বাগেরহাটের মোংলায় পৌর বিএনপির ২১ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মামলা দায়েরের প্রতিবাদে বুধবার বিকালে থানা ঘেরাও করেছে স্থানীয় বিএনপি। মঙ্গলবার (২০ মে) রাতে থানায় এ মামলা করা হয়।
থানা ঘেরাও করে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ৪৮ ঘণ্টার মধ্যে মামলা প্রত্যাহারের আল্টিমেটাম দেন।
এ সময় নেতাকর্মীরা জানান, বুধবার রাতের মধ্যে এনসিপির বিরুদ্ধে বিএনপির দেওয়া মামলা রেকর্ড করতে হবে। তা না হলে লাগাতার কর্মসূচিতে মোংলা বন্দর অচল এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে বিএনপি দায়ী থাকবে না।
এর আগে একই দাবিতে বিকালে পৌর শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে স্থানীয় বিএনপি। বুধবার দুপুরে এই মামলার বিষয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপির স্থানীয় নেতারা।