X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

‘বঙ্গবন্ধুর রাজনৈতিক অনুপ্রেরণা জুগিয়েছেন বঙ্গমাতা’

ভোলা প্রতিনিধি
০৮ আগস্ট ২০২২, ২২:৪২আপডেট : ০৮ আগস্ট ২০২২, ২২:৪২

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ এমপি বলেছেন, বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিবের কোনও তুলনা হয় না। বঙ্গমাতা যদি সহযোগিতা ও অনুপ্রেরণা না জোগাতেন তাহলে দেশের স্বাধীনতা অর্জনে বঙ্গবন্ধুর ভূমিকা রাখা সম্ভব হতো না। সোমবার (৮ আগস্ট) দুপুর ১২টার দিকে ভোলা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গমাতার ৯২তম জন্মদিন উপলক্ষে আয়োজিত দোয়া ও মিলাদ-মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তোফায়েল আহমেদ বলেন, বঙ্গবন্ধু যখন জেলে ছিলেন তখন বঙ্গমাতা অনেক কষ্টে সন্তানদের লেখাপড়া করিয়েছেন। আজ আমাদের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বঙ্গমাতা আদর যত্নে বড় করেছেন। তখন তিনি ভাবেননি শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। তবে মায়ের কাছ থেকে পাওয়া অনুপ্রেরণা ও শিক্ষায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে আজ মানুষের হৃদয় জয় করেছেন।

আওয়ামী লীগের সিনিয়র এ নেতা আরও বলেন, বঙ্গবন্ধুর রাজনৈতিক অনুপ্রেরণা যুগিয়েছেন বঙ্গমাতা।১৯৬৯ সালে যখন বঙ্গবন্ধু জেলে, তখন বঙ্গমাতার সঙ্গে পরামর্শ করে আমরা রাজনৈতিক কর্মসূচি পালন করেছি। বঙ্গমাতা আমাদের ছাত্রলীগের বিভিন্ন অনুষ্ঠানের খরচ দিতেন। তিন মাস ছাত্রলীগের অফিস ভাড়া দিতে পারিনি, পরে বঙ্গমাতা সেই ভাড়া পরিশোধে সহযোগিতা করেছেন।

তোফায়েল আহমেদ বলেন, বঙ্গবন্ধু যখন জেলে, তখন বঙ্গমাতা তাকে খাতা দিয়ে আসতেন। বঙ্গবন্ধুকে দিয়ে আসা সেই খাতার লেখাই আজ অসমাপ্ত আত্মজীবনী ও কারাগারে রোজনামচা হয়ে প্রকাশ হয়েছে। 

বঙ্গমাতার আদর্শ ও ত্যাগের দৃষ্টান্ত বাঙালি নারীদের জন্য অনুপ্রেরণা উল্লেখ করে তিনি আরও বলেন, ১৯৬৬ সালে ৬ দফা আন্দোলনে জনসমর্থন আদায় ও জনগণকে উদ্বুদ্ধ করতে লিফলেট হাতে রাস্তায় নেমেছিলেন বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব। নিজের অলংকার বিক্রি করে সংগঠনের প্রয়োজনীয় চাহিদা মিটিয়েছিলেন তিনি। তার এ আদর্শ ও ত্যাগের দৃষ্টান্ত বাঙালি নারীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
 
অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মঈনুল হোসেন বিপ্লব, ভোলা সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ইউনুছসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মোনাজাত শেষে অসহায় দুস্থদের মধ্যে খাবার বিতরণ করেন তোফায়েল আহমেদ।

/টিটি/
সম্পর্কিত
জুলাই অভ্যুত্থানে ছাত্র নিহতের মামলার আসামি মৃত দুই আওয়ামী লীগ নেতা
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
সাবেক এমপির শ্যালক ও আ.লীগ নেতা রঞ্জু গ্রেফতার
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক