X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

আসামি ছাড়িয়ে নিতে থানা ঘেরাও, সংঘর্ষে পুলিশসহ আহত ২০

পটুয়াখালী প্রতিনিধি
১৮ জুন ২০২২, ০৮:৫১আপডেট : ১৮ জুন ২০২২, ০৮:৫১

গ্রেফতার আসামিকে ছাড়িয়ে নিতে থানা ঘেরাও করেছিলেন ভাই ও সমর্থকরা। বাধা দিলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এতে আট পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। 

শুক্রবার (১৭ জুন) বিকাল ৫টায় পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর থানা চত্বরে এ ঘটনা ঘটে। আহতদের মহিপুর ও কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্স এবং পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।  

পুলিশ জানায়, গত বুধবার লতাচাপলী ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়। পরদিন ওই ইউপির ২ নম্বর ওয়ার্ডের পরাজিত ইউপি সদস্য প্রার্থী আবদুল জলিল ঘরামীর ভাই খলিল ঘরামী লোকজন নিয়ে কবির মোল্লার ওপর হামলা করেন। এতে গুরুতর আহত হন তিনি। কবির মোল্লা ওই ওয়ার্ডের বিজয়ী ইউপি সদস্য আবুল হোসেন কাজীর সমর্থক। বর্তমানে কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন তিনি।

এ ঘটনায় শুক্রবার দুপুরে কবির মোল্লার স্ত্রী শিউলী বেগম বাদী হয়ে খলিল ঘরামীসহ বেশ কয়েকজনের নাম উল্লেখ করে মহিপুর থানার মামলা করেন। পরে বেলা ৩টার দিকে খলিলকে গ্রেফতার করে মহিপুর থানায় নিয়ে আসে পুলিশ। এতে শতাধিক সমর্থক নিয়ে থানা ঘেরাও করে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে জলিল। এ সময় পুলিশ বাধা দিলে বিক্ষুব্ধরা ইটপাটকেল নিক্ষেপ করে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশ ছত্রভঙ্গের চেষ্টা করলে তারা ইটপাটকেল নিক্ষেপ করে। এতে থানার জানালাস ভেঙে যায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ করে। এতে পুলিশসহ ২০ জন আহত হয়েছেন। 

আহত সাফিয়া বেগম বলেন, ‘পুলিশ কেন খলিল ঘরামীকে ধরে নিয়ে এসেছে, সেটা জানার জন্য থানায় এসেছিলাম। শান্তিপূর্ণভাবে থানার সামনে অবস্থান করেছি, কোনও ঝামেলা করিনি। এ সময় কয়েকজন পুলিশ এসে অবস্থানরত নারী-পুরুষ সবার ওপরে হামলা ও লাঠিচার্জ করে। এতে আমাদের ১৫ জনের বেশি লোক আহত হয়েছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।’ 

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, থানার সেকেন্ড অফিসার আবদুল হালিম হাওলাদার, কনস্টেবল ওবাইদুল, মিলন মিয়া, আফজাল, শিলা রানি, নাসরিন ও লিজা বেগমসহ  আট জন পুলিশ আহত হয়েছেন। আহত দুই জনকে কলাপাড়া এবং ছয় জনকে মহিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
বেতনের দাবিতে ঢাকা-মুন্সীগঞ্জ সড়ক অবরোধ, শ্রমিক-পুলিশ সংঘর্ষ
ব্রাহ্মণবাড়িয়ায় ধান শুকানোর জমি নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
বৈশাখী মেলা বসানো নিয়ে দুই ‘কিশোর গ্যাংয়ের’ সংঘর্ষে যুবক নিহত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা