীর লেখা রয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী তার এই সম্পত্তিটি ক্রোক করা হয়েছে।
নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শফিকুল আলম বলেন, ‘ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত কর্তৃক রূপগঞ্জ উপজেলাধীন সাভানা ইকো রিসোর্ট প্রাইভেট লিমিটেডের সম্পত্তি রক্ষণাবেক্ষণ ও তদারকির জন্য নারায়ণগঞ্জ জেলা প্রশাসনকে রিসিভার নিয়োগ করা হয়েছে। জেলা প্রশাসক ও ম্যাজিস্ট্রেটের নির্দেশক্রমে এই সম্পত্তি নিয়ন্ত্রণে নেওয়া হলো। আমরা দোতলা একটি ভবন পেয়েছি। সেই ভবনে পোষা প্রাণী রয়েছে। কুকুর ও পাখি দেখা গেছে। দুজন নিরাপত্তাপ্রহরী রয়েছেন। তাদের এখানে রাখা হলো। পরবর্তী সময়ে কমিটি কর্তৃক কর্মপন্থা নির্ধারণ করে ব্যবস্থা নেওয়া হবে।’
মূল ভবনে প্রবেশের দরজা না খোলা প্রসঙ্গে তিনি বলেন, ‘ভবনে ডিজিটাল লক সিস্টেম রয়েছে। এটি খোলার জন্য উপযুক্ত টেকনিশিয়ান ও ইকুইপমেন্ট না থাকায় আমরা ভবনের ভেতরের দরজার তালা খুলে প্রবেশ করতে পারিনি। এ জন্য আগামী তিন দিনের মধ্যে আমরা এখানে এসে পরবর্তী কার্যক্রম গ্রহণ করবো।’
দুদক কর্মকর্তা মইনুল হাসান রওশানী বলেন, ‘দুদকের অনুসন্ধানকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত এই সম্পত্তি ক্রোকের আদেশ দেন। পরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনকে রিসিভার নিয়োগ দেওয়া হয়েছে। ফলে জেলা প্রশাসকের টিম ও দুদকের টিম সম্মিলিতভাবে ভবনটি সিলগালা করেছে। এই সম্পত্তির মূল্য এখনই বলা সম্ভব না। আমাদের অনুসন্ধান চলমান রয়েছে।’
স্থানীয় সূত্রে জানা গেছে, রূপগঞ্জ উপজেলার দক্ষিণবাগ এলাকায় আনন্দ হাউজিং সোসাইটিতে কৃত্রিম লেক রয়েছে। লেকের পাশে ২৪ কাঠা জায়গাজুড়ে লাল রঙের আলিশান ডুপ্লেক্স বাড়ি। এই বাড়ির মালিক পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ। আট বছর আগে এলাকার প্রয়াত প্রেমানন্দ সরকারের সন্তানদের কাছ থেকে এক কোটি ৮৩ লাখ টাকায় ৫৫ শতাংশ জায়গা কেনেন তিনি। বছর চারেক আগে এই জমিতে বাড়ি করেন তিনি।