খুলনা মহানগর আওয়ামী লীগের দফতর সম্পাদক মাহাবুব আলম সোহাগকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (৩০ ডিসেম্বর) দিনগত গভীর রাতে নগরীর তারের পুকুর এলাকার বাসা থেকে তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তিনি মোহনা টিভির খুলনা প্রতিনিধি ও স্থানীয় দেশ সংযোগ পত্রিকার সম্পাদক।
মহানগর ডিবি পুলিশের ওসি তৈমুর আলম বলেন, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি, সোহাগ নগরীর তারেরপুকুর এলাকার হাজী মেহের আলী সড়কের একটি বাড়িতে অবস্থান করছেন। এমন সংবাদ পেয়ে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করি।
ওসি আরও বলেন, সোহাগের বিরুদ্ধে অভিযোগের পাহাড়। তার বিরুদ্ধে খুলনার খালিশপুর থানায় নিয়মিত মামলাও রয়েছে। তাছাড়া বিএনপির অফিস ভাঙচুর এবং খালিশপুর থানা বিএনপি নেতার বাড়ি ভাঙচুরের অভিযোগ রয়েছে। রাতে তাকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।