X
রবিবার, ০৪ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২

ধর্ষণের প্রতিবাদে রাবিতে বিক্ষোভ

রাবি প্রতিনিধি
০৮ মার্চ ২০২৫, ২১:৫৪আপডেট : ০৮ মার্চ ২০২৫, ২১:৫৪

দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের ঘটনার প্রতিবাদ এবং ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাধারণ শিক্ষার্থীরা। কর্মসূচিতে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি কার্যকর করে নারীসহ জনসাধারণের সার্বিক নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন তারা।

শনিবার (৮ মার্চ) রাত ৮টায় বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরে বিক্ষোভ মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ থেকে এই দাবি জানান শিক্ষার্থীরা।

বিক্ষোভ মিছিলে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ‘ধর্ষকের শাস্তি মৃত্যু, মৃত্যু’, ‘ধর্ষকের দুই গালে, জুতা মারো তালে তালে’, ‘আমার সোনার বাংলায়, ধর্ষকের ঠাঁই নাই’, ‘ফাঁসি, ফাঁসি, ফাঁসি চাই, ধর্ষকের ফাঁসি চাই’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

সরেজমিন দেখা যায়, সন্ধ্যা ৭টার পর থেকে বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরের সামনে জড়ো হতে শুরু করেন শিক্ষার্থীরা। পরে সেখান থেকে ধর্ষণবিরোধী বিভিন্ন স্লোগান দিয়ে প্যারিস রোড হয়ে পশ্চিমপাড়া ছাত্রীদের হলের অভিমুখে যাত্রা করেন তারা। বিক্ষোভে প্রত্যেক হলের নারী শিক্ষার্থীরা সংহতি জানিয়ে অংশ নেন। পরে বিক্ষোভটি ক্যাম্পাসের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে পুনরায় বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরে এসে মিলিত হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ করেন শিক্ষার্থীরা।

হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের শিক্ষার্থী সাদিয়া আফরিন বলেন, ‘আমরা যদি নিজের ক্যাম্পাসেও নিরাপদ না থাকি তাহলে রাস্তায় কীভাবে নিরাপদ থাকবো, সেই প্রশ্ন বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে। একটার পর একটা ধর্ষণের ঘটনা দেশে ঘটে চলেছে। আমরা কোনও ধর্ষণেরই কি দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে পেয়েছি? এই ব্যর্থতা সরকারের। আমি আইন উপদেষ্টা তথা অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, আপনারা ধর্ষকের শাস্তি নিশ্চিত করতে না পারলে ধর্ষককে জনগণের কাছে ছেড়ে দিন। আমার মায়েরা-বোনেরা ধর্ষকের শাস্তি নিশ্চিত করবে।’

রাবি স্টুডেন্টস রাইটস অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী সজীব বলেন, ‘দেশের বিভিন্ন জায়গায় ধর্ষণের ঘটনা ঘটছে। বর্তমান সরকারকে বলতে চাই, আপনারা যদি নারী শিক্ষার্থী ও জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে না পারেন তাহলে এই দেশ চালানোর অধিকার আপনারা হারিয়ে ফেলেছেন। ধর্ষকের সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত মৃত্যুদণ্ড। এই মৃত্যুদণ্ড কার্যকর করে ধর্ষকদের বাংলাদেশ থেকে বিতাড়িত করুন।’

বিক্ষোভ সমাবেশে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের পাঁচ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

/এমএএ/
সম্পর্কিত
রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাইয়ের অ্যাডহক কমিটি ও নির্বাচন কমিশন গঠন
ছেলেকে খুঁজতে গিয়ে ধর্ষণের শিকার গৃহবধূ, গ্রেফতার দুই যুবক
রাবি উপাচার্যের আশ্বাসে অবস্থান কর্মসূচি স্থগিত, নতুন অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত
সর্বশেষ খবর
বিমানবাহিনীর সদস‍্যকে হাতকড়া পরিয়ে মারধর, ২ এএসআই প্রত‍্যাহার
বিমানবাহিনীর সদস‍্যকে হাতকড়া পরিয়ে মারধর, ২ এএসআই প্রত‍্যাহার
রাস্তায় কলেজছাত্রীকে ইভটিজিং, গ্রেফতার ২
রাস্তায় কলেজছাত্রীকে ইভটিজিং, গ্রেফতার ২
পল্টনে ভবনে আগুন: প্রায় ৪ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
পল্টনে ভবনে আগুন: প্রায় ৪ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
তেজগাঁওয়ে পুলিশের অভিযানে গ্রেফতার ৭৪
তেজগাঁওয়ে পুলিশের অভিযানে গ্রেফতার ৭৪
সর্বাধিক পঠিত
৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির
৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
টিএসসিতে নারী প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ, সমালোচনার ঝড়
টিএসসিতে নারী প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ, সমালোচনার ঝড়
ইঞ্জিন বিকল, মাঝপথে থামলো চলন্ত ট্রেন
ইঞ্জিন বিকল, মাঝপথে থামলো চলন্ত ট্রেন