X
রবিবার, ১১ মে ২০২৫
২৭ বৈশাখ ১৪৩২

ঈদের দিনে শোকাতুর শহীদ আব্দুল্লাহর পরিবারের সদস্যরা

সেলিম রেজা, বেনাপোল
৩১ মার্চ ২০২৫, ১৬:২৯আপডেট : ৩১ মার্চ ২০২৫, ১৭:২৩

ঢাকায় বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ আব্দুল্লাহর পরিবারের সদস্যদের মাঝে ঈদের আনন্দ নেই। আব্দুল্লাহকে ছাড়াই মা-বাবা, ভাই-বোনের এবারের ঈদ কাটছে। তার শোকে ঈদের দিনে কাঁদছেন পরিবারের সদস্যরা। যশোরের শার্শা উপজেলার বেনাপোল পোর্টথানার বড় আঁচড়া গ্রামের বাড়িতে এখন যেন এক বড় শূন্যতা বিরাজ করছে। 

ঢাকার শহীদ সোহরাওয়ার্দী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র ছিলেন আব্দুল্লাহ। শুরু থেকেই আন্দোলনে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন তিনি।

আব্দুল্লাহর কথা স্মরণ করে কাঁদতে কাঁদতে বড় ভাই জাহাঙ্গীর আলম বলেন, ‘ভাইকে ছাড়া এবারই প্রথম ঈদ করছি। ভাই বাড়িতে আসতো, আনন্দ-উল্লাসে দিন কাটতো। কিন্তু এবারের দিন আমাদের দুঃখ-বেদনার, কান্নার। ছোট ভাই নানা-নানির কবরের পাশে চিরনিন্দ্রায় শায়িত। ভাইয়ের কবর দেখলেই চোখে পানি চলে আসে। প্রতি বছর রমজানে কলেজ ছুটি হলে ভাই বাসায় চলে আসতো। আব্দুল্লাহসহ পরিবারের সদস্যরা মিলে ইফতার করতাম। আজ সকালে ঈদের নামাজের পর আমি বাবা, মেজো ভাইসহ আব্দুল্লাহর  কবর জিয়ারত করতে গিয়ে কান্নায় ভেঙে পড়ি। আব্দুল্লাহসহ চব্বিশের অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের যেন আল্লাহ জান্নাত নসিব করেন। যেসব আহত ভাই রয়েছেন তারা যেন সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসেন। দেশবাসীর কাছে এই দোয়া কামনা করছি।’

শহীদ আব্দুল্লাহর মা মাবিয়া খাতুন বলেন, ‘ঈদের সময় আব্দুল্লাহ ভাই-বোনদের নিয়ে আনন্দে সময় কাটাতো। আজ আমার বুকের ধন নেই। একজন মা বোঝে তার সন্তান হারানোর কষ্ট। আমার ছেলেকে আল্লাহ যেন শহীদি মর্যাদা দান করেন।’

বাবা আব্দুল জব্বার বলেন, ‘আব্দুল্লাহর জন্য কবরের পাশে শুধু কাঁদি আর আল্লাহর কাছে দোয়া করি। এখন সবাই আমার খোঁজ-খবর রাখে। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। আরও যারা শহীদ হয়েছেন তাদের সবার জন্য দোয়া করবেন। আমার ছেলে জীবন দিয়ে নতুন স্বাধীনতা এনেছে। একজন বাবার জন্য এর চেয়ে বড় পাওয়া আর কী হতে পারে।’ 

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ২০২৪ সালে ৫ আগস্ট দুপুর ২টার দিকে বংশাল থানার পাশে তাঁতীবাজার এলাকায় পুলিশের গুলিতে আহত হন আব্দুল্লাহ। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ও ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিন মাস ১০ দিন চিকিৎসাধীন থাকার পর ১৪ নভেম্বর ভোরে মারা যান তিনি। তিনি পুরান ঢাকার শহীদ সোহরাওয়ার্দী কলেজের রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন।

/এমএএ/
সম্পর্কিত
ফেসবুকে পোস্ট কিংবা রাস্তায় জনদুর্ভোগ করে নয়, নির্বাচন দিলেই আ.লীগ নিশ্চিহ্ন হয়ে যাবে: দুদু
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বৈষম্যবিরোধী নেতাদের ওপর হামলা, আহত ৪
রিমান্ড শেষে কারাগারে সাবেক এমপি জাফর 
সর্বশেষ খবর
থ্যালাসেমিয়া পেশেন্টস অ্যান্ড প্যারেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ
থ্যালাসেমিয়া পেশেন্টস অ্যান্ড প্যারেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ
আ.লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধকে ইতিবাচক হিসেবে দেখছি: হাসনাত আব্দুল্লাহ
আ.লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধকে ইতিবাচক হিসেবে দেখছি: হাসনাত আব্দুল্লাহ
ইমিগ্রেশন পুলিশকে আরও কঠোর হওয়ার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার
ইমিগ্রেশন পুলিশকে আরও কঠোর হওয়ার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার
পরিবারের সদস্যদের সঙ্গে খালেদা জিয়ার একান্ত সময়
পরিবারের সদস্যদের সঙ্গে খালেদা জিয়ার একান্ত সময়
সর্বাধিক পঠিত
জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা
জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা
লঞ্চঘাটে তরুণীদের প্রকাশ্যে মারধর, যুবক বললেন ‘ভাই হিসেবে মেরেছি’
লঞ্চঘাটে তরুণীদের প্রকাশ্যে মারধর, যুবক বললেন ‘ভাই হিসেবে মেরেছি’
ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সামরিক অভিযান শুরু
ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সামরিক অভিযান শুরু
চট্টগ্রামে বিএনপির সমাবেশে তামিম ইকবাল, বললেন ‘আমি পলিটিক্যাল কেউ না, স্পোর্টসম্যান’
চট্টগ্রামে বিএনপির সমাবেশে তামিম ইকবাল, বললেন ‘আমি পলিটিক্যাল কেউ না, স্পোর্টসম্যান’
বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ
বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ