X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২২ আষাঢ় ১৪৩২

বরিশালে একদিনেই ইভ্যালির রাসেলের বিরুদ্ধে ৩ মামলা

বরিশাল প্রতিনিধি
২৮ নভেম্বর ২০২১, ২০:৪৫আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ২০:৪৫

ইভ্যালির সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেলের বিরুদ্ধে বরিশালে চেক জালিয়াতির পৃথক তিনটি মামলা করা হয়েছে। রবিবার (২৮ নভেম্বর) দুপুর ১২টায় বরিশাল অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাগুলোর আবেদন করা হয়।

বিকালে আদালতের বিচারক মাসুম বিল্লাহ পৃথক তিনটি মামলা আমলে নিয়ে সমন জারি করেন। মামলার বাদীরা হলেন- বরিশাল নগরীর বাসিন্দা নিলয় শরীফ, সাদিকুর রহমান সুরুজ ও মো. ফেরদাউস।

আদালতের বেঞ্চ সহকারী চারচিল মামলার এজাহারের বরাত দিয়ে জানান, বাদী নিলয় মোটরসাইকেল কিনতে সাড়ে তিন লাখ টাকা জমা দেন। তাকে ছয় মাসের মধ্যে মোটরসাইকেল না হলে নগদ অর্থ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। অপর বাদী সুরুজও মোটরসাইকেলের জন্য দুই লাখ ৭১ হাজার টাকা জমা দেন। তাকেও একইভাবে প্রতিশ্রুতি দেওয়া হয়। বাদী ফেরদাউসও মোটরসাইকেলের জন্য ইভ্যালিকে এক লাখ ৭৪ হাজার টাকা দেন।

ওই টাকার বিপরীতে তিন বাদীকে মোটরসাইকেল না দিয়ে চেক দেয় ইভ্যালি থেকে। ওই চেক নির্ধারিত ব্যাংকে জমা দেওয়া হলে তা প্রত্যাখ্যাত হয়। সেখান থেকে বলা হয়, ওই হিসাব নম্বরে টাকা নেই। প্রতারিত হওয়ার বিষয়টি বুঝতে পেরে তারা আদালতের শরণাপন্ন হন।

এ তিন মামলার আইনজীবী মোস্তাফিজুর রহমান বলেন, ‘এরপর টাকা ফেরত চেয়ে উকিল নোটিশ পাঠানো হয় ইভ্যালির তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক রাসেলের কাছে। কিন্তু ওই প্রতিষ্ঠান থেকে উকিল নোটিশের কোনও জবাব দেওয়া হয়নি। পরপর তিনবার উকিল নোটিশের কোনও উত্তর না পাওয়ায় মামলা করা হলে বিচারক সমন জারির নির্দেশ দেন।’

/এফআর/
সম্পর্কিত
বৈদেশিক মুদ্রা ডাকাতি: একজন কারাগারে, রিমান্ডে ৫  
‘ভাইরাল আলভি’সহ গ্রেফতার ৪ জন কারাগারে
জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে মালয়েশিয়া থেকে ফেরত পাঠানো ৩ জন কারাগারে
সর্বশেষ খবর
হোসেনি দালান: কারবালার শহীদদের প্রতীকী নিদর্শন
হোসেনি দালান: কারবালার শহীদদের প্রতীকী নিদর্শন
টিভিতে আজকের খেলা (৬ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৬ জুলাই, ২০২৫)
গ্রিন-স্মিথের ফিফটিতে গ্রেনাডায় স্বস্তিতে অস্ট্রেলিয়া
গ্রিন-স্মিথের ফিফটিতে গ্রেনাডায় স্বস্তিতে অস্ট্রেলিয়া
ইনজুরি টাইমের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
ক্লাব বিশ্বকাপইনজুরি টাইমের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল