ঢাকা-চট্টগ্রাম রেলপথে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার তালশহরে ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে হাজী জালাল উদ্দিন (৬০) নামে এক ব্যক্তি আহত হয়েছেন। শনিবার বিকাল ৫টার দিকে এ ঘটনা ঘটে।
আহত জালাল উদ্দিনের বাড়ি কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার দেওয়াপুর গ্রামে।
ট্রেনে থাকা প্রত্যক্ষদর্শী যাত্রী আশীষ সাহা জানান, চট্টগ্রাম থেকে ঢাকাগামী-মহানগর এক্সপ্রেস ট্রেনটি তালশহর স্টেশনের আউটার অতিক্রম করার সময় হঠাৎ ট্রেনের (খ-বগিতে) কামরায় পাথর নিক্ষেপ করে কয়েকজন বখাটে। এসময় খ-বগিতে জানালার পাশে থাকা যাত্রী হাজী জালাল উদ্দিনের মুখের নিচে থুতুতে লেগে তিনি রক্তাক্ত জখম হন। মুহূর্তে মধ্যেই রক্তাক্ত অবস্থায় ট্রেনের ভেতরে লুটিয়ে পরেন। পরে যাত্রীদের সহযোগিতায় তিনি ভৈরব রেলওয়ে স্টেশনে নেমে স্থানীয় হাসপাতালে চিকিৎসা গ্রহন করেন।
আহত যাত্রী জালাল উদ্দিন জানান, তিনি ব্যবসার কাজ শেষে চট্টগ্রাম থেকে বাড়ির উদ্দেশে যাওয়ার পথে এ ঘটনা ঘটে।
পবিত্র রমজান মাসে বৃদ্ধ রোজাদার ব্যক্তি হাজী জালাল উদ্দিন রক্তাক্ত জখম হওয়ায় কামরায় থাকা অন্য যাত্রীরা ক্ষোভ প্রকাশ করেন।
এ ব্যাপারে আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিন জানান, এ বিষয়ে তাদের কাছে কোনও তথ্য নেই। বিষয়টির খোঁজ নেওয়া হচ্ছে।