X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

জমি দখলে নিতে স্বেচ্ছাসেবক দলের নেতার নেতৃত্বে সাংবাদিকের বাড়ি ভাঙচুরের অভিযোগ

মাদারীপুর প্রতিনিধি
২৭ জানুয়ারি ২০২৫, ১৭:৩৭আপডেট : ২৭ জানুয়ারি ২০২৫, ১৭:৩৭

মাদারীপুরের শিবচরে বিবাদমান জমি দখল নিতে এক সাংবাদিকের বসতবাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। ভাঙচুরের পরে প্রশাসনের যৌথ অভিযানের হামলাকারীরা পালিয়ে যায়। সোমবার (২৭ জানুয়ারি) সকালে উপজেলার বন্দরখলা ইউনিয়নের মফিতউল্লাহ হাওলাদারের কান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, ওই গ্রামের বাসিন্দা দৈনিক কালবেলা পত্রিকার শিবচর প্রতিনিধি আবু ছালেহ মুছার পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে  জমিসংক্রান্ত বিরোধ চলে আসছে প্রতিবেশী দাদন বেপারির ছেলে সাদ্দাম বেপারি গংদের। সেই বিরোধের জের ধরে সকালে শিবচর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাশেদুজ্জামান রাশেদের নেতৃত্বে প্রায় অর্ধশত লোক আবু সালেহ মুছার বাড়িতে ভাঙচুর চালান। এ সময় হামলাকারীরা ঘরের সব আসবাবপত্র বাইরে ছুড়ে ফেলেন, ঘরের চাল ও টিনের বেড়া অন্যত্র সরিয়ে ফেলেন। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি। এ ঘটনায় শিবচর উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও শিবচর থানা পুলিশের একটি যৌথ দল ঘটনাস্থলে আসে। পরে পালিয়ে যায় হামলাকারীরা। এ সময় ঘরবাড়ি ভাঙচুরে অংশ নেওয়া কাউকেই গ্রেফতার না করতে পারলেও ছয়টি মোটরসাইকেল জব্দ করেছে শিবচর থানা পুলিশ।

এ ঘটনার সাংবাদিক আবু সালেহ মুছার মা লতিফা ইয়াসমিন লতা বলেন, ‘আমরা এই বাড়িতে ২০ বছরের বেশি সময় ধরে বসবাস করে আসছি। আজ সকালে বিএনপি নেতা রাশেদুজ্জামান রাশেদের নেতৃত্বে আমার বসতঘরে ভাঙচুর করা হয়েছে। এতে আমার প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’

আবু সালেহ মুছার বাবা আমজাদ হোসেন বলেন, ‘আমাদের বাড়িঘর সবকিছু ভাঙচুর করে ফেলেছে। সেনাবাহিনী ও পুলিশ এসে আমাদের রক্ষা করেছে, তা না হলে ওরা আমাদের প্রাণে মেরে ফেলতো। আমরা এখনও চরম শঙ্কার মধ্যে রয়েছি। যেকোনও মুহূর্তেই ওরা আবারও আমাদের আক্রমণ করতে পারে।’

এ বিষয়ে সাংবাদিক আবু সালেহ মুসা বলেন, ‘তারা মোট তিনবার আমাদের বাড়িতে হামলা করলো। এর আগে আরও দুইবার হামলা করছে। আমরা এই জমির আদালতের রায় পেয়েছি। রায় পাওয়ার পর তারা আমাদের ওপর আরও ক্ষিপ্ত হয়ে যায়। আজ সকালে তারা আমাদের বাড়িঘরে হামলা চালায়। সবকিছু ভাঙচুর করে।’

এ বিষয়ে অভিযুক্ত সাদ্দাম বেপারি বলেন বলেন, ‘ওরা দীর্ঘদিন আমাদের জমি জোর করে দখলে রেখেছিল। আমি দলিল বলে আজকে লোকজন নিয়ে ওদের বাড়িঘর ভাঙচুর করেছি এবং জমি দখল করতে গিয়েছি। ওই জমিনে আমার সাফ কবলা রয়েছে। আমরা অন্যের জমি জোর করে দখল করিনি বরং দীর্ঘদিন ধরে ওরাই আমাদের জমি দখল করে রেখেছিল।’

এ বিষয়ে শিবচর থানার ওসি মোহাম্মদ রতন শেখ বলেন, ‘সংবাদ পেয়ে দ্রুতই সেনাবাহিনীসহ উপজেলা প্রশাসনের সমন্বয়ে আমাদের একটি টিম ঘটনাস্থলে পৌঁছায় এবং ভাঙচুর প্রতিরোধ করি। ঘটনাস্থল থেকে ছয়টি মোটরসাইকেল জব্দ করি। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার থানায় অভিযোগ করেছে। বর্তমান এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
হত্যা মামলায় সাতনদী পত্রিকার সম্পাদক কারাগারে
রূপগঞ্জে সাংবাদিককে ইট দিয়ে থেঁতলে দিয়েছে সন্ত্রাসীরা
তালা উপজেলার সেই ইউএনওকে রংপুরে বদলি
সর্বশেষ খবর
আ. লীগ নিষিদ্ধের দাবির সঙ্গে ইলিয়াস কাঞ্চনের জেপিবির একাত্মতা
আ. লীগ নিষিদ্ধের দাবির সঙ্গে ইলিয়াস কাঞ্চনের জেপিবির একাত্মতা
নতুন গানে টিনা রাসেলের ব্যাকুলতা
নতুন গানে টিনা রাসেলের ব্যাকুলতা
কারাগারে আইভী
কারাগারে আইভী
শেখ হাসিনার সঙ্গে মিটিংয়ের অভিযোগে আ.লীগ নেতা গ্রেফতার
শেখ হাসিনার সঙ্গে মিটিংয়ের অভিযোগে আ.লীগ নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ