X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

বরিশালে একদিনেই ইভ্যালির রাসেলের বিরুদ্ধে ৩ মামলা

বরিশাল প্রতিনিধি
২৮ নভেম্বর ২০২১, ২০:৪৫আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ২০:৪৫

ইভ্যালির সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেলের বিরুদ্ধে বরিশালে চেক জালিয়াতির পৃথক তিনটি মামলা করা হয়েছে। রবিবার (২৮ নভেম্বর) দুপুর ১২টায় বরিশাল অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাগুলোর আবেদন করা হয়।

বিকালে আদালতের বিচারক মাসুম বিল্লাহ পৃথক তিনটি মামলা আমলে নিয়ে সমন জারি করেন। মামলার বাদীরা হলেন- বরিশাল নগরীর বাসিন্দা নিলয় শরীফ, সাদিকুর রহমান সুরুজ ও মো. ফেরদাউস।

আদালতের বেঞ্চ সহকারী চারচিল মামলার এজাহারের বরাত দিয়ে জানান, বাদী নিলয় মোটরসাইকেল কিনতে সাড়ে তিন লাখ টাকা জমা দেন। তাকে ছয় মাসের মধ্যে মোটরসাইকেল না হলে নগদ অর্থ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। অপর বাদী সুরুজও মোটরসাইকেলের জন্য দুই লাখ ৭১ হাজার টাকা জমা দেন। তাকেও একইভাবে প্রতিশ্রুতি দেওয়া হয়। বাদী ফেরদাউসও মোটরসাইকেলের জন্য ইভ্যালিকে এক লাখ ৭৪ হাজার টাকা দেন।

ওই টাকার বিপরীতে তিন বাদীকে মোটরসাইকেল না দিয়ে চেক দেয় ইভ্যালি থেকে। ওই চেক নির্ধারিত ব্যাংকে জমা দেওয়া হলে তা প্রত্যাখ্যাত হয়। সেখান থেকে বলা হয়, ওই হিসাব নম্বরে টাকা নেই। প্রতারিত হওয়ার বিষয়টি বুঝতে পেরে তারা আদালতের শরণাপন্ন হন।

এ তিন মামলার আইনজীবী মোস্তাফিজুর রহমান বলেন, ‘এরপর টাকা ফেরত চেয়ে উকিল নোটিশ পাঠানো হয় ইভ্যালির তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক রাসেলের কাছে। কিন্তু ওই প্রতিষ্ঠান থেকে উকিল নোটিশের কোনও জবাব দেওয়া হয়নি। পরপর তিনবার উকিল নোটিশের কোনও উত্তর না পাওয়ায় মামলা করা হলে বিচারক সমন জারির নির্দেশ দেন।’

/এফআর/
সম্পর্কিত
আমার কাছে ৪৫টি বাচ্চা আছে, ডিবিকে বলেন নিয়ে যেতে: আদালতে মিল্টন সমাদ্দার
সারা দেশে গাছ কাটা বন্ধের নির্দেশনা চেয়ে রিট
মানবপাচার: মিল্টন সমাদ্দার আবার ৪ দিনের রিমান্ডে
সর্বশেষ খবর
মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে ২ জন আহত
মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে ২ জন আহত
ইউনিয়ন পরিষদেও প্রশাসক নিয়োগের বিধান হচ্ছে
ইউনিয়ন পরিষদেও প্রশাসক নিয়োগের বিধান হচ্ছে
মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইট তৈরির নির্দেশ
মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইট তৈরির নির্দেশ
মার্কিন শিক্ষার্থীদের আন্দোলনের সমর্থনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংহতি সমাবেশ
মার্কিন শিক্ষার্থীদের আন্দোলনের সমর্থনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংহতি সমাবেশ
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের