X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

কার্যালয়ের সামনেই প্রকৌশলীকে মারলো ঠিকাদার!

বরগুনা প্রতিনিধি
০৭ মে ২০২১, ১৯:৩৯আপডেট : ০৭ মে ২০২১, ২০:২৮

বরগুনায় নিজ কার্যালয়ের সামনে ঠিকাদারের হাতে মারধরের শিকার হয়েছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের একজন প্রকৌশলী। বৃহস্পতিবার (৬ মে) বিকালে নিজ কার্যালয়ের সামনে স্থানীয় ঠিকাদার ফরহাদ জমাদ্দার তাকে মারধর করেন। তবে ঘটনার পর দীর্ঘ সময় অতিবাহিত হলেও এখন পর্যন্ত কোনও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

মারধরের শিকার ওই প্রকৌশলীর নাম মো. মিজানুর রহমান। তিনি স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) উপজেলা উপ-সহকারী প্রকৌশলী পদে কর্মরত।

ঘটনার সময় উপস্থিত কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, বৃহস্পতিবার বিকাল সাড়ে চারটার দিকে নিজ কার্যালয়ে সামনে মোটরসাইকেলে বসা ছিলেন প্রকৌশলী মো. মিজানুর রহমান। এ সময় বরগুনার আমতলার পাড় এলাকার বাসিন্দা ঠিকাদার ফরহাদ জমাদ্দার সেখানে উপস্থিত হয়ে ওই প্রকৌশলীকে ঘুষখোর বলে গালাগাল দিতে থাকেন। এসময় প্রকৌশলী মিজান প্রতিবাদ করলে ঠিকাদার ফরহাদ মোটরসাইকেলে লাথি ও ধাক্কা দিয়ে ফেলে তাকে মাটিতে ফেলে দেন। এরপর মিজানুর রহমান উঠে দাঁড়ালে ফরহাদ জমাদ্দার তাকে কিল-ঘুষি মেরে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।

ঘটনাস্থলে সদর উপজেলা পরিষদের ও উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের কর্মচারীরাসহ সদর উপজেলার বেশ কয়েকজন চেয়ারম্যান উপস্থিত ছিলেন। তাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

ঘটনার প্রত্যক্ষদর্শী বরগুনা সদর উপজেলা পরিষদের সদর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম আহমদ সোহাগ বলেন, উপজেলা পরিষদে আমাদের একটি মিটিং ছিল। মিটিং শেষ করে ভবন থেকে নামার সময় আমরা দেখি মারামারি করছেন তারা। পরে আমিসহ সেখানে আরও বেশ কয়েকজন চেয়ারম্যান পরিস্থিতি শান্ত করি। তবে কী নিয়ে ঘটনা ঘটেছে, তা তিনি জানেন না।

যোগাযোগ করা হলে ঠিকাদার মো. ফরহাদ জমাদ্দার শুক্রবার সকালে মুঠোফোনে বলেন, প্রকৌশলী মিজানুর রহমান একজন অসৎ কর্মকর্তা। ঘুষ ছাড়া তার কলম চলে না। ঘুষের জন্য তিনি আমার জামানতের টাকা আটকে রেখেছেন। বরগুনার অনেক ঠিকাদারের টাকা তিনি আটকে রেখেছেন আবার অনেকে ঘুষ দিয়ে জামানতের টাকা পেয়েছেন। আমি ঘুষ দিতে রাজি না হওয়ায় তিনি আমার কাজ করবেন না বলে জানিয়েছেন। এ জন্য আমি তাকে মেরেছি। পরে আবার তার কাছে ক্ষমা চেয়েছি।

তিনি দাবি করেন, ঘুষ-বাণিজ্যের মাধ্যমে বরগুনার আমতলার পাড় এলাকায় মিজানুর রহমান বহুতল ভবন নির্মাণ করেছেন। ঘুষ গ্রহণের মাধ্যমে এ প্রকৌশলী অঢেল সম্পত্তি গড়েছেন বলেও অভিযোগ এই ঠিকাদারের।

মারধরের শিকার প্রকৌশলী মিজানুর রহমানের বলেন, ফরহাদ জমাদ্দার তার এলাকার বড় ভাই। কিছু ভুল-বোঝাবুঝির কারণে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। তিনি এ বিষয়ে কোথাও অভিযোগ করবেন না বলেও জানান।

বরগুনা জেলা প্রশাসক হাবিবুর রহমান বলেন, বিষয়টি সম্পর্কে আমি অবগত নই। একজন সরকারি কর্মকর্তাকে মারধরের ঘটনা অনাকাঙ্ক্ষিত। এ বিষয়ে আমি খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহণ করবো।

এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম তরিকুল ইসলাম বলেন, এ রকম কোনও ঘটনার বিষয়ে আমি অবগত নই। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজধানীতে ঝড়-শিলাবৃষ্টি
রাজধানীতে ঝড়-শিলাবৃষ্টি
৯৯৯ নম্বরে ফোন পেয়ে নির্যাতনের শিকার গৃহপরিচারিকাকে উদ্ধার
৯৯৯ নম্বরে ফোন পেয়ে নির্যাতনের শিকার গৃহপরিচারিকাকে উদ্ধার
এমপি স্ত্রীকে হারিয়ে ৬ ভোটে স্কুল কমিটির সভাপতি বদি
এমপি স্ত্রীকে হারিয়ে ৬ ভোটে স্কুল কমিটির সভাপতি বদি
পুলিশ-সাংবাদিক-আইনজীবী স্টিকারের ছড়াছড়ি, ব্যবস্থা নিতে মাঠে নেমেছে পুলিশ
পুলিশ-সাংবাদিক-আইনজীবী স্টিকারের ছড়াছড়ি, ব্যবস্থা নিতে মাঠে নেমেছে পুলিশ
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী